ETV Bharat / bharat

SpiceJet Controversy: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

ফের বিতর্কে বেসরকারি উড়ান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মাকে পৌঁছল না সংস্থার বাস ৷ 45 মিনিট অপেক্ষার পর হেঁটেই বিমানবন্দরের মূল ভবনে ফিরতে হল যাত্রীদের ৷ তদন্ত শুরু ডিজিসিএ (DGCA)-এর ৷

SpiceJet Passengers walk on Delhi Airport tarmac after waiting 45 minutes for bus
SpiceJet: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা
author img

By

Published : Aug 7, 2022, 8:31 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: প্রায় 45 মিনিট ধরে অপেক্ষা করার পরও মেলেনি বাস ৷ ফলে বিমান থেকে নামার পর টার্মিনাল পর্যন্ত অংশটুকু হেঁটেই পেরোতে হল অধিকাংশ যাত্রীকে ! শনিবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport) ৷ কাঠগড়ায় বেসরকারি উড়ান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের উড়ান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ (DGCA) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত রবিবার খবরটি প্রকাশ্য়ে আসে ৷

অন্যদিকে, স্পাইসজেট কর্তৃপক্ষের বক্তব্য হল, প্রাথমিকভাবে টার্মিনালে তাদের বাস পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়েছিল ৷ কিন্তু, একবার বাস চলে আসতেই যাত্রীরা একে একে তাতে সওয়ার হয়ে বিমানবন্দরের মূল ভবনে পৌঁছে যান ৷ তাহলে কেন যাত্রীদের একটা বড় অংশকে এতটা পথ হেঁটে পাড়ি দিতে হল ? অভিযোগ মানতে নারাজ উড়ান সংস্থা ৷ তাদের বক্তব্য, "আমাদের বাস পৌঁছে যাওয়ার পরও কিছু যাত্রী তাতে উঠতে অস্বীকার করেন ৷ তাঁদের অনেকবার বাসে ওঠার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু তাঁরা রাজি হননি ৷ তবে ওই যাত্রীরা খুব বেশি হলে কয়েক মিটার হেঁটে গিয়েছেন ৷"

আরও পড়ুন: SpiceJet Aircraft Smoke: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরে রানওয়ের পার্শ্ববর্তী এলাকা ধরে বিমানবন্দরের মূল ভবন পর্যন্ত হাঁটার অধিকার নেই যাত্রীদের ৷ নিরাপত্তার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই পথে শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারে ৷ এই কারণেই উড়ান সংস্থাগুলি বাস ব্যবহার করে থাকে ৷ সেই বাস পৌঁছে যায় একেবারে বিমানের সামনে পর্যন্ত ৷ বিমান থেকে নামার পর যাত্রীরা বাসে উঠে পড়েন ৷ উলটো দিকে বিমানবন্দরের মূল অংশ থেকে বিমান পর্যন্ত পৌঁছতেও একই বন্দোবস্ত রয়েছে ৷

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই সমস্যায় রয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ ৷ সম্প্রতি, তাদের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরে পড়ে ৷ যার জেরে বেশ কয়েকবার বিমানের জরুরি অবতরণ করাতে হয় ৷ এরই প্রেক্ষিতে স্পাইসজেটের উড়ানের উপর বিধিনিষেধ আরোপ করেছে ডিজিসিএ ৷ উড়ানের সংখ্য়া কমিয়ে করা হয়েছে 50 শতাংশ ৷ এই প্রেক্ষাপটে আবারও বিতর্কে জড়াল স্পাইসজেট ৷ শনিবার রাতে যে বিমানটির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়, সেটি হায়দরাবাদ থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় রাত 11টা 24 মিনিটে ৷ বিমানে মোট 186 জন যাত্রী ছিলেন ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: প্রায় 45 মিনিট ধরে অপেক্ষা করার পরও মেলেনি বাস ৷ ফলে বিমান থেকে নামার পর টার্মিনাল পর্যন্ত অংশটুকু হেঁটেই পেরোতে হল অধিকাংশ যাত্রীকে ! শনিবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport) ৷ কাঠগড়ায় বেসরকারি উড়ান সংস্থা স্পাইসজেট (SpiceJet) ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের উড়ান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ (DGCA) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত রবিবার খবরটি প্রকাশ্য়ে আসে ৷

অন্যদিকে, স্পাইসজেট কর্তৃপক্ষের বক্তব্য হল, প্রাথমিকভাবে টার্মিনালে তাদের বাস পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়েছিল ৷ কিন্তু, একবার বাস চলে আসতেই যাত্রীরা একে একে তাতে সওয়ার হয়ে বিমানবন্দরের মূল ভবনে পৌঁছে যান ৷ তাহলে কেন যাত্রীদের একটা বড় অংশকে এতটা পথ হেঁটে পাড়ি দিতে হল ? অভিযোগ মানতে নারাজ উড়ান সংস্থা ৷ তাদের বক্তব্য, "আমাদের বাস পৌঁছে যাওয়ার পরও কিছু যাত্রী তাতে উঠতে অস্বীকার করেন ৷ তাঁদের অনেকবার বাসে ওঠার জন্য অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু তাঁরা রাজি হননি ৷ তবে ওই যাত্রীরা খুব বেশি হলে কয়েক মিটার হেঁটে গিয়েছেন ৷"

আরও পড়ুন: SpiceJet Aircraft Smoke: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরে রানওয়ের পার্শ্ববর্তী এলাকা ধরে বিমানবন্দরের মূল ভবন পর্যন্ত হাঁটার অধিকার নেই যাত্রীদের ৷ নিরাপত্তার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই পথে শুধুমাত্র গাড়ি চলাচল করতে পারে ৷ এই কারণেই উড়ান সংস্থাগুলি বাস ব্যবহার করে থাকে ৷ সেই বাস পৌঁছে যায় একেবারে বিমানের সামনে পর্যন্ত ৷ বিমান থেকে নামার পর যাত্রীরা বাসে উঠে পড়েন ৷ উলটো দিকে বিমানবন্দরের মূল অংশ থেকে বিমান পর্যন্ত পৌঁছতেও একই বন্দোবস্ত রয়েছে ৷

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই সমস্যায় রয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ ৷ সম্প্রতি, তাদের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরে পড়ে ৷ যার জেরে বেশ কয়েকবার বিমানের জরুরি অবতরণ করাতে হয় ৷ এরই প্রেক্ষিতে স্পাইসজেটের উড়ানের উপর বিধিনিষেধ আরোপ করেছে ডিজিসিএ ৷ উড়ানের সংখ্য়া কমিয়ে করা হয়েছে 50 শতাংশ ৷ এই প্রেক্ষাপটে আবারও বিতর্কে জড়াল স্পাইসজেট ৷ শনিবার রাতে যে বিমানটির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়, সেটি হায়দরাবাদ থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় রাত 11টা 24 মিনিটে ৷ বিমানে মোট 186 জন যাত্রী ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.