ETV Bharat / bharat

Sabarimala Temple Revenue: মণ্ডলম মরশুমের সমাপ্তি, 39 দিনে শবরীমালার প্রাপ্তি 222 কোটি টাকা - শবরীমালায় আয়

মণ্ডলম মরশুমের (Sabarimala Mandalam season ends) সমাপ্তি হল শবরীমালা মন্দিরে (Sabarimala Temple Revenue)৷ 39 দিনে এই মন্দিরের প্রাপ্তির ঝুলিতে এসেছে 222 কোটি টাকা (Sabarimala Temple News)৷

Sabarimala Temple Revenue ETV Bharat
শবরীমালায় মণ্ডলম মরশুম
author img

By

Published : Dec 27, 2022, 7:51 PM IST

পাথানামথিট্টা (কেরল), 27 ডিসেম্বর: 39 দিনে সংগ্রহ 222.98 কোটি টাকা । শবরীমালায় (Sabarimala Temple Revenue) আজ যখন 'মণ্ডলম' মরশুম শেষ (Sabarimala Mandalam season ends) হচ্ছে, তখন এটাই মন্দিরের আয়ের হিসেব (Sabarimala Temple News)৷ এই সময়কালে 29 লাখেরও বেশি ভক্তের সমাগম হয় শবরীমালায় ৷ ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ডের সভাপতি আইনজীবী কে অনন্তগোপন এই তথ্য জানিয়েছেন । শুধু হুন্ডিয়ালের সংগ্রহই হয়েছে 70.10 কোটি টাকা ।

বোর্ড সভাপতির পরিসংখ্যান অনুসারে, এ বছর ভক্তদের প্রায় 20 শতাংশই ছিল শিশু । যেহেতু আগের মরশুমে কোভিডের কারণে বিধিনিষেধ ছিল, তাই এ বছর আরও বেশি সংখ্যক শিশু মন্দির দর্শনে যায় । তাঁর কথায়, "শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সারির ব্যবস্থা ভালো কাজ করেছে । যদিও এই বছর ভক্তদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে ৷ আমরা কোনও বড় অভিযোগ ছাড়াই মরশুমটি শেষ করতে পেরেছি ৷"

Sabarimala Temple Revenue ETV Bharat
মণ্ডলম মরশুমের সমাপ্তি

দীর্ঘ সময় অপেক্ষার অভিযোগ শুধুমাত্র একদিনই এসেছিল এবং বাকি দিনগুলিতে ভিড় আরও ভালো ভাবে পরিচালনা করা হয়েছিল বলে জানান তিনি ৷ অনন্তগোপন জানান, মন্দিরে ভক্তদের অপেক্ষার সময় কমাতে স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনী দুর্দান্তভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ৷

ঋতু সমাপনী অংশ হিসাবে একটি বিস্তৃত ভোজের আয়োজন করা হয়েছিল । সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে 'পাদিপূজা'ও অনুষ্ঠিত হয় ।

Sabarimala Temple Revenue ETV Bharat
শবরীমালা মন্দিরে ভক্তের ঢল

আরও পড়ুন: শবরীমালা মন্দিরে 10 দিনে 52 কোটি টাকা দান পূণ্যার্থীদের

'পবিথরাম শবরীমালা' প্রকল্পের অধীনে মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে এবং মন্দির ও আশেপাশের চত্বর থেকে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে । মণ্ডলম মরশুমের সমাপ্তি চিহ্নিত করে পাদিপূজার পর মন্দিরটি বন্ধ হয়ে যায় ।

Sabarimala Temple Revenue ETV Bharat
শবরীমালার প্রাপ্তি 222 কোটি টাকা

'মকরবিলাক্কু' মরশুমের জন্য 30 ডিসেম্বর বিকেল 5 টায় মন্দিরটি আবার খুলে দেওয়া হবে । 14 জানুয়ারি ভক্তিমূলক প্রদীপ জ্বালানো হবে । 20 জানুয়ারি তীর্থযাত্রীর মরশুম শেষ করে মন্দিরটি বন্ধ হয়ে যাবে ।

পাথানামথিট্টা (কেরল), 27 ডিসেম্বর: 39 দিনে সংগ্রহ 222.98 কোটি টাকা । শবরীমালায় (Sabarimala Temple Revenue) আজ যখন 'মণ্ডলম' মরশুম শেষ (Sabarimala Mandalam season ends) হচ্ছে, তখন এটাই মন্দিরের আয়ের হিসেব (Sabarimala Temple News)৷ এই সময়কালে 29 লাখেরও বেশি ভক্তের সমাগম হয় শবরীমালায় ৷ ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ডের সভাপতি আইনজীবী কে অনন্তগোপন এই তথ্য জানিয়েছেন । শুধু হুন্ডিয়ালের সংগ্রহই হয়েছে 70.10 কোটি টাকা ।

বোর্ড সভাপতির পরিসংখ্যান অনুসারে, এ বছর ভক্তদের প্রায় 20 শতাংশই ছিল শিশু । যেহেতু আগের মরশুমে কোভিডের কারণে বিধিনিষেধ ছিল, তাই এ বছর আরও বেশি সংখ্যক শিশু মন্দির দর্শনে যায় । তাঁর কথায়, "শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সারির ব্যবস্থা ভালো কাজ করেছে । যদিও এই বছর ভক্তদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে ৷ আমরা কোনও বড় অভিযোগ ছাড়াই মরশুমটি শেষ করতে পেরেছি ৷"

Sabarimala Temple Revenue ETV Bharat
মণ্ডলম মরশুমের সমাপ্তি

দীর্ঘ সময় অপেক্ষার অভিযোগ শুধুমাত্র একদিনই এসেছিল এবং বাকি দিনগুলিতে ভিড় আরও ভালো ভাবে পরিচালনা করা হয়েছিল বলে জানান তিনি ৷ অনন্তগোপন জানান, মন্দিরে ভক্তদের অপেক্ষার সময় কমাতে স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনী দুর্দান্তভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ৷

ঋতু সমাপনী অংশ হিসাবে একটি বিস্তৃত ভোজের আয়োজন করা হয়েছিল । সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে 'পাদিপূজা'ও অনুষ্ঠিত হয় ।

Sabarimala Temple Revenue ETV Bharat
শবরীমালা মন্দিরে ভক্তের ঢল

আরও পড়ুন: শবরীমালা মন্দিরে 10 দিনে 52 কোটি টাকা দান পূণ্যার্থীদের

'পবিথরাম শবরীমালা' প্রকল্পের অধীনে মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে এবং মন্দির ও আশেপাশের চত্বর থেকে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে । মণ্ডলম মরশুমের সমাপ্তি চিহ্নিত করে পাদিপূজার পর মন্দিরটি বন্ধ হয়ে যায় ।

Sabarimala Temple Revenue ETV Bharat
শবরীমালার প্রাপ্তি 222 কোটি টাকা

'মকরবিলাক্কু' মরশুমের জন্য 30 ডিসেম্বর বিকেল 5 টায় মন্দিরটি আবার খুলে দেওয়া হবে । 14 জানুয়ারি ভক্তিমূলক প্রদীপ জ্বালানো হবে । 20 জানুয়ারি তীর্থযাত্রীর মরশুম শেষ করে মন্দিরটি বন্ধ হয়ে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.