ETV Bharat / bharat

Ramgarh Accident: রামগড়ে পথ দুর্ঘটনায় মৃত 6 - রামগড়ে পথ দুর্ঘটনায় মৃত 6

পথ দুর্ঘটনায় মৃত 6 (Road Accident in Ramgarh) ৷ ঘটনাটি ঘটেছে বরকাকানা থানা এলাকার হেহালে ৷

Ramgarh Accident
রামগড়ে পথ দুর্ঘটনায় মৃত 6
author img

By

Published : Oct 5, 2022, 8:32 PM IST

রামগড়, 5 অক্টোবর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন অনেকে (Road Accident in Ramgarh) ৷ ঘটনাটি ঘটেছে বরকাকানা থানা এলাকার হেহালে ৷

জানা গিয়েছে, বরককানায় দুর্গাপুজো উপলক্ষে লোকজন রাবণ দহন অনুষ্ঠান দেখতে মেলায় বেড়াতে যাচ্ছিলেন, সেই সময়ই দুর্ঘনাটি ঘটে ৷ জানা যায়, তাঁরা বাইকে করে মেলা দেখতে যাচ্ছিলেন । এ সময় দ্রুতগতির একটি ট্রাক বাইকটিকে পিষিয়ে দিয়ে চলে যায় ।

নিহতদের মধ্যে তিনজন মহিলা, একজন শিশু ও একজন পুরুষ রয়েছে । ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রামগড়-পাত্রতু সড়ক অবরোধ করে । রাস্তায় অবস্থানরত জনতা-পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় । মানুষের ক্ষোভ দশেরার কারণে ভিড় থাকলেও ব্যস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা করেনি পুলিশ-প্রশাসন ।

আরও পড়ুন: পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে দুর্ঘটনার কবলে এ রাজ্যের বাস, মৃত 1

আরও জানা গিয়েছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের ৷ বাকিরা পাশের গ্রামের বাসিন্দা । তাঁদের নাম এখনও জানা যায়নি । পাত্রতুর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) বীরেন্দ্র কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক তার গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আহতরা রামগড়ের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

এসডিপিও বলেছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে । এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শত শত স্থানীয় মানুষ ট্রাক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তা অবরোধ করে । রামগড়ের সাব-ডিভিশনাল অফিসার মহম্মদ জাভেদ হুসেন জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ অফিসারদের একটি দল মোতায়েন করা হয়েছে ।

রামগড়, 5 অক্টোবর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন অনেকে (Road Accident in Ramgarh) ৷ ঘটনাটি ঘটেছে বরকাকানা থানা এলাকার হেহালে ৷

জানা গিয়েছে, বরককানায় দুর্গাপুজো উপলক্ষে লোকজন রাবণ দহন অনুষ্ঠান দেখতে মেলায় বেড়াতে যাচ্ছিলেন, সেই সময়ই দুর্ঘনাটি ঘটে ৷ জানা যায়, তাঁরা বাইকে করে মেলা দেখতে যাচ্ছিলেন । এ সময় দ্রুতগতির একটি ট্রাক বাইকটিকে পিষিয়ে দিয়ে চলে যায় ।

নিহতদের মধ্যে তিনজন মহিলা, একজন শিশু ও একজন পুরুষ রয়েছে । ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রামগড়-পাত্রতু সড়ক অবরোধ করে । রাস্তায় অবস্থানরত জনতা-পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় । মানুষের ক্ষোভ দশেরার কারণে ভিড় থাকলেও ব্যস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা করেনি পুলিশ-প্রশাসন ।

আরও পড়ুন: পুজো ভ্রমণে বেরিয়ে তাজমহলের পথে দুর্ঘটনার কবলে এ রাজ্যের বাস, মৃত 1

আরও জানা গিয়েছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের ৷ বাকিরা পাশের গ্রামের বাসিন্দা । তাঁদের নাম এখনও জানা যায়নি । পাত্রতুর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) বীরেন্দ্র কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক তার গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আহতরা রামগড়ের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

এসডিপিও বলেছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে । এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শত শত স্থানীয় মানুষ ট্রাক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাস্তা অবরোধ করে । রামগড়ের সাব-ডিভিশনাল অফিসার মহম্মদ জাভেদ হুসেন জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ অফিসারদের একটি দল মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.