ETV Bharat / bharat

Rajnath on Indian Army: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

শনিবার নয়াদিল্লিতে ফিকি-র (FICCI) অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ সেখানে তিনি গালওয়ান (Galwan) ও তাওয়াংয়ে (Tawang Sector) ভারতীয় সেনার বীরত্বের প্রশংসা করেন ৷ পাশাপাশি নাম না করে সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷

author img

By

Published : Dec 17, 2022, 8:03 PM IST

rajnath-singh-says-no-amount-of-praise-enough-for-bravery-valour-displayed-by-our-armed-forces-in-galwan-tawang
Rajnath on Indian Army: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: গালওয়ান (Galwan) উপত্যকা ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষের (India-China Faceoff) সময় ভারতের সশস্ত্র বাহিনী প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে ৷ শনিবার এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ।

তিনি এই ইস্যুতে তোপ দেগেছেন রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ তিনি বলেন, "সশস্ত্র বাহিনী যেভাবে বীরত্ব প্রদর্শন করেছে, তার জন্য কোনও পরিমাণ প্রশংসাই যথেষ্ট নয়, তা গালওয়ান হোক বা তাওয়াং ৷ সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় 'রাজনীতি' । সব সময় কারও উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার পেছনের কারণ বুঝি না ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা ছিল ৷ সেই নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয় ৷ তার পর আবার গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় ভারত ও চিনা পিএলএ-র মধ্যে সংঘর্ষ হয় ৷

এই নিয়ে হইচই শুরু হয়েছে ৷ বিরোধীরা তোপ দেগেছে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে ৷ সংসদও উত্তাল হয়েছে ৷ সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তার পরও বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব ৷ শুক্রবার রাজস্থানের জয়পুর থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "চিনের পক্ষ থেকে একটি স্পষ্ট হুমকি রয়েছে । সরকার এটাকে আড়াল করার চেষ্টা করছে । কিন্তু সেই হুমকি উপেক্ষা করা বা লুকানো যাবে না । চিন লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে । ভারত সরকার ঘুমিয়ে রয়েছে । এটা শুনতে চায় না । চিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু অনুপ্রবেশ করতে চায় না ৷’’ ওয়াকিবহাল মহলের মতে, এদিন সেনার (Indian Army) বীরত্বের কথা তুলে ধরে আসলে রাহুলকেই পালটা জবাব দিলেন রাজনাথ ৷

আরও পড়ুন: মহাশক্তিধর হিসেবে ভারত বিশ্বের কল্যাণে কাজ করবে, মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: গালওয়ান (Galwan) উপত্যকা ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষের (India-China Faceoff) সময় ভারতের সশস্ত্র বাহিনী প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে ৷ শনিবার এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ।

তিনি এই ইস্যুতে তোপ দেগেছেন রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ তিনি বলেন, "সশস্ত্র বাহিনী যেভাবে বীরত্ব প্রদর্শন করেছে, তার জন্য কোনও পরিমাণ প্রশংসাই যথেষ্ট নয়, তা গালওয়ান হোক বা তাওয়াং ৷ সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় 'রাজনীতি' । সব সময় কারও উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার পেছনের কারণ বুঝি না ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা ছিল ৷ সেই নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয় ৷ তার পর আবার গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় ভারত ও চিনা পিএলএ-র মধ্যে সংঘর্ষ হয় ৷

এই নিয়ে হইচই শুরু হয়েছে ৷ বিরোধীরা তোপ দেগেছে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে ৷ সংসদও উত্তাল হয়েছে ৷ সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তার পরও বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব ৷ শুক্রবার রাজস্থানের জয়পুর থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

তিনি বলেন, "চিনের পক্ষ থেকে একটি স্পষ্ট হুমকি রয়েছে । সরকার এটাকে আড়াল করার চেষ্টা করছে । কিন্তু সেই হুমকি উপেক্ষা করা বা লুকানো যাবে না । চিন লাদাখ এবং অরুণাচল প্রদেশের দিকে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে । ভারত সরকার ঘুমিয়ে রয়েছে । এটা শুনতে চায় না । চিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ শুধু অনুপ্রবেশ করতে চায় না ৷’’ ওয়াকিবহাল মহলের মতে, এদিন সেনার (Indian Army) বীরত্বের কথা তুলে ধরে আসলে রাহুলকেই পালটা জবাব দিলেন রাজনাথ ৷

আরও পড়ুন: মহাশক্তিধর হিসেবে ভারত বিশ্বের কল্যাণে কাজ করবে, মন্তব্য রাজনাথের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.