ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভের জের, দিনভর বন্ধ দিল্লির বহু মেট্রো স্টেশন

দিল্লিতে কৃষক বিক্ষোভের জন্য দিনভর বন্ধ থাকল বেশ কয়েকটি মেট্রো স্টেশন। বিক্ষোভের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে টুইট করে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, গ্রে লাইনের বিভিন্ন মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান দ্বার বন্ধ রাখা হয়েছে।

Several additional metro stations closed due to farmers' protest
কৃষক বিক্ষোভের জের, দিনভর বন্ধ দিল্লির বহু মেট্রো স্টেশন
author img

By

Published : Jan 26, 2021, 6:53 PM IST

দিল্লি, 26 জানুয়ারি: কৃষক বিক্ষোভের জের গিয়ে পড়ল দিল্লি মেট্রোতেও। তিন কৃষি আইন বাতিলের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লি অভিযানে কৃষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। তারই জেরে মঙ্গলবার গ্রে লাইনের সব স্টেশনে প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন।

এ দিন টুইট করে ডিআরএমসি জানিয়েছে, ''নিরাপত্তা বিষয়ক আপডেটে জানানো হচ্ছে যে, গ্রে লাইনের সব স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয়েছে।'' মেট্রো কর্তৃপক্ষ আরও জানায় যে, দিলশান গার্ডেন, ঝিলমিল, মানসরোবর পার্ক মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করা হয়নি। তবে বন্ধ ছিল জামা মসজিদ মেট্রো স্টেশন। বিক্ষোভ যখনই বড় আকার নিতে শুরু করে, তখন থেকেই অন্যান্য আরও বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য গ্রে লাইনের বেশকিছু স্টেশন খুলে দেওয়া হলেও পরে ফের তা বন্ধ করে দেওয়া হয়।

ডিআরএমসি টুইটে জানায়, ''সময়পুর বদলি, রোহিণী সেক্টর 18/19, হরিদেবপুর বদলি মোড়, জাহাঙ্গীর পুরী, আদর্শ নগর, আজাদপুর, মডেল টাউন, জিটিবি নগর, বিশ্ববিদ্যালয়, বিধান সভা ও সিভিল লাইনের প্রবেশ ও প্রস্থান দ্বার বন্ধ রাখা হয়েছে।'' শহরের বিভিন্ন প্রান্তে কৃষকদের পুলিশ ব্যারিকেড ভাঙার খবর আসার সঙ্গে সঙ্গেই গ্রিন লাইনের সব মেট্রো স্টেশন, লাল কেল্লা, ইন্দ্রপ্রস্থ ও আইটিও মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ট্র্যাক্টর মিছিল ঘিরে ধন্ধুমার, পালটা অবস্থানে পুলিশ

বিক্ষোভরত কৃষকরা দিল্লি পুলিশের সদর দপ্তরের বিপরীতের ব্যারিকেড ভেঙে আইটিও-র কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে তাঁদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও কৃষক নেতা তথা ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইতের দাবি, কৃষকা কোনও হিংসার ঘটনা ঘটাননি।

দিল্লি, 26 জানুয়ারি: কৃষক বিক্ষোভের জের গিয়ে পড়ল দিল্লি মেট্রোতেও। তিন কৃষি আইন বাতিলের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লি অভিযানে কৃষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। তারই জেরে মঙ্গলবার গ্রে লাইনের সব স্টেশনে প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন।

এ দিন টুইট করে ডিআরএমসি জানিয়েছে, ''নিরাপত্তা বিষয়ক আপডেটে জানানো হচ্ছে যে, গ্রে লাইনের সব স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দেওয়া হয়েছে।'' মেট্রো কর্তৃপক্ষ আরও জানায় যে, দিলশান গার্ডেন, ঝিলমিল, মানসরোবর পার্ক মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহিরপথ বন্ধ করা হয়নি। তবে বন্ধ ছিল জামা মসজিদ মেট্রো স্টেশন। বিক্ষোভ যখনই বড় আকার নিতে শুরু করে, তখন থেকেই অন্যান্য আরও বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য গ্রে লাইনের বেশকিছু স্টেশন খুলে দেওয়া হলেও পরে ফের তা বন্ধ করে দেওয়া হয়।

ডিআরএমসি টুইটে জানায়, ''সময়পুর বদলি, রোহিণী সেক্টর 18/19, হরিদেবপুর বদলি মোড়, জাহাঙ্গীর পুরী, আদর্শ নগর, আজাদপুর, মডেল টাউন, জিটিবি নগর, বিশ্ববিদ্যালয়, বিধান সভা ও সিভিল লাইনের প্রবেশ ও প্রস্থান দ্বার বন্ধ রাখা হয়েছে।'' শহরের বিভিন্ন প্রান্তে কৃষকদের পুলিশ ব্যারিকেড ভাঙার খবর আসার সঙ্গে সঙ্গেই গ্রিন লাইনের সব মেট্রো স্টেশন, লাল কেল্লা, ইন্দ্রপ্রস্থ ও আইটিও মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ট্র্যাক্টর মিছিল ঘিরে ধন্ধুমার, পালটা অবস্থানে পুলিশ

বিক্ষোভরত কৃষকরা দিল্লি পুলিশের সদর দপ্তরের বিপরীতের ব্যারিকেড ভেঙে আইটিও-র কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে তাঁদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও কৃষক নেতা তথা ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইতের দাবি, কৃষকা কোনও হিংসার ঘটনা ঘটাননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.