ETV Bharat / bharat

Ripun Bora : তৃণমূলে যোগদানের পর রিপুন বোরার প্রত্যাবর্তনে খুশির হাওয়া অসমে

author img

By

Published : Apr 25, 2022, 5:23 PM IST

দীর্ঘদিনের কংগ্রেস নেতা রিপুন বোরা যোগদান করেছেন তৃণমূলে (Ripun Bora Joins TMC) ৷ তাঁকে অসমের সভাপতিরও দায়িত্ব দিয়েছে তৃণমূল ৷ তৃণমূলে যোগদানের পর সোমবার তিনি প্রথমবার অসমে পা দিলেন ৷ তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷

supporters-welcome-ripun-bora-after-he-returns-to-assam-as-tmc-state-president
Ripun Bora : তৃণমূলে যোগদানের পর রিপুন বোরার প্রত্যাবর্তনে খুশির হাওয়া অসমে

কলকাতা, 25 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ অসমে পদার্পণ করলেন রিপুন বোরা । আর তাঁকে জমকালো ভাবে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । সকাল থেকেই কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় গুয়াহাটি বিমানবন্দরের বাইরে । তৃণমূলের পতাকা, ফুল ও মিষ্টি নিয়ে তাঁকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ (Supporters Welcome Ripun Bora after he returns to Assam as TMC State President) ।

অসমে তৃণমূল কংগ্রেসের এতদিন যাবতীয় দায়িত্ব সামলাতেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (TMC MP Sushmita Dev) । অসমের পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিরও দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে । কিন্তু রিপুন বোরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তাঁকেই রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে অসমে দলীয় সংগঠন বিস্তারের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ।

supporters welcome ripun bora after he returns to assam as tmc state president
গুয়াহাটিতে রিপুন বোরাকে ঘিরে জনতার ভিড়

কয়েকদিন আগে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ে হেরে যান রিপুন বোরা । দ্বিতীয় আসন জেতার ক্ষেত্রে চার ভোটে পিছিয়ে ছিল বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট । কিন্তু বিরোধী দলে ফাটলকে কাজে লাগিয়ে উভয় আসনেই জয় পায় বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট ।

আর এরপর থেকেই অভিযোগ ওঠে, কংগ্রেসের বিধায়করা বিজেপি জোটের পক্ষে ভোট দিয়েছেন । এই হারের পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রিপুন । তিনি দীর্ঘদিনের কংগ্রেস নেতা৷ অসমে খুব জনপ্রিয় । আর সেই কারণেই তাঁর অন্তর্ভুক্তিতে বাড়তি উৎসাহ নিয়ে অসমের রাজনীতিতে শক্তিবৃদ্ধি করতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন : Ripun Bora Joined TMC: অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা

কলকাতা, 25 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ অসমে পদার্পণ করলেন রিপুন বোরা । আর তাঁকে জমকালো ভাবে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । সকাল থেকেই কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় গুয়াহাটি বিমানবন্দরের বাইরে । তৃণমূলের পতাকা, ফুল ও মিষ্টি নিয়ে তাঁকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ (Supporters Welcome Ripun Bora after he returns to Assam as TMC State President) ।

অসমে তৃণমূল কংগ্রেসের এতদিন যাবতীয় দায়িত্ব সামলাতেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (TMC MP Sushmita Dev) । অসমের পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিরও দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে । কিন্তু রিপুন বোরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তাঁকেই রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে অসমে দলীয় সংগঠন বিস্তারের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ।

supporters welcome ripun bora after he returns to assam as tmc state president
গুয়াহাটিতে রিপুন বোরাকে ঘিরে জনতার ভিড়

কয়েকদিন আগে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ে হেরে যান রিপুন বোরা । দ্বিতীয় আসন জেতার ক্ষেত্রে চার ভোটে পিছিয়ে ছিল বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট । কিন্তু বিরোধী দলে ফাটলকে কাজে লাগিয়ে উভয় আসনেই জয় পায় বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট ।

আর এরপর থেকেই অভিযোগ ওঠে, কংগ্রেসের বিধায়করা বিজেপি জোটের পক্ষে ভোট দিয়েছেন । এই হারের পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রিপুন । তিনি দীর্ঘদিনের কংগ্রেস নেতা৷ অসমে খুব জনপ্রিয় । আর সেই কারণেই তাঁর অন্তর্ভুক্তিতে বাড়তি উৎসাহ নিয়ে অসমের রাজনীতিতে শক্তিবৃদ্ধি করতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন : Ripun Bora Joined TMC: অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.