ETV Bharat / bharat

Bihar Brick Factory Blast: বিহারে ইটভাটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 9 - বিহারের মোতিহারিতে বিস্ফোরণ

শুক্রবার বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে এক ইটভাটায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের ৷ ধ্বংসস্তূপের তলায় আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা ৷ উদ্ধার করা হয়েছে 15 জনকে (Blast at brick factory in Motihari) ৷

ETV Bharat
বিহারে ইটভাটায় বিস্ফোরণ
author img

By

Published : Dec 23, 2022, 6:48 PM IST

Updated : Dec 23, 2022, 9:58 PM IST

পটনা, 23 ডিসেম্বর: বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে এক ইটভাটার চিমনিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল 9 জনের ৷ মৃতরা প্রত্যেকেই ওই ইটভাটার কর্মী বলে জানা গিয়েছে (Blast at brick factory in Motihari) ৷ আরও 8 জন শ্রমিক ধ্বংসাবশেষের তলায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধার কাজ চলছে (several died in blast at brick factory in bihar) ৷

জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে রামগড়বা থানা এলাকায় নগিরগির এলাকায় ৷ বিস্ফোরণের জেরে অনেক শ্রমিক ওই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান ৷ তাঁদের মধ্যে 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁদের রক্সৌলের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

উদ্ধারকাজের তদারকি করতে এলাকায় গিয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিরকরা ৷ এলাকায় গিয়েছেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও ৷

পটনা, 23 ডিসেম্বর: বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে এক ইটভাটার চিমনিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল 9 জনের ৷ মৃতরা প্রত্যেকেই ওই ইটভাটার কর্মী বলে জানা গিয়েছে (Blast at brick factory in Motihari) ৷ আরও 8 জন শ্রমিক ধ্বংসাবশেষের তলায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ উদ্ধার কাজ চলছে (several died in blast at brick factory in bihar) ৷

জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে রামগড়বা থানা এলাকায় নগিরগির এলাকায় ৷ বিস্ফোরণের জেরে অনেক শ্রমিক ওই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান ৷ তাঁদের মধ্যে 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁদের রক্সৌলের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

উদ্ধারকাজের তদারকি করতে এলাকায় গিয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিরকরা ৷ এলাকায় গিয়েছেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও ৷

Last Updated : Dec 23, 2022, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.