ETV Bharat / bharat

SC extends protection to Editors Guild: মণিপুর সংক্রান্ত মামলায় এডিটরস গিল্ডের সদস্যদের সুরক্ষাকবচের মেয়াদ বাড়ল

মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়ার চেষ্টার অভিযোগে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি-সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ এই মামলায় ওই চার সাংবাদিকের সুরক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 6:40 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার (EGI) সভাপতি ও এর 3 সদস্যের সুরক্ষাকবচের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এই সময়ের মধ্যে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে বলপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না বলেও এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে ৷ মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়ার চেষ্টার অভিযোগে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মণিপুর পুলিশ ৷ এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷

যে অভিযোগকারীর দাবির ভিত্তিতে পুলিশ এই এফআইআর দায়ের করেছে সেই অভিযোগকারীর জবাবও এদিন তলব করেছে সুপ্রিম কোর্ট ৷ কিসের ভিত্তিতে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার চার সদস্যের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়ার মতো অভিযোগ আনা হল তা জানতে চেয়েছে আদালত ৷

এদিন মামলার শুনানিতে মণিপুর সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, আরও কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্ট এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের সুরক্ষাকবচ বাড়াতেই পারে এবং আদালত চাইলে এই মামলা দিল্লি হাইকোর্টে পাঠাতে পারে ৷ এরপরেই এই সুরক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷ এর আগে, 11 সেপ্টেম্বর এই সুরক্ষাকবচের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়িয়েছিল আদালত, এদিন তা আরও বাড়ল ৷ মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠানো হবে কি না সেই বিষয়েও মণিপুর সরকার মত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন: সরকারি হিসেবে 4 মাসে মণিপুরে 175 জনের মৃত্যু, আহত হাজার পার; নিখোঁজ 32

গত 8 সেপ্টেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ তাদের বিরুদ্ধে সংঘর্ষে ইন্ধন দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে ৷ অন্য অভিযোগে, এই চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগও করা হয়েছে ৷ এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন গ্যাঙ্গম শরৎ সিং নামে মণিপুরের অবসরপাপ্ত এক সরকারি ইঞ্জিনিয়র ৷ দ্বিতীয় এফআইএরটি করেন সরখাইবাম থৌডাম সঙ্গীতা নামে ইম্ফল পূর্ব জেলার অপর এক বাসিন্দা ৷ এডিটরস গিল্ডের সভাপতি সীমা মুস্তাফা ও অপর তিন সদস্য সীমা গুহ, ভরত ভূষণ ও সঞ্জয় কাপুরের নামে এই অভিযোগ দায়ের হয়েছে ৷ 7-10 অগস্ট তাঁরা মণিপুরে গিয়েছিলেন এখানকার সংঘর্ষ নিয়ে সংবাদমাধ্যমে যে খবর বেরচ্ছে তা যাচাই করতে ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর: এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার (EGI) সভাপতি ও এর 3 সদস্যের সুরক্ষাকবচের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এই সময়ের মধ্যে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে বলপূর্বক কোনও পদক্ষেপ করা যাবে না বলেও এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে ৷ মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়ার চেষ্টার অভিযোগে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মণিপুর পুলিশ ৷ এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷

যে অভিযোগকারীর দাবির ভিত্তিতে পুলিশ এই এফআইআর দায়ের করেছে সেই অভিযোগকারীর জবাবও এদিন তলব করেছে সুপ্রিম কোর্ট ৷ কিসের ভিত্তিতে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার চার সদস্যের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষ উসকে দেওয়ার মতো অভিযোগ আনা হল তা জানতে চেয়েছে আদালত ৷

এদিন মামলার শুনানিতে মণিপুর সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, আরও কিছু সময়ের জন্য সুপ্রিম কোর্ট এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের সুরক্ষাকবচ বাড়াতেই পারে এবং আদালত চাইলে এই মামলা দিল্লি হাইকোর্টে পাঠাতে পারে ৷ এরপরেই এই সুরক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷ এর আগে, 11 সেপ্টেম্বর এই সুরক্ষাকবচের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়িয়েছিল আদালত, এদিন তা আরও বাড়ল ৷ মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠানো হবে কি না সেই বিষয়েও মণিপুর সরকার মত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন: সরকারি হিসেবে 4 মাসে মণিপুরে 175 জনের মৃত্যু, আহত হাজার পার; নিখোঁজ 32

গত 8 সেপ্টেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ তাদের বিরুদ্ধে সংঘর্ষে ইন্ধন দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে ৷ অন্য অভিযোগে, এই চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগও করা হয়েছে ৷ এডিটরস গিল্ডের সভাপতি ও এর তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন গ্যাঙ্গম শরৎ সিং নামে মণিপুরের অবসরপাপ্ত এক সরকারি ইঞ্জিনিয়র ৷ দ্বিতীয় এফআইএরটি করেন সরখাইবাম থৌডাম সঙ্গীতা নামে ইম্ফল পূর্ব জেলার অপর এক বাসিন্দা ৷ এডিটরস গিল্ডের সভাপতি সীমা মুস্তাফা ও অপর তিন সদস্য সীমা গুহ, ভরত ভূষণ ও সঞ্জয় কাপুরের নামে এই অভিযোগ দায়ের হয়েছে ৷ 7-10 অগস্ট তাঁরা মণিপুরে গিয়েছিলেন এখানকার সংঘর্ষ নিয়ে সংবাদমাধ্যমে যে খবর বেরচ্ছে তা যাচাই করতে ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.