ETV Bharat / bharat

Tunnel Collapse in Uttarakhand: উত্তরকাশীতে টানেল দুর্ঘটনায় আটকে অন্তত 40 শ্রমিক! উদ্বিগ্ন প্রধানমন্ত্রী - চার ধাম অল ওয়েদার প্রজেক্ট

রবিবার ভোর 4টে নাগাদ সাড়ে 4 কিমি দীর্ঘ টানেলের 150 মিটার অংশ ভেঙে পড়ে ৷ আশঙ্কা, প্রায় 40 জন শ্রমিক এই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন ৷ উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।

ETV Bharat
উত্তরকাশীতে টানেল ভেঙে দুর্ঘটনা
author img

By PTI

Published : Nov 12, 2023, 12:41 PM IST

Updated : Nov 12, 2023, 9:44 PM IST

উত্তরকাশী, 12 নভেম্বর: উত্তরকাশীতে টানেল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিস্থিতির খোঁজ নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে । নির্মীয়মান টানেলটির একটি অংশ ভেঙে বহু শ্রমিক আটকে পড়েছেন ৷ অনুমান, এই আটকে পড়া শ্রমিকের সংখ্যা প্রায় 40 জন ৷ মোট সাত রাজ্যের 40 শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 4টে নাগাদ ৷

  • #WATCH | Uttarakhand: Uttarkashi SP Arpan Yaduvanshi says, "In Silkyara Tunnel, a part of the tunnel has broken about 200 meters ahead of the starting point. According to the officials of HIDCL, which is looking after the construction work of the tunnel, about 36 people are… https://t.co/zTnZDAtcyy pic.twitter.com/rv6sxufYz0

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টানেলটির কাজ চলছিল ৷ সরকারি সূত্রের খবর, ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে টানেলটি ভেঙে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, সাড়ে 4 কিলোমিটার দীর্ঘ টানেলের 150 মিটার ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয় ৷

উত্তরকাশী পুলিশের উচ্চাধিকারিক অর্পণ যদুবংশী বলেন, "সিল্কইয়ারায় টানেলটির শুরুর কাছে প্রায় 200 মিটার অংশ ভেঙে গিয়েছে ৷ হাইড্রোইলেকট্রিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এইআইডিসিএল এই টানেলের কাজ তদারকির দায়িত্বে আছে ৷ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, অন্তত 40 জন ভিতরে আটকে রয়েছেন ৷ তাঁদের নিরাপদে বের করে আনার কাজ চলছে ৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷"

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ, দমকল এবং জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম এনএইচআইডিসিএলের কর্মীরা ওই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড বা এনএইচআইডিসিএল এই টানেল নির্মাণের কাজ করছিল ৷

আচমকাই সেটি ভেঙে পড়ে বিপত্তি হল ৷ এই দুর্ঘটনার খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "আমি এই দুর্ঘটনার খবর পেয়েছি ৷ এনডিআরএফ, এসডিআরএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই নিরাপদে ফিরে আসুন ৷"

চার ধাম অল ওয়েদার প্রজেক্টের একটি অংশ এই টানেলটি ৷ এটি সম্পূর্ণ হলে উত্তরকাশী এবং যমুনোত্রীর মধ্যে 26 কিমি দূরত্ব কমে যাবে ৷

আরও পড়ুন:

1 সেবক রংপো-তে টানেলের কাজের সময় পাথরচাপা পড়ে মৃত্যু শ্রমিকের

2 সেবক-রংপো রেল প্রকল্পে বড় টানেলের ব্রেক-থ্রু, উচ্ছ্বসিত শ্রমিক থেকে আধিকারিকরা

3 জম্মু-কাশ্মীর টানেল দুর্ঘটনায় মৃত 10, কোম্পানিকে 15 লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ

উত্তরকাশী, 12 নভেম্বর: উত্তরকাশীতে টানেল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিস্থিতির খোঁজ নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে । নির্মীয়মান টানেলটির একটি অংশ ভেঙে বহু শ্রমিক আটকে পড়েছেন ৷ অনুমান, এই আটকে পড়া শ্রমিকের সংখ্যা প্রায় 40 জন ৷ মোট সাত রাজ্যের 40 শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 4টে নাগাদ ৷

  • #WATCH | Uttarakhand: Uttarkashi SP Arpan Yaduvanshi says, "In Silkyara Tunnel, a part of the tunnel has broken about 200 meters ahead of the starting point. According to the officials of HIDCL, which is looking after the construction work of the tunnel, about 36 people are… https://t.co/zTnZDAtcyy pic.twitter.com/rv6sxufYz0

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টানেলটির কাজ চলছিল ৷ সরকারি সূত্রের খবর, ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে টানেলটি ভেঙে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, সাড়ে 4 কিলোমিটার দীর্ঘ টানেলের 150 মিটার ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজ শুরু হয় ৷

উত্তরকাশী পুলিশের উচ্চাধিকারিক অর্পণ যদুবংশী বলেন, "সিল্কইয়ারায় টানেলটির শুরুর কাছে প্রায় 200 মিটার অংশ ভেঙে গিয়েছে ৷ হাইড্রোইলেকট্রিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এইআইডিসিএল এই টানেলের কাজ তদারকির দায়িত্বে আছে ৷ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, অন্তত 40 জন ভিতরে আটকে রয়েছেন ৷ তাঁদের নিরাপদে বের করে আনার কাজ চলছে ৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷"

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ, দমকল এবং জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম এনএইচআইডিসিএলের কর্মীরা ওই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড বা এনএইচআইডিসিএল এই টানেল নির্মাণের কাজ করছিল ৷

আচমকাই সেটি ভেঙে পড়ে বিপত্তি হল ৷ এই দুর্ঘটনার খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "আমি এই দুর্ঘটনার খবর পেয়েছি ৷ এনডিআরএফ, এসডিআরএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই নিরাপদে ফিরে আসুন ৷"

চার ধাম অল ওয়েদার প্রজেক্টের একটি অংশ এই টানেলটি ৷ এটি সম্পূর্ণ হলে উত্তরকাশী এবং যমুনোত্রীর মধ্যে 26 কিমি দূরত্ব কমে যাবে ৷

আরও পড়ুন:

1 সেবক রংপো-তে টানেলের কাজের সময় পাথরচাপা পড়ে মৃত্যু শ্রমিকের

2 সেবক-রংপো রেল প্রকল্পে বড় টানেলের ব্রেক-থ্রু, উচ্ছ্বসিত শ্রমিক থেকে আধিকারিকরা

3 জম্মু-কাশ্মীর টানেল দুর্ঘটনায় মৃত 10, কোম্পানিকে 15 লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ

Last Updated : Nov 12, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.