কলকাতা, 21 জানুয়ারি: বিশেষভাবে সক্ষম যুবতীকে গাড়ি করে এনেও খালি হাতে ফেরালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ হাত জোর করে জানালেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই তাঁর ৷
কেন এমন বললেন মেয়র ? কী ঘটনা ঘটেছিল ?
ঘটনার সূত্রপাত টক টু মেয়র অনুষ্ঠানে ৷ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেন ইলিয়ট রোডের বাসিন্দা বিশেষভাবে সক্ষম 35 বছরের আফরিন সুলতানা । মূলত তাঁর একটাই দাবি থাকে, কোনও জায়গায় একটা চাকরির ব্যবস্থা করে যদি দেন মেয়র । যাতে হাত পেতে নয়, হাত চালিয়ে ভাত খেতে পারেন তিনি ।
কারণ, তাঁর বাড়িতে রয়েছেন 80 বছরের বৃদ্ধা মা আনসারি খাতুন ৷ তাঁর কোলন ক্যানসারের চিকিৎসা চলছে । সেই পরিবারের কথা শোনার জন্য দ্বিতীয়বারের জন্য নিজের গাড়ি পাঠিয়ে মা ও মেয়েকে ধর্মতলায় কেন্দ্রীয় পুরভবন আনেন মেয়র ৷ কিন্তু শেষমেষ আফরিনের দাবি পূরণ করতে পারলেন না ফিরহাদ হাকিম । যুবতীকে মাকে নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরতে হল । এই ঘটনায় কার্যত হতাশই দেখালো মা ও মেয়েকে ।
কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবার ফোন পাওয়ার পরে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গত বছর জুলাই মাসেও ওই দুই মহিলাকে বাড়ি থেকে নিয়ে আসা হয় কর্পোরেশনে । মেয়র নিজে কেন্দ্রীয় ভবনের নিচে গিয়ে কথা বলেন আফরিন সুলতানা ও তাঁর মায়ের সঙ্গে । তাঁদের কাগজপত্র জমা নেন । দাবি ও সমস্যার কথা শোনেন । তবে সেখানেই ইতি । কাজ না পেয়ে ফের ওই বিশেষভাবে সক্ষম মহিলা ফোন করতে থাকেন টক টু মেয়র অনুষ্ঠানে ।
আবারও আফরিন সুলতানা ও তাঁর মাকে গাড়ি করে সোমবার নিয়ে আসা হয় কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনে । দীর্ঘ সময় নিচে গাড়িতে অপেক্ষা করেন দু’জন । শেষমেষ সন্ধ্যায় কলকাতার মেয়র নিচে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন । আফরিন তাঁর মায়ের কোলন ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার কথা জানান ফিরহাদ হাকিমকে ৷ সেই সংক্রান্ত কাগজপত্র তাঁদের কাছ থেকে নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেন মেয়র । এরপর রেশন কার্ড করে দেওয়ার কথা বলেন আফরিন ও তাঁর মা । সেটাও করে দেওয়ার কথা জানান মেয়র ।
তবে চাকরির কথা উঠতেই সেটা দিতে পারবেন না বলে জানিয়ে দেন ফিরহাদ হাকিম । আফরিন সুলতানা বলেন, "আমাকে মিড ডে মিলের রান্নার জন্য বলা হয়েছে ৷ কিন্তু আমি রান্না করতে পারব না ৷ কারণ, আমি শারীরিকভাবে সক্ষম নই ।" তখন ফিরহাদ জানিয়ে দেন, চাকরি দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । তবে বাকি সমস্যাগুলো দেখবেন ।
এই প্রসঙ্গে আফরিন সুলতানা বলেন, "প্রথমবার কাগজপত্র চেয়ে পাঠিয়েছিলেন ৷ কিন্তু কিছুই হয়নি । এবারও হবে কি না, জানি না ৷" কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "টক টু মেয়র ফোন করে সমস্যার কথা বলেন আফরিন । তাঁর মায়ের ক্যানসার ৷ চিকিৎসা করার ব্যবস্থা কী করা যায় দেখছি । রেশন কার্ড সংক্রান্ত সমস্যা সেটাও দেখার নির্দেশ দিয়েছি । ভাতাও পাচ্ছেন ।"