হায়দরাবাদ : আলোর রোশনাই এবং হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটির মনোমুগ্ধকর পরিবেশের মাঝে চার হাত এক হল রামোজি রাওয়ের নাতনি বৃহতি চেরুকুরি এবং ভেঙ্কট অক্ষয়ের ৷ রবিবার রাত 12টা 18 মিনিটে বিয়ের লগ্ন ছিল ৷ তখনই একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বৃহতি এবং অক্ষয় (Brihathi and Akshay Tie the Knot in Ramoji Film City) ৷ বিয়ের আসরে দুই পরিবার ও বন্ধুবান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতি ও বিনোদন জগতের তারকারা ।
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং তাঁর স্ত্রী উষা, দেশের প্রধান বিচারপতি এনভি রামানা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডি, তেলেঙ্গানার মন্ত্রী হরিশ রাও, মহমুদ আলী, ইন্দ্রকরণ রেড্ডি প্রমুখ । তাঁরা নতুন জীবনের জন্য এই জুটিকে প্রাণভরে আশীর্বাদ করেন ৷
আরও পড়ুন : তেলাঙ্গানায় বন্যা দুর্গতদের সাহায্যে 5 কোটি টাকা অনুদান রামোজি গ্রুপের
বৃহতি এবং অক্ষয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন টলিউড ডিরেক্টর এস এস রাজামৌলি, মেগাস্টার চিরঞ্জীবী, তামিল সুপারস্টার রজনীকান্ত, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ৷ উপস্থিত ছিলেন টিডিপির জাতীয় সভাপতি চন্দ্রবাবু নাইডু, অভিনেতা পবন কল্যাণরাও ।