ETV Bharat / state

প্রধান ও উপ-প্রধানের উপস্থিতিতে পঞ্চায়েত ভবনে ঠিকাদারের জন্মদিন পালন, তুঙ্গে রাজনৈতিক তরজা - CONTRACTOR BIRTHDAY CONTROVERSY

কেক খাইয়ে ঠিকাদারের জন্মদিন পালন করলেন প্রধান ও উপপ্রধান ৷ তাও আবার পঞ্চায়েত ভবনের ভিতরে ৷ এই ঘটনা উখড়া গ্রাম পঞ্চায়েতের ৷

CONTRACTOR BIRTHDAY controversy
পঞ্চায়েত ভবনে ঠিকাদারের জন্মদিন পালন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 8:46 PM IST

দুর্গাপুর, 21 জানুয়ারি: শুধু সেক্রেটারি নয়, একই সঙ্গে এক ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনের ভেতরেই । পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সবাই হাজির ছিলেন এই অনুষ্ঠানে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতে ৷ এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব ।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি ইন্দ্রজিৎ মিশ্র ও ঠিকদার গৌতম সরকারের জন্মদিন ছিল ৷ সোমবার তাঁদের একই সঙ্গে জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে । আর জন্মদিন পালনের ওই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই, তা ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই ঘটনায় শোরগোল পড়ে যায় ৷

প্রধান ও উপ-প্রধানের উপস্থিতিতে পঞ্চায়েত ভবনে ঠিকাদারের জন্মদিন পালন, তুঙ্গে রাজনৈতিক তরজা (ইটিভি ভারত)

প্রশ্ন উঠতে শুরু করে, খোদ পঞ্চায়েত প্রধান মীনা কোলে ও উপ-প্রধানের স্মরণ সাইগল উপস্থিতিতে কী করে সরকারি অফিসে পালিত হল সেক্রেটারির সঙ্গে ঠিকাদারের জন্মদিন । যদিও এর মধ্যে খুব একটা অন্যায় দেখছেন না উখড়া পঞ্চায়েত প্রধান মীনা কোলে । অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব ।

CONTRACTOR BIRTHDAY controversy
প্রধান ও উপপ্রধানের উপস্থিতিতে ঠিকাদারের জন্মদিন পালন (নিজস্ব ছবি)

উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মীনা কোলে সাফাই দিয়ে বলেন, "জন্মদিন ছিল পঞ্চায়েতের সেক্রেটারির ৷ আমরা জানতে পারি আমাদের এই এলাকার ছেলে ঠিকাদারেরও একই দিনে জন্মদিন । সেই হিসাবেই ঠিকাদারের জন্মদিনও পালিত হয়েছে একইসঙ্গে । তবে তাকে ঠিকাদার বলে আমরা মনে করিনি । তিনি আমাদের এলাকার বাসিন্দা, এই হিসাবেই তাঁর জন্মদিন পালন করা হয়েছে ।"

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)

যদিও এর বিরুদ্ধে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, "হাজার হাজার মানুষ পঞ্চায়েত ভবনে নিজেদের কাজ করাতে গিয়ে একটু বসার জায়গা পান না । আর সেখানেই কি না ঠিকাদারের জন্মদিন পালিত হল । এটাই তৃণমূল কংগ্রেসের কালচার । ঠিকাদারের সঙ্গে তাহলে কি কোনও গোপন আঁতাত রয়েছে? সেটা ভাবাই স্বাভাবিক । আমরা সাধারণত জন্মদিনের শুভেচ্ছা জানাই । কিন্তু সরকারি ভবনে একজন ঠিকাদারের জন্মদিন পালন এটা তৃণমূল কংগ্রেস করতে পারে ।"

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)

এর আগে বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি অফিসে কর্তাদের এমনকি শাসকদলের নেতাদের জন্মদিন পালনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে ৷ তারপরেও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান, নেতানেত্রীদের হুঁশ ফেরেনি বলে অভিযোগ ৷ অন্ডালের উখড়া পঞ্চায়েতের এই ঘটনা যেন সেটাই চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল ।

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)

দুর্গাপুর, 21 জানুয়ারি: শুধু সেক্রেটারি নয়, একই সঙ্গে এক ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনের ভেতরেই । পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সবাই হাজির ছিলেন এই অনুষ্ঠানে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতে ৷ এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব ।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি ইন্দ্রজিৎ মিশ্র ও ঠিকদার গৌতম সরকারের জন্মদিন ছিল ৷ সোমবার তাঁদের একই সঙ্গে জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে । আর জন্মদিন পালনের ওই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই, তা ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই ঘটনায় শোরগোল পড়ে যায় ৷

প্রধান ও উপ-প্রধানের উপস্থিতিতে পঞ্চায়েত ভবনে ঠিকাদারের জন্মদিন পালন, তুঙ্গে রাজনৈতিক তরজা (ইটিভি ভারত)

প্রশ্ন উঠতে শুরু করে, খোদ পঞ্চায়েত প্রধান মীনা কোলে ও উপ-প্রধানের স্মরণ সাইগল উপস্থিতিতে কী করে সরকারি অফিসে পালিত হল সেক্রেটারির সঙ্গে ঠিকাদারের জন্মদিন । যদিও এর মধ্যে খুব একটা অন্যায় দেখছেন না উখড়া পঞ্চায়েত প্রধান মীনা কোলে । অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব ।

CONTRACTOR BIRTHDAY controversy
প্রধান ও উপপ্রধানের উপস্থিতিতে ঠিকাদারের জন্মদিন পালন (নিজস্ব ছবি)

উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মীনা কোলে সাফাই দিয়ে বলেন, "জন্মদিন ছিল পঞ্চায়েতের সেক্রেটারির ৷ আমরা জানতে পারি আমাদের এই এলাকার ছেলে ঠিকাদারেরও একই দিনে জন্মদিন । সেই হিসাবেই ঠিকাদারের জন্মদিনও পালিত হয়েছে একইসঙ্গে । তবে তাকে ঠিকাদার বলে আমরা মনে করিনি । তিনি আমাদের এলাকার বাসিন্দা, এই হিসাবেই তাঁর জন্মদিন পালন করা হয়েছে ।"

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)

যদিও এর বিরুদ্ধে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, "হাজার হাজার মানুষ পঞ্চায়েত ভবনে নিজেদের কাজ করাতে গিয়ে একটু বসার জায়গা পান না । আর সেখানেই কি না ঠিকাদারের জন্মদিন পালিত হল । এটাই তৃণমূল কংগ্রেসের কালচার । ঠিকাদারের সঙ্গে তাহলে কি কোনও গোপন আঁতাত রয়েছে? সেটা ভাবাই স্বাভাবিক । আমরা সাধারণত জন্মদিনের শুভেচ্ছা জানাই । কিন্তু সরকারি ভবনে একজন ঠিকাদারের জন্মদিন পালন এটা তৃণমূল কংগ্রেস করতে পারে ।"

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)

এর আগে বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি অফিসে কর্তাদের এমনকি শাসকদলের নেতাদের জন্মদিন পালনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে ৷ তারপরেও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান, নেতানেত্রীদের হুঁশ ফেরেনি বলে অভিযোগ ৷ অন্ডালের উখড়া পঞ্চায়েতের এই ঘটনা যেন সেটাই চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল ।

CONTRACTOR BIRTHDAY controversy
ঠিকাদারের জন্মদিন পালিত হল পঞ্চায়েত ভবনে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.