ETV Bharat / bharat

SC Hijacked Constitution: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর

সুপ্রিম কোর্ট সংবিধানকে হাইজ্যাক করেছে (SC Hijacked Constitution), একটি সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি ৷ বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব (Tussle between Govt and Judiciary) উসকে দিয়ে সেই সাক্ষাৎকার শেয়ার করলেন কিরেন রিজিজু (Kiren Rijiju shares voice of judge)৷

Kiren Rijiju ETV Bharat
কিরেন রিজিজু
author img

By

Published : Jan 22, 2023, 3:38 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: যদিও বিচার বিভাগ স্বাধীন তবে নিয়োগ প্রক্রিয়াটি এমন, যে দেশের আইন রক্ষা করার পরিবর্তে শীর্ষ আদালত নিজেই সংবিধানকে হাইজ্যাক করেছে (SC Hijacked Constitution)। একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি ৷ বিচারক নিয়োগ নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের (Tussle between Govt and Judiciary) মধ্যেই শনিবার তাঁর সেই সাক্ষাৎকার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju shares voice of judge)৷

মন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতির মতামত শেয়ার করে করে টুইটারে লিখেছেন "একজন বিচারকের কণ্ঠস্বর... ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য - এর সাফল্য । জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন । নির্বাচিত প্রতিনিধিরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন । আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ ৷"

  • Voice of a Judge...
    Real beauty of Indian Democracy is- it's success. People rule themselves through their representatives.
    Elected representatives represent the interests of the People & make laws. Our Judiciary is independent and our Constitution is Supreme. pic.twitter.com/PgSaqfZdDX

    — Kiren Rijiju (@KirenRijiju) January 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইনমন্ত্রীর আরও দাবি, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের কলেজিয়াম ব্যবস্থা সম্পর্কে একই রকম মত । বিচার বিভাগের প্রতি একপ্রকার আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, "শুধুমাত্র সেই লোকেরা যাঁরা সংবিধানের বিধান এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করেন, তাঁরা মনে করে যে তাঁর নিজেরা ভারতের সংবিধানের ঊর্ধ্বে ৷"

আরও পড়ুন: বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, কলেজিয়াম বিতর্কে মন্তব্য মমতার

দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি ব্যাখ্যা করেছেন, কেন তিনি মনে করেন যে, কলেজিয়াম ব্যবস্থা ত্রুটিপূর্ণ । তিনি বলেছেন যে, হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীনস্থ নয় ৷ বিচার বিভাগীয় নিয়োগের বর্তমান ব্যবস্থা এমন যে হাইকোর্টের বিচারকরা নিজেকে সুপ্রিম কোর্টের অধীন মনে করতে শুরু করেন ।

যৌন ওরিয়েন্টেশনের জন্য একজন বিচারককে নিয়োগ না করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার সমালোচনা প্রকাশের যে কারণগুলি জানিয়েছে তা গত সপ্তাহে প্রকাশ করেছে বিচার বিভাগ । নরেন্দ্র মোদি সরকার বিচারক নিয়োগে সরকারি প্রতিনিধিত্বের উপর জোর দিচ্ছে । সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজ্যসভায় বক্তৃতা করার সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অনুরূপ মতামত প্রকাশ করেন । বিরোধীরা একে 'অভূতপূর্ব' এবং বিচার বিভাগের উপর সর্বাত্মক আক্রমণ বলে বর্ণনা করেছে ।

নয়াদিল্লি, 22 জানুয়ারি: যদিও বিচার বিভাগ স্বাধীন তবে নিয়োগ প্রক্রিয়াটি এমন, যে দেশের আইন রক্ষা করার পরিবর্তে শীর্ষ আদালত নিজেই সংবিধানকে হাইজ্যাক করেছে (SC Hijacked Constitution)। একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি ৷ বিচারক নিয়োগ নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের (Tussle between Govt and Judiciary) মধ্যেই শনিবার তাঁর সেই সাক্ষাৎকার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju shares voice of judge)৷

মন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতির মতামত শেয়ার করে করে টুইটারে লিখেছেন "একজন বিচারকের কণ্ঠস্বর... ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য - এর সাফল্য । জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন । নির্বাচিত প্রতিনিধিরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন । আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ ৷"

  • Voice of a Judge...
    Real beauty of Indian Democracy is- it's success. People rule themselves through their representatives.
    Elected representatives represent the interests of the People & make laws. Our Judiciary is independent and our Constitution is Supreme. pic.twitter.com/PgSaqfZdDX

    — Kiren Rijiju (@KirenRijiju) January 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইনমন্ত্রীর আরও দাবি, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের কলেজিয়াম ব্যবস্থা সম্পর্কে একই রকম মত । বিচার বিভাগের প্রতি একপ্রকার আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, "শুধুমাত্র সেই লোকেরা যাঁরা সংবিধানের বিধান এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করেন, তাঁরা মনে করে যে তাঁর নিজেরা ভারতের সংবিধানের ঊর্ধ্বে ৷"

আরও পড়ুন: বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, কলেজিয়াম বিতর্কে মন্তব্য মমতার

দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধি ব্যাখ্যা করেছেন, কেন তিনি মনে করেন যে, কলেজিয়াম ব্যবস্থা ত্রুটিপূর্ণ । তিনি বলেছেন যে, হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীনস্থ নয় ৷ বিচার বিভাগীয় নিয়োগের বর্তমান ব্যবস্থা এমন যে হাইকোর্টের বিচারকরা নিজেকে সুপ্রিম কোর্টের অধীন মনে করতে শুরু করেন ।

যৌন ওরিয়েন্টেশনের জন্য একজন বিচারককে নিয়োগ না করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার সমালোচনা প্রকাশের যে কারণগুলি জানিয়েছে তা গত সপ্তাহে প্রকাশ করেছে বিচার বিভাগ । নরেন্দ্র মোদি সরকার বিচারক নিয়োগে সরকারি প্রতিনিধিত্বের উপর জোর দিচ্ছে । সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজ্যসভায় বক্তৃতা করার সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অনুরূপ মতামত প্রকাশ করেন । বিরোধীরা একে 'অভূতপূর্ব' এবং বিচার বিভাগের উপর সর্বাত্মক আক্রমণ বলে বর্ণনা করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.