জয়পুর, 18 অগস্ট: রাজস্থানে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে একজন পুলিশ কনস্টেবলকে খাটের সঙ্গে বেঁধে বেধড়ক পেটালেন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনাটি রাজস্থানের দৌসা জেলায় ঘটেছে বলে শুক্রবার জানিয়েছেন আধিকারিকরা ৷ তবে, কনস্টেবল মহেশ কুমার গুর্জরকে স্থানীয় থানার পুলিশকর্মীরা ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গেলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷
আধিকারিকরা জানিয়েছেন, বিবাহিত ওই মহিলা এই বিষয়ে অভিযোগ দায়ের করার পরে বৃহস্পতিবার পলাতক কনস্টেবল গুর্জর এবং বাসওয়া থানার স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) সাসপেন্ড করা হয়েছে । সার্কেল অফিসার (সিও) বান্দিকুই ঈশ্বর সিং বলেন,
"মঙ্গলবার রাতে কনস্টেবল মহেশ কুমার গুর্জর 30 বছরের ওই মহিলার বাড়িতে যান ৷ সেই সময় তিনি বাড়িতে একা ছিলেন ৷ তখন ওই মহিলাকে কনস্টেবল মহেশ কুমার ধর্ষণ করেন বলে অভিযোগ । মহিলার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান এবং তাঁরা অভিযুক্তকে ধরে ফেলেন ৷ এ দিকে মহিলার পরিবারের সদস্যরাও ততক্ষণে ফিরে আসেন ৷ এরপর অভিযুক্তকে বেধড়ক মারধর করেন সবাই ৷"
পুলিশ আধিকারিক আরও বলেন, অভিযুক্ত কনস্টেবলকে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল । ঘটনার খবর পেয়ে বাসওয়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুর্জরকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায় । পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ ।
আরও পড়ুন: 'ভূত তাড়াতে' তান্ত্রিকের দ্বারস্থ পরিবার ! মৃত্যু গর্ভবতীর
বৃহস্পতিবার নিগৃহীতা ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করার পর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে । মঙ্গলবারই এই ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের না জানানোয়, বাসওয়া থানার স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) সাময়িকভাবে সাসপেন্ড করা হয় । একটি ভিন্ন থানায় কর্তব্যরত গুর্জরকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বর সিং ৷ তিনি বলেন, "অভিযুক্ত কনস্টেবল পলাতক রয়েছেন এবং তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে ৷" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷