ETV Bharat / bharat

Avalanche in Sikkim: সিকিমে তুষারধস ! মৃত 7 পর্যটকের মধ্যে 2 জন বাঙালি, এখনও অনেকে নিখোঁজ

সিকিমে তুষারধস ! আটকে থাকা পর্যটকদের ইতিমধ্যেই উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । এখনও পর্যন্ত 7 জন পর্যটক মারা গিয়েছেন জানা গিয়েছে । এদের মধ্য রয়েছেন 2 জন বাঙালি। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 4, 2023, 3:59 PM IST

Updated : Apr 5, 2023, 12:12 AM IST

সিকিমে ভয়াবহ তুষারধস

গ্যাংটক, 4 এপ্রিল: সিকিমে তুষারধসে মৃত্যু হয়েছে সাত পর্যটকের। আহত হয়েছেন কমপক্ষে 11 জন । প্রায় 5-6টা গাড়ির সঙ্গে বরফে আটকে পড়েন প্রায় 30 জন পর্যটক । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে ওই পাহাড়ি রাজ্যে । প্রশাসন সূত্রে খবর, বিকেল চারটে পর্যন্ত সাত জন পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে এক মহিলা ও এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন 2 বাঙালি । তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি । বাকি পাঁচ জনের মধ্যে উত্তরপ্রদেশের 2 জন ও নেপালের 3 জন । তবে 27 জন পর্যটককে জীবিত উদ্ধার করেছে সেনা। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সিকিমের মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্যাংটক থেকে 28 কিলোমিটার দূরে পূর্ব সিকিমের সঙ্গমো লেকের কাছে 13 থেকে 17 মাইলের মধ্যে জেএন রোডে ওই তুষারধসের ঘটনাটি ঘটেছে । প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 11টা 30 মিনিট নাগাদ এই ভয়াবহ তুষারধস হয়। ধসের জেরে রাস্তার উপরে থাকা পর্যটকরা খাদে ছিটকে পরেছেন বলে জানা গিয়েছে । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। খাদে পরে যায় বেশ কয়েকটি পর্যটকবোঝাই গাড়িও । উদ্ধারকাজে নেমে পড়েন ভারতীয় সেনা, সিকিম পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গ্যাংটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখন পর্যন্ত চলছে উদ্ধার কাজ। আর কেউ তুষার ধসে আটকে পড়েছেন কি না, তাও দেখা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । তিনি টুইট করে বলেন, "নিহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। পুরো বিষয়ের উপর কড়া নজরদারি রাখা হয়েছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে । আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। "

  • My sincerest condolences to the families of those who have lost their lives in the tragic avalanche in Sikkim.

    We are closely monitoring the situation and the teams of NDRF will reach the affected area soon. I pray for the speedy recovery of those injured.

    — Amit Shah (@AmitShah) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাথু লা সমুদ্রপীষ্ঠ থেকে 14,450 ফুট উঁচুতে । প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছর পর্যটকদের ভিড় থাকে এখানে । পুলিশ জানিয়েছে, কিন্তু 13 মাইলের ওপরে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তবে মঙ্গলবার পর্যটকরা ট্যুর অপারেটর ও গাড়ি চালকদের আরও উপরে নিয়ে যেতে বাধ্য করেন। অত উঁচুতে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে বারবার। যার ফলেই এমন দুর্ঘটনার সম্মুখীন হত হয়েছে পর্যটকদের ।

Avalanche
চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনার পর বরফ পরিষ্কার হতেই ফের রাস্তা খুলে দেওয়া হয়েছে। যদিও প্রায় 80টি গাড়ি ও 350 জন যাত্রীকে গ্য়াংটকে ফেরত পাঠানো হয়েছে । মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন । পাশাপাশি খবর পেয়ে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে গ্যাংটক হাসপাতালেও গিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

সম্প্রতি তুষারঝড়ে নাথুলা ও ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েছিল কয়েকশো পর্যটক। সেখানে অপারেশন হিমরাহতের মাধ্যমে ওই পর্যটকদের উদ্ধার করেছিল সেনা । এরপর একইভাবে তুষারপাতে প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছিল । একইভাবে ওই পর্যটকদেরও উদ্ধার করেছিল ভারতীয় সেনা । তবে সাম্প্রতিককালে এই ধরনের তুষারধসের ঘটনা সিকিমে ঘটেনি।

আরও পড়ুন: গুলমার্গে তুষার ধস, মৃত 2 বিদেশি পর্যটক

সিকিমে ভয়াবহ তুষারধস

গ্যাংটক, 4 এপ্রিল: সিকিমে তুষারধসে মৃত্যু হয়েছে সাত পর্যটকের। আহত হয়েছেন কমপক্ষে 11 জন । প্রায় 5-6টা গাড়ির সঙ্গে বরফে আটকে পড়েন প্রায় 30 জন পর্যটক । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে ওই পাহাড়ি রাজ্যে । প্রশাসন সূত্রে খবর, বিকেল চারটে পর্যন্ত সাত জন পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে এক মহিলা ও এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন 2 বাঙালি । তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি । বাকি পাঁচ জনের মধ্যে উত্তরপ্রদেশের 2 জন ও নেপালের 3 জন । তবে 27 জন পর্যটককে জীবিত উদ্ধার করেছে সেনা। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সিকিমের মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্যাংটক থেকে 28 কিলোমিটার দূরে পূর্ব সিকিমের সঙ্গমো লেকের কাছে 13 থেকে 17 মাইলের মধ্যে জেএন রোডে ওই তুষারধসের ঘটনাটি ঘটেছে । প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 11টা 30 মিনিট নাগাদ এই ভয়াবহ তুষারধস হয়। ধসের জেরে রাস্তার উপরে থাকা পর্যটকরা খাদে ছিটকে পরেছেন বলে জানা গিয়েছে । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। খাদে পরে যায় বেশ কয়েকটি পর্যটকবোঝাই গাড়িও । উদ্ধারকাজে নেমে পড়েন ভারতীয় সেনা, সিকিম পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গ্যাংটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখন পর্যন্ত চলছে উদ্ধার কাজ। আর কেউ তুষার ধসে আটকে পড়েছেন কি না, তাও দেখা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । তিনি টুইট করে বলেন, "নিহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। পুরো বিষয়ের উপর কড়া নজরদারি রাখা হয়েছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে । আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। "

  • My sincerest condolences to the families of those who have lost their lives in the tragic avalanche in Sikkim.

    We are closely monitoring the situation and the teams of NDRF will reach the affected area soon. I pray for the speedy recovery of those injured.

    — Amit Shah (@AmitShah) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাথু লা সমুদ্রপীষ্ঠ থেকে 14,450 ফুট উঁচুতে । প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বছর পর্যটকদের ভিড় থাকে এখানে । পুলিশ জানিয়েছে, কিন্তু 13 মাইলের ওপরে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তবে মঙ্গলবার পর্যটকরা ট্যুর অপারেটর ও গাড়ি চালকদের আরও উপরে নিয়ে যেতে বাধ্য করেন। অত উঁচুতে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে বারবার। যার ফলেই এমন দুর্ঘটনার সম্মুখীন হত হয়েছে পর্যটকদের ।

Avalanche
চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনার পর বরফ পরিষ্কার হতেই ফের রাস্তা খুলে দেওয়া হয়েছে। যদিও প্রায় 80টি গাড়ি ও 350 জন যাত্রীকে গ্য়াংটকে ফেরত পাঠানো হয়েছে । মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন । পাশাপাশি খবর পেয়ে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে গ্যাংটক হাসপাতালেও গিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

সম্প্রতি তুষারঝড়ে নাথুলা ও ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েছিল কয়েকশো পর্যটক। সেখানে অপারেশন হিমরাহতের মাধ্যমে ওই পর্যটকদের উদ্ধার করেছিল সেনা । এরপর একইভাবে তুষারপাতে প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছিল । একইভাবে ওই পর্যটকদেরও উদ্ধার করেছিল ভারতীয় সেনা । তবে সাম্প্রতিককালে এই ধরনের তুষারধসের ঘটনা সিকিমে ঘটেনি।

আরও পড়ুন: গুলমার্গে তুষার ধস, মৃত 2 বিদেশি পর্যটক

Last Updated : Apr 5, 2023, 12:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.