ETV Bharat / bharat

Jammu Sidhra Incident উপত্যকায় রহস্য, জম্মুর সিদ্রায় একই বাড়িতে মিলল 6 জনের মৃতদেহ - একই পরিবারের মৃত 6

সাতসকালে জম্মুর সিদ্রা এলাকার একটি বাড়ি থেকে পাওয়া গেল 6টি মৃতদেহ ৷ পুলিশ জানিয়েছে তাঁরা সবাই একই পরিবারের ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে (Jammu Dead Body Found) ৷

Jammu Sudra Dead Body
জম্মুর সুদ্রায় মৃতদেহ
author img

By

Published : Aug 17, 2022, 8:46 AM IST

Updated : Aug 17, 2022, 10:06 AM IST

সুদ্রা (জম্মু), 17 অগস্ট: একই পরিবারের ছ'জনের মৃতদেহ পাওয়া গেল একটি বাড়ি থেকে ৷ আজ সকালে এই ঘটনাটি ঘটেছে জম্মুর সিদ্রা এলাকায় (Six people were found dead in a single house in Sidhra area of Jammu) ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জম্মু মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ রহস্যময় এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

মৃতরা হলেন সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নসীমা আখতার এবং রুবিনা বানো, পুত্র জাফর সলিম এবং দুই আত্মীয় নূর উল হাবিব ও সাজাদ আহমদ, জানিয়েছে পুলিশ ৷ কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত 1

এমনিতেই একের পর এক নাগরিকের উপর জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর ৷ গতকাল সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ তাদের মধ্যে একজন মারা গিয়েছেন ৷ জখম হয়েছেন অন্যজন ৷ একটি আপেলের বাগানে এই হামলার ঘটনা ঘটে ৷ এর আগে রবিবার এক পুলিশকর্মী মারা যান ৷ গত সপ্তাহে বান্দিপুরায় এক পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন ৷ সোমবার শ্রীনগরের বদগামে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ 10 অগস্ট নিরাপত্তাবাহিনীর জালে ধরা পড়ে তিন কুখ্যাত লস্কর-ই-তইবা (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ) জঙ্গি ৷ এদের মধ্যে রয়েছে লতিফ রাদের (Lateef Rather) ৷ সে কাশ্মীরি পণ্ডিত ও সরকারি কর্মচারী রাহুল ভাট এবং কাশ্মীরের টেলি-অভিনেত্রী আমরিন ভাট হত্যার সঙ্গে জড়িত ৷

আরও পড়ুন: রাহুল-আমরিন হত্যায় জড়িত লস্কর জঙ্গি লতিফ সমেত 3 জঙ্গি এনকাউন্টারে বন্দি

সুদ্রা (জম্মু), 17 অগস্ট: একই পরিবারের ছ'জনের মৃতদেহ পাওয়া গেল একটি বাড়ি থেকে ৷ আজ সকালে এই ঘটনাটি ঘটেছে জম্মুর সিদ্রা এলাকায় (Six people were found dead in a single house in Sidhra area of Jammu) ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জম্মু মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ রহস্যময় এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

মৃতরা হলেন সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নসীমা আখতার এবং রুবিনা বানো, পুত্র জাফর সলিম এবং দুই আত্মীয় নূর উল হাবিব ও সাজাদ আহমদ, জানিয়েছে পুলিশ ৷ কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত 1

এমনিতেই একের পর এক নাগরিকের উপর জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর ৷ গতকাল সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ তাদের মধ্যে একজন মারা গিয়েছেন ৷ জখম হয়েছেন অন্যজন ৷ একটি আপেলের বাগানে এই হামলার ঘটনা ঘটে ৷ এর আগে রবিবার এক পুলিশকর্মী মারা যান ৷ গত সপ্তাহে বান্দিপুরায় এক পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন ৷ সোমবার শ্রীনগরের বদগামে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ 10 অগস্ট নিরাপত্তাবাহিনীর জালে ধরা পড়ে তিন কুখ্যাত লস্কর-ই-তইবা (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ) জঙ্গি ৷ এদের মধ্যে রয়েছে লতিফ রাদের (Lateef Rather) ৷ সে কাশ্মীরি পণ্ডিত ও সরকারি কর্মচারী রাহুল ভাট এবং কাশ্মীরের টেলি-অভিনেত্রী আমরিন ভাট হত্যার সঙ্গে জড়িত ৷

আরও পড়ুন: রাহুল-আমরিন হত্যায় জড়িত লস্কর জঙ্গি লতিফ সমেত 3 জঙ্গি এনকাউন্টারে বন্দি

Last Updated : Aug 17, 2022, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.