ETV Bharat / bharat

Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14 - দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14

শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন উত্তেজনা ছড়ায় জাহাঙ্গিরপুরীতে (Delhi Jahangirpuri Clash) । আহত হন 8 পুলিশ কর্মী-সহ 9 জন ৷

Delhi Jahangirpuri Violence
দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14
author img

By

Published : Apr 17, 2022, 4:31 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে শনিবার হিংসার ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (14 arrested in Jahangirpuri clash case) ৷ দিল্লির ডিসিপি (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গনানি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে 9 জন ও পরে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গিরপুরী এলাকা ৷ অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ এর থেকেই ঘটনার সূত্রপাত ৷ রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় 9 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জন পুলিশ কর্মী ও 1 জন সাধারণ নাগরিক ৷ আহতদের চিকিৎসা চলছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ৷ এক পুলিশ কর্মীর দেহে গুলি লেগেছে বলেও জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷

আরও পড়ুন : প্রাণ কেড়েছিল 59 জনের, ফের আগুন দিল্লির অভিশপ্ত সিনেমা হলে

এই ঘটনার পর দিল্লির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ৷ সতর্ক করা হয়েছে নয়ডা পুলিশকেও ৷ জাহাঙ্গিরপুরীতে মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে । যাতে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায় ৷

নয়াদিল্লি, 17 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে শনিবার হিংসার ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (14 arrested in Jahangirpuri clash case) ৷ দিল্লির ডিসিপি (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গনানি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে 9 জন ও পরে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গিরপুরী এলাকা ৷ অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ এর থেকেই ঘটনার সূত্রপাত ৷ রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় 9 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জন পুলিশ কর্মী ও 1 জন সাধারণ নাগরিক ৷ আহতদের চিকিৎসা চলছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ৷ এক পুলিশ কর্মীর দেহে গুলি লেগেছে বলেও জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷

আরও পড়ুন : প্রাণ কেড়েছিল 59 জনের, ফের আগুন দিল্লির অভিশপ্ত সিনেমা হলে

এই ঘটনার পর দিল্লির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ৷ সতর্ক করা হয়েছে নয়ডা পুলিশকেও ৷ জাহাঙ্গিরপুরীতে মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে । যাতে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.