থানে, 29 মে : শুক্রবার গভীর রাতে থানে জেলার উলহাসনগরে একটি পাঁচতলা বিল্ডিংয়ের স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হল সাতজনের ৷ এখনও চারজন ওই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । উদ্ধারকাজ চলছে ৷ উদ্ধারকারী দলের এক কর্মী জানান, ঘটনায় কমপক্ষে 7 জন মারা গিয়েছেন ৷ ধ্বংসাবশেষের নিচে এখনও লোক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাঁদের বাঁচাতে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
উলহাসনগর পৌরনিগমের আধিকারিকরা জানিয়েছেন, নেহরুচকের সাই সিদ্ধি বহুতলে ঘটনাটি ঘটেছে ৷ পাঁচতলা থেকে একটি স্ল্যাব ভেঙে পড়ে ৷ শুক্রবার রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে যান ৷
ঘটনার পরই দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছয় দুর্ঘটনাস্থলে ৷ তাঁরা সেখান থেকে সাতজনকে উদ্ধার করেন ৷ তাঁদের সবাইকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এখনও সেখানে 4-5 জন আটকে থাকতে পারেন বলে জানান উদ্ধারকারীরা ৷
গত 15 মে এই উলহাসনগরেরই অবৈধভাবে নির্মিত একটি ভবনে একই ধরনের স্ল্যাব ভেঙে পড়ে পাঁচজনের মৃত্যু হয় ৷ মারা যায় 12 বছরের এক নাবালকও ৷
আরও পড়ুন : যশে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 3 হাজার কোটি টাকার অর্থসাহায্য দিক কেন্দ্রীয় সরকার, দাবি কংগ্রেসের