শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী উত্তরপ্রদেশ পুলিশের এক সাব ইনস্পেক্টর ৷ প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কল চলাকালীনই বরুণ কুমার নামে ওই পুলিশকর্মী আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷ যাঁর সঙ্গে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পাউড়া থানার এই সাব ইনস্পেক্টরের প্রেম ছিল, তিনিও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের শামলি জেলার ঝিনঝানা থানা এলাকার চৌদাদেহ গ্রামের বাসিন্দা বরুণ কুমার ৷ তাঁর বাবা পুলিশে কর্মরত ছিলেন ৷ তিনি কর্মরত অবস্থায় মারা যান ৷ সেই চাকরিই বরুণ পেয়েছিলেন ৷ বরুণ কুমার শাহজাহানপুরের সেহরামউ দক্ষিণ থানায় প্রথম পোস্টিং পান । এরপর তিনি পাউড়া থানায় বদলি হয়ে আসেন ৷
তিনি পাউড়া থানার কোয়ার্টারেই থাকতেন ৷ এই সময় এক মহিলা কনস্টেবলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ বেশ কিছু দিন ধরেই কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ চলছিল । সাব-ইন্সপেক্টর বরুণ কুমার এই বিষয়ে খুব চাপে ছিলেন ।
শুক্রবার সকালে সরকারি কোয়ার্টারে তাঁর ঘর থেকে দীর্ঘক্ষণ বের হননি বরুণ ৷ তখনই অন্য সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন ৷ দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয় ৷ সেখান থেকে পুলিশ গিয়ে ঘরের মধ্যে বরুণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ মৃতদেহ উদ্ধার করা হয় ৷ বরুণের বাড়িতে পরিজনদের কাছে খবর পাঠানো হয়েছে ৷
পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ৷ ওই মহিলা কনস্টেবলকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ আপাতত পুলিশ ভিডিয়ো কলের প্রমাণ পেয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ দু’জনের মধ্যে কী ধরনের গোলমাল ছিল, তা নিয়েও পুলিশ তদন্ত করছে ৷
আরও পড়ুন: