নয়াদিল্লি, 1 মে : আগামিকাল ভোটগণনা ৷ কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই গণনা কি পিছিয়ে দেওয়া যেতে পারে ? এই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট ৷ শনিবার একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে এই প্রশ্ন তোলা হয়েছে ৷
উত্তর প্রদেশে সম্প্রতি পঞ্চায়েত ভোট শেষ হয়েছে ৷ আগামিকাল ওই পঞ্চায়েত নির্বাচনের গণনা রয়েছে ৷ তার আগে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন করেছে ৷
শীর্ষ আদালত জানতে চেয়েছে, ‘‘এই পরিস্থিতিতেও কি আপনাদের কাজ চালিয়ে যেতে হবে ? চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি আরও একটু ভালো হওয়ার পর দু’সপ্তাহ পর কি গণনা করা যায় না ? তিন সপ্তাহ যদি গণনা পিছিয়ে দেওয়া তাহলে মাথায় আকাশ ভেঙে পড়বে না ৷’’
আরও পড়ুন : গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত 16
আদালত সূত্রে খবর যে এর পর উত্তর প্রদেশ নির্বাচন কমিশন জানায় যে তারা গণনার কাজ চালিয়ে যেতে চায় ৷ শুনানির শেষে অবশ্য সুপ্রিম কোর্টের গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷