ETV Bharat / bharat

কলকাতা-রাঁচিগামী বাসে ভয়াবহ ডাকাতি, সাতসকালে নিমেষে লুট 30 লক্ষ টাকা - ডাকাতি

Rs 30 Lakh Looted in Bus: রাঁচির দশমফল থানা এলাকায় মঙ্গলবার সাতসকালে কলকাতা থেকে রাঁচিগামী বাসে ঘটল বড়সড় ডাকাতি ৷ নিমেষের মধ্যে লুট হয়ে গেল 30 লক্ষ টাকা ৷

বাসে ডাকাতি
Rs 30 Lakh Looted in Bus
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 12:55 PM IST

Updated : Jan 16, 2024, 1:26 PM IST

রাঁচি, 16 জানুয়ারি: সাতসকালে ডাকাতি ৷ কলকাতা থেকে রাঁচিগামী এক বাসে ঘটল এই ভয়াবহ ডাকাতির ঘটনা ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাঁচির দশমফল এলাকায় বাসটি যখন অতিক্রম করছিল ঠক তখনই ডাকাতিরা হানা দেয় ৷ ওই বাসের সামনেই বসেছিলেন তিন সবজি ব্যবসায়ী ৷ তাঁদের কাছ থেকেই 30 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় একদল দুষ্কৃতী ৷ দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে চালকের মাথায় ঠেকিয়ে বাস থামায়। আর তারপরই নিমেষের মধ্যে ঘটে যায় পুরো ঘটনাটি ৷

বন্দুক দেখেই বাসে থাকা তিন সবজি ব্যবসায়ী ভয় পেয়ে যান ৷ প্রাণ হারানোর থেকে ভালো টাকা দিয়ে দেওয়া ৷ তাই টুঁ-শব্দটি না-করে তাঁদের কাছে থাকা টাকাভরতি ব্যাগ দিয়ে দেন ডাকতদের ৷ টাকা পাওয়ার পরই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। সবজি ব্যবসায়ীরা জানান, কলকাতা থেকে টাকা নিয়ে তাঁরা রাঁচিতে ফিরছিলেন। ব্যাগে 30 থেকে 40 লক্ষ টাকা ছিল। তবে এখনও পর্যন্ত মাত্র 30 লক্ষ টাকা লুটের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

লুটের পর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে ডাকাতরা হানা দিয়েছে তাতে এটা বোঝা যাচ্ছে ওই দুষ্কৃতীরা জানত যে ওই সবজি ব্যবসায়ীরা কলকাতা থেকে টাকা নিয়ে রাঁচিতে আসছেন। তারা সবজি ব্যবসায়ীদের উপর প্রতিনিয়ত নজরদারি চালাত। তই আগে থেকেই আট-ঘাট বেঁধে এদিন সকালে হানা দেয় বাসে ৷ রাঁচি টাটা হাইওয়েতে নির্জন জায়গা পেয়েই হামলা করে ৷ আগ্নেয়াস্ত্রকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।

ওই সবজি ব্যবসায়ীরা দশম থানায় একটি এফআইআর দায়ের করেছেন ৷ এরপরই বান্দু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দশম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-সহ পুলিশের একাধিক দল অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বর্তমানে 30 লক্ষ টাকার ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে, যদিও বলা হচ্ছে মোট 40 লক্ষ টাকা ছিল ৷

আরও পড়ুন:

  1. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
  2. সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ, গয়নার দোকানে লুট 4 চোরের
  3. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা

রাঁচি, 16 জানুয়ারি: সাতসকালে ডাকাতি ৷ কলকাতা থেকে রাঁচিগামী এক বাসে ঘটল এই ভয়াবহ ডাকাতির ঘটনা ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাঁচির দশমফল এলাকায় বাসটি যখন অতিক্রম করছিল ঠক তখনই ডাকাতিরা হানা দেয় ৷ ওই বাসের সামনেই বসেছিলেন তিন সবজি ব্যবসায়ী ৷ তাঁদের কাছ থেকেই 30 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় একদল দুষ্কৃতী ৷ দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে চালকের মাথায় ঠেকিয়ে বাস থামায়। আর তারপরই নিমেষের মধ্যে ঘটে যায় পুরো ঘটনাটি ৷

বন্দুক দেখেই বাসে থাকা তিন সবজি ব্যবসায়ী ভয় পেয়ে যান ৷ প্রাণ হারানোর থেকে ভালো টাকা দিয়ে দেওয়া ৷ তাই টুঁ-শব্দটি না-করে তাঁদের কাছে থাকা টাকাভরতি ব্যাগ দিয়ে দেন ডাকতদের ৷ টাকা পাওয়ার পরই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। সবজি ব্যবসায়ীরা জানান, কলকাতা থেকে টাকা নিয়ে তাঁরা রাঁচিতে ফিরছিলেন। ব্যাগে 30 থেকে 40 লক্ষ টাকা ছিল। তবে এখনও পর্যন্ত মাত্র 30 লক্ষ টাকা লুটের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

লুটের পর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে ডাকাতরা হানা দিয়েছে তাতে এটা বোঝা যাচ্ছে ওই দুষ্কৃতীরা জানত যে ওই সবজি ব্যবসায়ীরা কলকাতা থেকে টাকা নিয়ে রাঁচিতে আসছেন। তারা সবজি ব্যবসায়ীদের উপর প্রতিনিয়ত নজরদারি চালাত। তই আগে থেকেই আট-ঘাট বেঁধে এদিন সকালে হানা দেয় বাসে ৷ রাঁচি টাটা হাইওয়েতে নির্জন জায়গা পেয়েই হামলা করে ৷ আগ্নেয়াস্ত্রকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।

ওই সবজি ব্যবসায়ীরা দশম থানায় একটি এফআইআর দায়ের করেছেন ৷ এরপরই বান্দু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দশম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-সহ পুলিশের একাধিক দল অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বর্তমানে 30 লক্ষ টাকার ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে, যদিও বলা হচ্ছে মোট 40 লক্ষ টাকা ছিল ৷

আরও পড়ুন:

  1. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
  2. সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ, গয়নার দোকানে লুট 4 চোরের
  3. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা
Last Updated : Jan 16, 2024, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.