হায়দরাবাদ, 14 জুলাই : বিড়াল হারিয়ে গিয়েছে, খুঁজে দিতে পারেন কেউ ? বিড়ালকে খুঁজে দিতে পারলে কিন্তু পুরস্কার পাবেন ৷ এমন ঘোষণা করেছেন হায়দরাবাদের এক বিড়াল মালকিন বা বলা ভালো বেড়াল-প্রেমী ৷
হাতে পোস্টার ৷ তাতে সাহায্যের জন্য কাতর আবেদন জানানো হয়েছে (A Cry for Help), তার নীচে "মিসিং ক্যাট" (Missing Cat), নীচে বেড়ালের ছবি ৷ ছবির তলায় জানানো হয়েছে 24 জুন ট্রাস্টি ভেট ক্লিনিক জুবিলি হিলস (Trusty Vet Clinic Jubilee Hills) থেকে নিখোঁজ হয়েছে সে ৷ মেডিক্যাল সাহায্য দরকার ৷ বিড়ালের নাম জিনজার (Ginger) ৷ আর সবশেষে লাল রঙের স্ট্রিপে সাদা রঙে ছাপা রয়েছে "পুরস্কার: 30 হাজার টাকা" (Reward: 30000 Rupee) ৷ এরকম একটি পোস্টার হাতে বসে রয়েছেন বেড়ালের মালকিন ৷
সেরিনা নাত্তো, তাঁর 8 মাসের বিড়াল "জিনজার"কে একটি পশু হাসপাতালে ভর্তি করেছিলেন ৷ বিড়ালটির জন্ম নিয়ন্ত্রক অস্ত্রোপচার হয় ৷ তার পরে জিনজার অসুস্থ হয়ে পড়েছিল ৷ তিনি বলেন, "একটা পেট ক্লিনিকে 17 জুন জন্ম নিয়ন্ত্রক অস্ত্রোপচার হয় বেড়ালটির ৷ তার পর, সেলাইয়ের জায়গাটা ফুলে গিয়েছিল ৷ ওই হাসপাতালে চিকিৎসার জন্য ফের 23 জুন ভর্তি করি ৷"
আরও পড়ুন : হরিদ্বারে সোনার দোকানে 2 কোটি টাকার ডাকাতিতে ধৃত আরও 5
24 জুন ওই হাসপাতালের চিকিৎসকেরা নাত্তোকে খবর দেন যে, বিড়ালটিকে পাওয়া যাচ্ছে না ৷ পুলিশের কাছে গিয়েছিলেন তিনি, কিন্তু পুলিশ বিড়াল নিরুদ্দেশের অভিযোগ নিতে চায়নি, তদন্ত করতে রাজি হয়নি, পুলিশের বিরুদ্ধে নালিশ সেরিনার ৷ তাঁর কথায়, "বিড়াল নিখোঁজের ব্যাপারে আমি রায়দুরগাম পুলিশ স্টেশনে একটা অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷"
জিনজারকে খুঁজে দেবেন কেউ ?