হায়দরাবাদ, 14 মে: ভারতে যাত্রা শুরু করল কোভিড টিকা স্পুটনিক ভি ৷ আজ হায়দরাবাদে প্রথমবার দেওয়া হল এই টিকার প্রথম ডোজ় ৷ এ কথা জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ভারতীয় পার্টনার ড. রেড্ডিস ল্যাবরেটরিজ় ৷ আমদানি করা এই টিকার প্রতি ডোজ়ের দাম প্রায় 1000 টাকা পড়বে বলেও জানিয়েছে এই সংস্থা ৷ তবে ভারতে এই টিকা তৈরি হলে তার দাম কিছুটা সস্তা হতে পারে ৷
কোম্পানির তরফে জানানো হয়েছে, "সীমিত পাইলট হিসেবে টিকার প্রথম ডোজ় প্রথম বার আজ 14 মে, 2021-এ হায়দরাবাদে দেওয়া হল ৷" এই টিকা আমদানি করার পর এর প্রতি ডোজ়ের দাম 948 টাকা পড়ছে বলে জানিয়েছে ওই সংস্থা ৷ তবে এই দামের সঙ্গে জুড়বে 5 শতাংশ জিএসটি ৷ অর্থাত্ টিকার প্রতি ডোজ়ের দাম পড়বে 995.4 টাকা ৷ স্পুটনিক ভি টিকার প্রথম কনসাইনমেন্ট দেশে এসে পৌঁছেছে 1 মে ৷ বৃহস্পতিবার কাসাউলির সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি একে অনুমোদন দিয়েছে ৷
-
First doses of #SputnikV administered in India. On the picture Deepak Sapra, Global Head of Custom Pharma Services at @drreddys Laboratories is getting a shot of Sputnik V in Hyderabad. ✌️ pic.twitter.com/iBbTeB2DmT
— Sputnik V (@sputnikvaccine) May 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">First doses of #SputnikV administered in India. On the picture Deepak Sapra, Global Head of Custom Pharma Services at @drreddys Laboratories is getting a shot of Sputnik V in Hyderabad. ✌️ pic.twitter.com/iBbTeB2DmT
— Sputnik V (@sputnikvaccine) May 14, 2021First doses of #SputnikV administered in India. On the picture Deepak Sapra, Global Head of Custom Pharma Services at @drreddys Laboratories is getting a shot of Sputnik V in Hyderabad. ✌️ pic.twitter.com/iBbTeB2DmT
— Sputnik V (@sputnikvaccine) May 14, 2021
নয়া এই টিকার আগমণে বর্তমানে দেশে মিলছে তিন ধরনের কোভিড টিকা ৷ কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি ৷ অ্যাডিনোভাইরাস সম্বলিত টিকা স্পুটনিক ভি দিয়েই রাশিয়ায় গণ টিকাকরণ হয়েছে ৷ এই টিকাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের 59টিরও বেশি দেশ ৷ এই টিকা গ্যাম-কোভিড-ভাক নামেও পরিচিত ৷ মূলত দুটি অ্যাডিনোভাইরাস দিয়ে তৈরি স্পুটনিক ভি ৷ সাধারণ ঠান্ডা লাগার দুই ভাইরাস সার্স-কোভ-2-র চিকিত্সায় কার্যকরী ৷ এর ফলে শরীরে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ৷ 91.6 শতাংশ ক্ষেত্রে এই টিকা সফল ৷
আরও পড়ুন: আগামী সপ্তাহেই ভারতে মিলবে স্পুটনিক-ভি টিকা, দাবি নীতি আয়োগ সদস্যের
অক্সফোর্ড অ্যাস্ট্র্যাজেনেকার টিকা যা ভারতে কোভিশিল্ড নামে পরিচিত, তার ধরনও প্রায় স্পুটনিক ভি-এর মতোই ৷ শিম্পাঞ্জির সাধারণ ঠান্ডা লাগার ভাইরাসের দুর্বল ভার্সান দিয়ে এটি তৈরি ৷ অপরদিকে, কোভ্যাক্সিন তৈরি হয়েছে মৃত করোনাভাইরাস দিয়ে ৷ ভারত বায়োটেক এই টিকা তৈরির ক্ষেত্রে করোনাভাইরাসের নমুনা ব্যবহার করেছে ৷ এই টিকা দেওয়া হলে প্রতিরোধক কোষগুলি মৃত ভাইরাসকে চিনতে পারে এবং তা অতিমারি ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে ৷