ETV Bharat / bharat

Car Run Over in Jharkhand: ঝাড়খণ্ডে 12 জনকে পিষে দিল গাড়ি, মৃত 3; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - পিষে দেয়

Several Killed in Road Accident: ঝাড়খণ্ডের পালামৌতে একটি গাড়ি 12 জনকে পিষে দিয়েছে । এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । গুরুতর আহতদের চিকিৎসা চলছে ।

Several Killed in Road Accident
ঝাড়খণ্ডে গাড়ি পিষে দিল পথচারীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 11:13 AM IST

Updated : Aug 29, 2023, 1:24 PM IST

পালামৌ (ঝাড়খণ্ড), 29 অগস্ট: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে 12 জনকে চাপা দিয়ে দিল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের ৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পালামৌর চানপুর থানা এলাকার বড়য়ানে ৷ মৃত তিনজনই গ্রামবাসী বলে জানা গিয়েছে । পাশাপাশি এই ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন । জখম ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক ৷ এই ঘটনায় পর গ্রামবাসীদের মধ্যে শোরগোল পড়ে যায় । মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, "পালামুর চানপুর এলাকায় বড়য়ানের কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু ও অন্যান্য আহতদের খবর দুঃখজনক । মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷ ভগবান মৃতদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিক । জেলা প্রশাসন আহতদের চিকিৎসা করাচ্ছে । দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । পুলিশকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ।"

জানা গিয়েছে, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল গতকাল ৷ সেই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্রামবাসীরা রাস্তার ধারে একসঙ্গে দাঁড়িয়েছিলেন । সেসময় ডাল্টনগঞ্জ গাড়োয়া সড়কে একটি দ্রুতগামী গাড়ি এসে 12 জনকে পিষে দেয় । এতে ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয় । নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা । একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 6 জন । দুর্ঘটনার পর ঘাতক গাড়িতে থাকা লোকজন পালিয়ে গিয়েছে । এই ঘটনায় নিহত উদল চৌরাসিয়া, রোহিত চৌরাসিয়া সম্পর্কে কাকা-ভাইপো বলেই খবর । মধু মেহতা নামে মৃত মহিলা বড়য়ানের বাসিন্দা । পালামৌর এসপি রিশমা রমেশান বলেন, "ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ গাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হবে ।"

  • पलामू के चैनपुर क्षेत्र में बरांव के पास तेज रफ्तार कार की चपेट में आने से 3 लोगों की मृत्यु एवं अन्य के घायल होने की दुःखद खबर मिली है। परमात्मा दिवंगत आत्माओं को शांति प्रदान कर शोकाकुल परिवारजनों को दुःख की यह घड़ी सहन करने की शक्ति दे।
    जिला प्रशासन द्वारा घायलों को इलाज…

    — Hemant Soren (@HemantSorenJMM) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, সোমবার বরাউন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি মেলারও আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে । সোমবার গভীর রাতে অনেকেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিল ৷ আবার অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরছিল । সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আপনজনদের জন্য অপেক্ষা করছিল । এ সময় দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দেয় । দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের মেদিনীরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করে ।

আরও পড়ুন: এসইউভি পিষে দিল 5 পরিযায়ী শ্রমিককে, গুরুতর আহত 4

একইসঙ্গে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীরাই মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । ঘটনার পর বিধায়ক অলোক চৌরাসিয়া মৃতদের প্রত্যেককে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার দাবি করেছেন ।

পালামৌ (ঝাড়খণ্ড), 29 অগস্ট: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে 12 জনকে চাপা দিয়ে দিল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের ৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পালামৌর চানপুর থানা এলাকার বড়য়ানে ৷ মৃত তিনজনই গ্রামবাসী বলে জানা গিয়েছে । পাশাপাশি এই ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন । জখম ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক ৷ এই ঘটনায় পর গ্রামবাসীদের মধ্যে শোরগোল পড়ে যায় । মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, "পালামুর চানপুর এলাকায় বড়য়ানের কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু ও অন্যান্য আহতদের খবর দুঃখজনক । মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷ ভগবান মৃতদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিক । জেলা প্রশাসন আহতদের চিকিৎসা করাচ্ছে । দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । পুলিশকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ।"

জানা গিয়েছে, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল গতকাল ৷ সেই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্রামবাসীরা রাস্তার ধারে একসঙ্গে দাঁড়িয়েছিলেন । সেসময় ডাল্টনগঞ্জ গাড়োয়া সড়কে একটি দ্রুতগামী গাড়ি এসে 12 জনকে পিষে দেয় । এতে ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয় । নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা । একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 6 জন । দুর্ঘটনার পর ঘাতক গাড়িতে থাকা লোকজন পালিয়ে গিয়েছে । এই ঘটনায় নিহত উদল চৌরাসিয়া, রোহিত চৌরাসিয়া সম্পর্কে কাকা-ভাইপো বলেই খবর । মধু মেহতা নামে মৃত মহিলা বড়য়ানের বাসিন্দা । পালামৌর এসপি রিশমা রমেশান বলেন, "ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ গাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হবে ।"

  • पलामू के चैनपुर क्षेत्र में बरांव के पास तेज रफ्तार कार की चपेट में आने से 3 लोगों की मृत्यु एवं अन्य के घायल होने की दुःखद खबर मिली है। परमात्मा दिवंगत आत्माओं को शांति प्रदान कर शोकाकुल परिवारजनों को दुःख की यह घड़ी सहन करने की शक्ति दे।
    जिला प्रशासन द्वारा घायलों को इलाज…

    — Hemant Soren (@HemantSorenJMM) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, সোমবার বরাউন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি মেলারও আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে । সোমবার গভীর রাতে অনেকেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিল ৷ আবার অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরছিল । সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আপনজনদের জন্য অপেক্ষা করছিল । এ সময় দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দেয় । দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের মেদিনীরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করে ।

আরও পড়ুন: এসইউভি পিষে দিল 5 পরিযায়ী শ্রমিককে, গুরুতর আহত 4

একইসঙ্গে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীরাই মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় । ঘটনার পর বিধায়ক অলোক চৌরাসিয়া মৃতদের প্রত্যেককে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার দাবি করেছেন ।

Last Updated : Aug 29, 2023, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.