ETV Bharat / bharat

দিল্লি-নয়ডা সীমানায় ব়্যান্ডম ব়্যাপিড অ্য়ান্টিজ়েন কোরোনা পরীক্ষা

গৌতম বুদ্ধ নগরের মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক দীপক অহরি জানিয়েছেন, নয়ডা-দিল্লি সরাসরি যে উড়ালপুল রয়েছে সেখানে স্বাস্থ্য় আধিকারিকরা উপস্থিত রয়েছেন ৷ এমনকী চিল্লায় দিল্লি থেকে নয়ডা আসার আর একটি রাস্তাতেও স্বাস্থ্য় আধিকারিকরা রয়েছেন ৷

random-covid-testing-begins-at-delhi-noida-border
দিল্লি-নয়ডা সীমানায় রেন্ডম রেপিড অ্য়ান্টিজ়েন কোরোনা পরীক্ষা
author img

By

Published : Nov 19, 2020, 12:47 PM IST

নয়ডা (উত্তরপ্রদেশ), 18 নভেম্বর : নয়ডা-দিল্লি সীমানায় ব়্যান্ডম কোরোনা পরীক্ষা শুরু করল প্রশাসন ৷ বুধবার দিল্লি থেকে নয়ডা যাওয়ার দু’টি রাস্তায় গৌতম বুদ্ধ নগরের স্বাস্থ্য়কর্মীদের সেখানে মোতায়েন করা হয় ৷ দিল্লি থেকে যাঁরা নয়ডায় আসছেন তাঁদের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য়কর্মীরা ৷

গৌতম বুদ্ধ নগরের মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক দীপক অহরি জানিয়েছেন, নয়ডা-দিল্লি সরাসরি যে উড়ালপুল রয়েছে সেখানে স্বাস্থ্য় আধিকারিকরা উপস্থিত রয়েছেন ৷ এমনকী চিল্লায় দিল্লি থেকে নয়ডা আসার আর একটি রাস্তাতেও স্বাস্থ্য় আধিকারিকরা রয়েছেন ৷ তাঁদের নজরদারিতেই কোরোনা পরীক্ষা করা হচ্ছে দিল্লি থেকে নয়ডায় প্রবেশের এই দুই প্রধান রাস্তায় ৷ দীপক অহরি আরও বলেন, যাতে ট্রাফিকের কোনও সমস্যা না হয়, তার জন্য় ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পদ্ধতিতে কোরোনার পরীক্ষা করাচ্ছেন তাঁরা ৷ এই পরীক্ষা করানোর প্রধান কারণ হিসেবে তিনি জানান, দিল্লি থেকে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়ে আসছেন তাঁদের চিহ্নিত করে গৌতমবুদ্ধ নগরকে কোরোনামুক্ত রাখা ৷ দিল্লি ও নয়ডার সীমানা এলাকায় স্বাস্থ্য় আধিকারিক, কর্মী এবং পুলিশ আধিকারিকরা PPE পরে পুরো বিষয়টি পরিচালনা করছেন ৷ সেখানেই রাস্তার ধারে ক্য়াম্প খুলে ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পদ্ধতিতে কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ মাত্র 15 মিনিটে পরীক্ষা রিপোর্ট দেওয়া হচ্ছে ৷ এরপর রিপোর্ট দেখে পরবর্তী ব্য়বস্থা নিচ্ছেন স্বাস্থ্য় কর্মীরা ৷ যদি কারও রিপোর্ট পজ়িটিভ আসে তাহলে সঙ্গে সঙ্গে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক ৷

তবে, নতুন গাইডলাইন মেনে দিল্লি ও নয়ডার মধ্য়ে ট্রাফিককে স্বাভাবিক রেখেই কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ যেখানে কয়েকজনকে বেছে বেছে কোরোনার পরীক্ষা করানো হচ্ছে ৷ এই পদক্ষেপের প্রধান লক্ষ্য়ই হল কোরোনার সংক্রামিতদের চিহ্নিত করা এবং যেখানে তাঁরা কাজ করেন এমন সব অফিস ও সংস্থাগুলিকে সতর্ক করে দেওয়া ৷ এতে নয়ডা ও তার সংলগ্ন এলাকাগুলিতে কোরোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ৷

নয়ডা (উত্তরপ্রদেশ), 18 নভেম্বর : নয়ডা-দিল্লি সীমানায় ব়্যান্ডম কোরোনা পরীক্ষা শুরু করল প্রশাসন ৷ বুধবার দিল্লি থেকে নয়ডা যাওয়ার দু’টি রাস্তায় গৌতম বুদ্ধ নগরের স্বাস্থ্য়কর্মীদের সেখানে মোতায়েন করা হয় ৷ দিল্লি থেকে যাঁরা নয়ডায় আসছেন তাঁদের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য়কর্মীরা ৷

গৌতম বুদ্ধ নগরের মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক দীপক অহরি জানিয়েছেন, নয়ডা-দিল্লি সরাসরি যে উড়ালপুল রয়েছে সেখানে স্বাস্থ্য় আধিকারিকরা উপস্থিত রয়েছেন ৷ এমনকী চিল্লায় দিল্লি থেকে নয়ডা আসার আর একটি রাস্তাতেও স্বাস্থ্য় আধিকারিকরা রয়েছেন ৷ তাঁদের নজরদারিতেই কোরোনা পরীক্ষা করা হচ্ছে দিল্লি থেকে নয়ডায় প্রবেশের এই দুই প্রধান রাস্তায় ৷ দীপক অহরি আরও বলেন, যাতে ট্রাফিকের কোনও সমস্যা না হয়, তার জন্য় ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পদ্ধতিতে কোরোনার পরীক্ষা করাচ্ছেন তাঁরা ৷ এই পরীক্ষা করানোর প্রধান কারণ হিসেবে তিনি জানান, দিল্লি থেকে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়ে আসছেন তাঁদের চিহ্নিত করে গৌতমবুদ্ধ নগরকে কোরোনামুক্ত রাখা ৷ দিল্লি ও নয়ডার সীমানা এলাকায় স্বাস্থ্য় আধিকারিক, কর্মী এবং পুলিশ আধিকারিকরা PPE পরে পুরো বিষয়টি পরিচালনা করছেন ৷ সেখানেই রাস্তার ধারে ক্য়াম্প খুলে ব়্যাপিড অ্য়ান্টিজ়েন পদ্ধতিতে কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ মাত্র 15 মিনিটে পরীক্ষা রিপোর্ট দেওয়া হচ্ছে ৷ এরপর রিপোর্ট দেখে পরবর্তী ব্য়বস্থা নিচ্ছেন স্বাস্থ্য় কর্মীরা ৷ যদি কারও রিপোর্ট পজ়িটিভ আসে তাহলে সঙ্গে সঙ্গে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক ৷

তবে, নতুন গাইডলাইন মেনে দিল্লি ও নয়ডার মধ্য়ে ট্রাফিককে স্বাভাবিক রেখেই কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ যেখানে কয়েকজনকে বেছে বেছে কোরোনার পরীক্ষা করানো হচ্ছে ৷ এই পদক্ষেপের প্রধান লক্ষ্য়ই হল কোরোনার সংক্রামিতদের চিহ্নিত করা এবং যেখানে তাঁরা কাজ করেন এমন সব অফিস ও সংস্থাগুলিকে সতর্ক করে দেওয়া ৷ এতে নয়ডা ও তার সংলগ্ন এলাকাগুলিতে কোরোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.