নয়াদিল্লি, 11 জুন : মাস্ক পরে চিকিৎসকদের 'পৃথিবীতে ঈশ্বরের দূত' বলে অভিহিত করলেন স্বয়ং রামদেব ৷ এবার তিনি কোভিড-19 ভ্যাকসিনও নেবেন ৷ বৃহস্পতিবার নিজেই জানালেন এ কথা ৷ এর আগে তিনি জানিয়েছিলেন তাঁর কোভিড-19 ভ্যাকসিনের দরকার নেই, দাবি করেছিলেন আয়ুর্বেদ আর যোগাই যথেষ্ট তাঁর জন্য ৷ এমনকি দেশের অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি আর চিকিৎসকদের বিরুদ্ধে একের পর এক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল তাঁকে ঘিরে ৷ দেশের চিকিৎসক সংগঠন তাঁকে আইনি নোটিস পাঠায়, তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করে ৷ 9 জুন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন (আইএমএ) আইসিএমআর-এর কাছে রামদেবের কড়া সমালোচনা করে একটি চিঠি লিখে জানায় যে, "আধুনিক চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে অনর্থকহীন এবং সংস্কারগ্রস্ত মন্তব্য করে চলেছেন রামদেব ৷"
আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট
এর পর বৃহস্পতিবার গেরুয়াগুরু রামদেবের এই পরিবর্তন ৷ প্রধানমন্ত্রীর সকলের জন্য ভ্যাকসিন নীতির প্রশংসা করে তিনি বলেন, "এটা ঐতিহাসিক পদক্ষেপ ৷ ভ্যাকসিনের দুটো ডোজ নিন, সঙ্গে যোগা আর আয়ুর্বেদের ডাবল সুরক্ষা ৷ এতে সাংঘাতিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, কেউ কোভিড-19-এ মারা যাবেন না ৷"
প্রধানমন্ত্রী জন ঔষুধী কেন্দ্র খোলার পরামর্শ দেন, কারণ সেখানে কম দামি জেনেরিক ওষুধ পাওয়া যাবে বলে জানান তিনি ৷ আর দাবি করেন যে তিনি কোনও সংগঠনের বিরুদ্ধে নন ৷ তাঁর কথায় "ভাল চিকিৎসকরা সত্যিকারের আশীর্বাদ ৷ তাঁরা ঈশ্বরের দূত ৷ কিন্তু কোনও কোনও চিকিৎসক ভুল করতে পারেন ৷" তবে জরুরি ভিত্তিতে চিকিৎসা আর অস্ত্রোপচারের ক্ষেত্রে অ্যালোপ্যাথি সবচেয়ে ভাল তাঁর মতে ৷ তাহলে কি অ্যালোপ্যাথি চিকিৎসকদের সঙ্গে 'মিত্র' সম্পর্ক গড়তে আগ্রহী যোগাগুরু রামদেব ?