ETV Bharat / bharat

Bus Accident in Rajasthan: নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে 50 ফুট নীচে রেললাইনে পড়ল বাস, মৃত কমপক্ষে 4; আহত বহু - Rajasthan Bus Accident

রবিবার গভীর রাতে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। সেতুর নীচেই রয়েছে রেললাইন ৷ রাজস্থানের দৌসায় এই ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 24 জন ৷ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা।

রাজস্থানে রেললাইন পেরোতে গিয়ে ট্র্য়াকে উলটে গেল বাস
Bus Accident in Rajasthan
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:50 AM IST

Updated : Nov 6, 2023, 10:17 AM IST

রাজস্থানে রেললাইন পেরোতে গিয়ে উলটে গেল বাস

দৌসা (রাজস্থান), 6 নভেম্বর: সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানের দৌসা কালেক্টরেট সার্কেলের কাছে রবিবার মধ্যরাতের খানিক পর একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। সেতুর নীচেই রয়েছে রেললাইন ৷ সোমবারের এই দুর্ঘটনায় অন্ততপক্ষে 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহত হয়েছেন কমবেশি 24 জন ৷ আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় 28 জনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে 4 জন যাত্রীর মৃত্যু হয় ৷ কীভাবে বাসটি সেতু থেকে পড়ে গেল তার কারণ এখনও স্পষ্ট নয়। জেলা আধিকারিকরা উলটে যাওয়া বাসটিকে উদ্ধার করতে বিশেষ অভিযান চালাচ্ছেন। অন্যদিকে, আহতদের চিকিৎসা চলছে ৷ রাজস্থানের দৌসার মহকুমাশাসক রাজকুমার কাসওয়া জানিয়েছেন, ঘটনার পর প্রশাসনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-দৌসা 21 নম্বর জাতীয় সড়কে ৷ বাসটি উলটে যাওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট আওয়াজ হয় ৷ বাসের ভিতরে থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল ৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বজরং শেখাওয়াত এই দুর্ঘটনা নিয়ে বলেন, "রবিবার রাত 2.15 নাগাদ বাসটি রেললাইনে পড়ে যায় ৷ বাসটি কালেক্টরেটে সার্কেলের কালভার্টের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরওবি প্রাচীর ভেঙে রেললাইনে উলটে যায় ৷ বাসটি প্রায় 50 ফুট উঁচু থেকে পড়ে যায় ৷ পুলিশ ও উদ্ধারকারী দলের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হয় ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই দুইদিকের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক

রাজস্থানে রেললাইন পেরোতে গিয়ে উলটে গেল বাস

দৌসা (রাজস্থান), 6 নভেম্বর: সপ্তাহের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানের দৌসা কালেক্টরেট সার্কেলের কাছে রবিবার মধ্যরাতের খানিক পর একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। সেতুর নীচেই রয়েছে রেললাইন ৷ সোমবারের এই দুর্ঘটনায় অন্ততপক্ষে 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহত হয়েছেন কমবেশি 24 জন ৷ আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় 28 জনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে 4 জন যাত্রীর মৃত্যু হয় ৷ কীভাবে বাসটি সেতু থেকে পড়ে গেল তার কারণ এখনও স্পষ্ট নয়। জেলা আধিকারিকরা উলটে যাওয়া বাসটিকে উদ্ধার করতে বিশেষ অভিযান চালাচ্ছেন। অন্যদিকে, আহতদের চিকিৎসা চলছে ৷ রাজস্থানের দৌসার মহকুমাশাসক রাজকুমার কাসওয়া জানিয়েছেন, ঘটনার পর প্রশাসনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-দৌসা 21 নম্বর জাতীয় সড়কে ৷ বাসটি উলটে যাওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট আওয়াজ হয় ৷ বাসের ভিতরে থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল ৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বজরং শেখাওয়াত এই দুর্ঘটনা নিয়ে বলেন, "রবিবার রাত 2.15 নাগাদ বাসটি রেললাইনে পড়ে যায় ৷ বাসটি কালেক্টরেটে সার্কেলের কালভার্টের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরওবি প্রাচীর ভেঙে রেললাইনে উলটে যায় ৷ বাসটি প্রায় 50 ফুট উঁচু থেকে পড়ে যায় ৷ পুলিশ ও উদ্ধারকারী দলের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হয় ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই দুইদিকের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক

Last Updated : Nov 6, 2023, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.