ETV Bharat / bharat

Covid Third Wave: অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, স্কুল খুললে ঝুঁকির মুখে পড়বে শিশুরা - করোনাভাইরাসের তৃতীয় ঢেউ

অক্টোবরেই দেশে তৃতীয় ঢেউ (Covid Third Wave) ভয়ংকর রূপে আছড়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ বড়দের পাশাপাশি এ বার সমান ঝুঁকির মুখে শিশুরাও ৷ তার উপর শিশুদের টিকাকরণও শুরু হয়নি ৷ এই অবস্থায় স্কুল খোলা (Schools Reopen) ঠিক হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই ৷

Should Schools Reopen? Covid third wave to peak in October, it will target kids
স্কুল কি খোলা উচিত ? অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, ঝুঁকির মুখে শিশুরা
author img

By

Published : Aug 23, 2021, 2:24 PM IST

কলকাতা, 23 অগস্ট: দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ (Covid Third Wave) ৷ আর মাত্র দু‘মাসের মধ্যেই অর্থাৎ অক্টোবরে দেশে তৃতীয় ঢেউ ভয়ংকর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রধানমন্ত্রীর দফতরে পেশ করা রিপোর্টে সতর্ক করে বলেছে যে, এ বার শুধু বড়রাই নয়, নিস্তার পাবে না ছোটরাও ৷ অবিলম্বে শিশুদের টিকাকরণে, বিশেষত যে বাচ্চার কো-মর্বিডিটিজ (Comorbidities) রয়েছে এবং যারা বিশেষভাবে সক্ষম, তাদের টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে এই কমিটি ৷

'থার্ড ওয়েভ প্রিপেয়ার্ডনেস : চিলড্রেন ভালনারেবিলিটি অ্যান্ড রিকভারি' (Third Wave Preparedness: Children Vulnerability and Recovery) শীর্ষক গবেষণাপত্রে বলা হয়েছে, কেন্দ্রের অবিলম্বে তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপরতা নেওয়া প্রয়োজন ৷ দেশবাসীকে সতর্ক করে রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং বড়দের পাশাপাশি ছোটদের উপরও এটা হবে সমান ঝুঁকিপূর্ণ ৷ বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, আর 12-16 সপ্তাহের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ ৷ ভাইরাসের নয়া মিউটেশন টিকার শক্তিকেও দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে ৷

আরও পড়ুন: Corona in India : একদিনে সংক্রমণ কমে 25 হাজারে, সামান্য কমল মৃত্যু

শিশুদের টিকাকরণ

Should Schools Reopen? Covid third wave to peak in October, it will target kids
স্কুল কি খোলা উচিত ? অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, ঝুঁকির মুখে শিশুরা

চলতি বছর 27 জুনে কেন্দ্রীয় সরকার বলেছিল, 12-18 বছরের শিশুদের টিকাকরণ জুলাই অথবা অগস্ট থেকে শুরু করা যাবে ৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা. এনকে অরোরা জানিয়েছেন, জাইডাস-ক্যাডিলার ট্রায়াল প্রায় শেষ ৷ কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেলে শিগগিরই 12-18 বছরের শিশুদের কোভিড টিকাকরণ (Covid Vaccination) শুরু হয়ে যাবে ৷ আবার এইমসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া (Dr. Randeep Guleria) বলেছেন, দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের তথ্য হাতে এসে গেলেই সেপ্টেম্বরের আশপাশে 2-18 বছরের শিশুদের জন্য ভারতে মিলবে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ৷

আরও পড়ুন : Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

তৃতীয় ঢেউয়ে স্কুল খুলবে ?

দেশজুড়ে কোভিডের সংক্রমণে কিছুটা রাশ টানা গিয়েছে ৷ তারই জেরে পঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বেশ কয়েকটি রাজ্য স্কুল খোলার (Schools Reopen) সিদ্ধান্ত নিয়েছে ৷ এই পরিকল্পনা রয়েছে অন্যান্য রাজ্যেরও ৷ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গেও পুজোর পরে স্কুল খোলা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তবে টিকাকরণ না-হলে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের ঝুঁকি থেকেই যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের ৷ বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে, সংক্রমণের নথি, সুরক্ষায় গৃহীত ব্যবস্থা, ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ - সবদিক বিচার করে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ৷ ডা. গুলেরিয়াও জানিয়েছেন, প্রাইমারি স্কুলের অফলাইন ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের সঙ্গে যুক্ত সবার সম্পূর্ণ টিকাকরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে ৷ তিনি সতর্ক করে বলেছেন, "বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে মৃদু ও উপসর্গহীন সংক্রমণ হয় ৷ তাই সে অজান্তেই ভাইরাসের বাহক হতে পারে, সেটা হলে সমাজের পক্ষে তা মারাত্মক হবে ৷"

কলকাতা, 23 অগস্ট: দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ (Covid Third Wave) ৷ আর মাত্র দু‘মাসের মধ্যেই অর্থাৎ অক্টোবরে দেশে তৃতীয় ঢেউ ভয়ংকর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রধানমন্ত্রীর দফতরে পেশ করা রিপোর্টে সতর্ক করে বলেছে যে, এ বার শুধু বড়রাই নয়, নিস্তার পাবে না ছোটরাও ৷ অবিলম্বে শিশুদের টিকাকরণে, বিশেষত যে বাচ্চার কো-মর্বিডিটিজ (Comorbidities) রয়েছে এবং যারা বিশেষভাবে সক্ষম, তাদের টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে এই কমিটি ৷

'থার্ড ওয়েভ প্রিপেয়ার্ডনেস : চিলড্রেন ভালনারেবিলিটি অ্যান্ড রিকভারি' (Third Wave Preparedness: Children Vulnerability and Recovery) শীর্ষক গবেষণাপত্রে বলা হয়েছে, কেন্দ্রের অবিলম্বে তৃতীয় ঢেউ মোকাবিলায় তৎপরতা নেওয়া প্রয়োজন ৷ দেশবাসীকে সতর্ক করে রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং বড়দের পাশাপাশি ছোটদের উপরও এটা হবে সমান ঝুঁকিপূর্ণ ৷ বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, আর 12-16 সপ্তাহের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ ৷ ভাইরাসের নয়া মিউটেশন টিকার শক্তিকেও দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে ৷

আরও পড়ুন: Corona in India : একদিনে সংক্রমণ কমে 25 হাজারে, সামান্য কমল মৃত্যু

শিশুদের টিকাকরণ

Should Schools Reopen? Covid third wave to peak in October, it will target kids
স্কুল কি খোলা উচিত ? অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, ঝুঁকির মুখে শিশুরা

চলতি বছর 27 জুনে কেন্দ্রীয় সরকার বলেছিল, 12-18 বছরের শিশুদের টিকাকরণ জুলাই অথবা অগস্ট থেকে শুরু করা যাবে ৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা. এনকে অরোরা জানিয়েছেন, জাইডাস-ক্যাডিলার ট্রায়াল প্রায় শেষ ৷ কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেলে শিগগিরই 12-18 বছরের শিশুদের কোভিড টিকাকরণ (Covid Vaccination) শুরু হয়ে যাবে ৷ আবার এইমসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া (Dr. Randeep Guleria) বলেছেন, দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের তথ্য হাতে এসে গেলেই সেপ্টেম্বরের আশপাশে 2-18 বছরের শিশুদের জন্য ভারতে মিলবে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ৷

আরও পড়ুন : Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

তৃতীয় ঢেউয়ে স্কুল খুলবে ?

দেশজুড়ে কোভিডের সংক্রমণে কিছুটা রাশ টানা গিয়েছে ৷ তারই জেরে পঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বেশ কয়েকটি রাজ্য স্কুল খোলার (Schools Reopen) সিদ্ধান্ত নিয়েছে ৷ এই পরিকল্পনা রয়েছে অন্যান্য রাজ্যেরও ৷ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গেও পুজোর পরে স্কুল খোলা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তবে টিকাকরণ না-হলে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের ঝুঁকি থেকেই যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের ৷ বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে, সংক্রমণের নথি, সুরক্ষায় গৃহীত ব্যবস্থা, ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ - সবদিক বিচার করে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ৷ ডা. গুলেরিয়াও জানিয়েছেন, প্রাইমারি স্কুলের অফলাইন ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের সঙ্গে যুক্ত সবার সম্পূর্ণ টিকাকরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে ৷ তিনি সতর্ক করে বলেছেন, "বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে মৃদু ও উপসর্গহীন সংক্রমণ হয় ৷ তাই সে অজান্তেই ভাইরাসের বাহক হতে পারে, সেটা হলে সমাজের পক্ষে তা মারাত্মক হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.