নয়াদিল্লি, 17 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে শনিবার হিংসার ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (14 arrested in Jahangirpuri clash case) ৷ দিল্লির ডিসিপি (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গনানি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে 9 জন ও পরে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷
শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গিরপুরী এলাকা ৷ অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ এর থেকেই ঘটনার সূত্রপাত ৷ রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় 9 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জন পুলিশ কর্মী ও 1 জন সাধারণ নাগরিক ৷ আহতদের চিকিৎসা চলছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ৷ এক পুলিশ কর্মীর দেহে গুলি লেগেছে বলেও জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷
আরও পড়ুন : প্রাণ কেড়েছিল 59 জনের, ফের আগুন দিল্লির অভিশপ্ত সিনেমা হলে
-
Delhi | Rapid Action Force and Police deployed at violence-hit Jahangirpuri
— ANI (@ANI) April 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
14 persons have been arrested so far, in connection with a clash between two groups during a religious procession yesterday. pic.twitter.com/XA2ozK7IgR
">Delhi | Rapid Action Force and Police deployed at violence-hit Jahangirpuri
— ANI (@ANI) April 17, 2022
14 persons have been arrested so far, in connection with a clash between two groups during a religious procession yesterday. pic.twitter.com/XA2ozK7IgRDelhi | Rapid Action Force and Police deployed at violence-hit Jahangirpuri
— ANI (@ANI) April 17, 2022
14 persons have been arrested so far, in connection with a clash between two groups during a religious procession yesterday. pic.twitter.com/XA2ozK7IgR
এই ঘটনার পর দিল্লির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ৷ সতর্ক করা হয়েছে নয়ডা পুলিশকেও ৷ জাহাঙ্গিরপুরীতে মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে । যাতে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায় ৷