ETV Bharat / bharat

Desecrate Golden Temple: স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক - Sikh holy place desecrated

পঞ্জাবের স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা ৷ তার জেরে গণপিটুনিতে মৃত হল 1 যুবকের (Sacrilege attempt at Golden Temple) ৷

Sacrilege attempt at Golden Temple
স্বর্ণমন্দিরে ধর্মীয় রীতি পালনে বাধা, গণপিটুনিতে মৃত 1
author img

By

Published : Dec 18, 2021, 8:14 PM IST

Updated : Dec 18, 2021, 10:23 PM IST

অমৃতসর, 18 ডিসেম্বর : পঞ্জাবের স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা করে এক যুবক ৷ গণপিটুনিতে মৃত্যু হল 1 তাঁর ৷ (Sacrilege attempt at Golden Temple)

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সন্ধ্যায় যখন স্বর্ণমন্দির চত্বরে উপাসনা চলছিল, সে সময় এক যুবক আচমকাই গ্রিল টপকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা করে ৷ কয়েকজন জানিয়েছেন, পাশের জঙ্গল টপকে এদিন গ্রন্থ সাহিবের প্রায় কাছে চলে গিয়েছিল ওই যুবক ৷ কিন্তু ধরা পড়ে যায় ওই যুবক ৷

আরও পড়ুন : রোহিণী আদালতে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিও’র বিজ্ঞনী

একটি সূত্রের দাবি, ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাঁকে প্রথমে ধরে শিরোমণি গুরুদ্বরা প্রবন্ধক কমিটির দফতরে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, রাগে ফুঁসতে থাকা জনতা সেখানেই ওই যুবকের উপর চড়াও হয় ৷ গণপিটুনিতে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি ৷

স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক

অমৃতসরের ডিএসপি পারমিন্দর সিং ভান্ডাল জানিয়েছেন, মৃতের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে ৷ আগামিকাল তাঁর ময়নাতদন্ত করা হবে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷

অমৃতসর, 18 ডিসেম্বর : পঞ্জাবের স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা করে এক যুবক ৷ গণপিটুনিতে মৃত্যু হল 1 তাঁর ৷ (Sacrilege attempt at Golden Temple)

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সন্ধ্যায় যখন স্বর্ণমন্দির চত্বরে উপাসনা চলছিল, সে সময় এক যুবক আচমকাই গ্রিল টপকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা করে ৷ কয়েকজন জানিয়েছেন, পাশের জঙ্গল টপকে এদিন গ্রন্থ সাহিবের প্রায় কাছে চলে গিয়েছিল ওই যুবক ৷ কিন্তু ধরা পড়ে যায় ওই যুবক ৷

আরও পড়ুন : রোহিণী আদালতে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিও’র বিজ্ঞনী

একটি সূত্রের দাবি, ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাঁকে প্রথমে ধরে শিরোমণি গুরুদ্বরা প্রবন্ধক কমিটির দফতরে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, রাগে ফুঁসতে থাকা জনতা সেখানেই ওই যুবকের উপর চড়াও হয় ৷ গণপিটুনিতে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি ৷

স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক

অমৃতসরের ডিএসপি পারমিন্দর সিং ভান্ডাল জানিয়েছেন, মৃতের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে ৷ আগামিকাল তাঁর ময়নাতদন্ত করা হবে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Dec 18, 2021, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.