ETV Bharat / bharat

Karwa Chauth করবা চৌথে মহিলাদের উপোস করা দুর্ভাগ্যজনক, দাবি রাজস্থানের মন্ত্রীর

স্বামীর আয়ু বৃদ্ধির কামনায় আজও করবা চৌথ (Karwa Chauth)-এর ব্রত পালন করেন ভারতের মহিলারা ৷ এটা দুর্ভাগ্যের ৷ এই মন্তব্য করেছেন রাজস্থানের (Rajasthan) বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ মন্ত্রী গোবিন্দ রাম মেঘওয়াল (Govind Ram Meghwal) ৷ তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি ৷

Rajasthan Minister Govind Ram Meghwal comment on Karwa Chauth sparks controversy
Karwa Chauth স্বামীর দীর্ঘায়ু কামনায় আজও ছাঁকনি দিয়ে চাঁদ দেখেন ভারতীয় মহিলারা, মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি
author img

By

Published : Aug 21, 2022, 1:28 PM IST

Updated : Aug 21, 2022, 5:07 PM IST

জয়পুর, 21 অগস্ট: বিজ্ঞানের পক্ষে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হল রাজস্থানের (Rajasthan) এক মন্ত্রীকে ৷ শনিবার গোবিন্দ রাম মেঘওয়াল (Govind Ram Meghwal) মন্তব্য করেন, ভারতে এখনও বিবাহিতারা তাঁদের স্বামীর আয়ু বৃদ্ধির আশায় করবা চৌথ (Karwa Chauth)-এর ব্রত পালন করেন ৷ স্বামীর মঙ্গল কমনায় তাঁদের উপোস করতে করতে হয় ! অথচ, উন্নত দেশগুলির বাসিন্দারা বিজ্ঞান নিয়ে থাকেন ৷ খুব স্বাভাবিকভাবেই মন্ত্রী মশাইয়ের এমন মন্তব্যে বেজায় চটেছেন দক্ষিণপন্থীরা ৷ তাঁদের দাবি, এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে গোবিন্দ রামকে !

জয়পুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গোবিন্দ রাম বলেছিলেন, "চিনের 80 শতাংশ মহিলা এবং আমেরিকার 50 মহিলা কাজ (চাকরি) করেন ৷ এই কারণেই এই দু'টি দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে ৷ অথচ, আমাদের দেশে এখনও মহিলারা ছাঁকনির ভিতর দিয়ে চাঁদ দেখেন ! তাঁরা আশা করেন, এতে তাঁদের স্বামীর আয়ু বাড়বে ! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ পুরুষরা কিন্তু কখনও তাঁদের স্ত্রীর জন্য উপোস করেন না ৷"

আরও পড়ুন: UP BJP Leader Video পার্কে প্রেমে মজে বিজেপি নেতা, ভাইরাল স্ত্রীর জুতো পেটার ভিডিয়ো

গোবিন্দ রামের এই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি নেতাদের একটা বড় অংশ ৷ তাঁদের অনেকেই বলেছেন, গোবিন্দ রামকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ প্রসঙ্গত, রাজস্থান সরকারের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের দায়িত্বে রয়েছেন গোবিন্দ রাম মেঘওয়াল ৷ শনিবার তিনি যখন এই মন্তব্য করেন, তখন সেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)-ও উপস্থিত ছিলেন ৷ এই ইস্যুতে তাঁরও মুণ্ডপাত করতে ছাড়েননি বিজেপি নেতারা ৷

রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌর, বিজেপি-র প্রদেশ মুখপাত্র অনিতা বাঘেল এবং বিধায়ক রামলাল শর্মাদের বক্তব্য, গোবিন্দ রাম তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের অপমান করছেন ৷ এই প্রসঙ্গে রামলাল শর্মা বলেন, "দেশের কোটি কোটি মহিলাকে অপমান করেছেন গোবিন্দ রাম ৷ ওঁর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত ৷ একইসঙ্গে, মুখ্যমন্ত্রীরও গোবিন্দ রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত ৷"

যাঁকে নিয়ে এত বিতর্ক, তিনি অবশ্য বিজেপি-র সমালোচনায় আমল দিতে নারাজ ৷ এই প্রসঙ্গে গোবিন্দ রাম মনে করেন, তাঁর মন্তব্যে বিতর্কের কোনও অবকাশ নেই ৷ তিনি করবা চৌথের ঐতিহ্য বা উৎসবের বিরুদ্ধে কিছু বলেননি ৷ মন্ত্রীর কথায়, "আমি শুধুমাত্র শিক্ষার কথা বলেছি ৷ ভারতের বিজ্ঞান মনস্কতার বিষয়টি তুলে ধরেছি ৷ আমি মোটেও করবা চৌথের বিরোধী নই ৷"

জয়পুর, 21 অগস্ট: বিজ্ঞানের পক্ষে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হল রাজস্থানের (Rajasthan) এক মন্ত্রীকে ৷ শনিবার গোবিন্দ রাম মেঘওয়াল (Govind Ram Meghwal) মন্তব্য করেন, ভারতে এখনও বিবাহিতারা তাঁদের স্বামীর আয়ু বৃদ্ধির আশায় করবা চৌথ (Karwa Chauth)-এর ব্রত পালন করেন ৷ স্বামীর মঙ্গল কমনায় তাঁদের উপোস করতে করতে হয় ! অথচ, উন্নত দেশগুলির বাসিন্দারা বিজ্ঞান নিয়ে থাকেন ৷ খুব স্বাভাবিকভাবেই মন্ত্রী মশাইয়ের এমন মন্তব্যে বেজায় চটেছেন দক্ষিণপন্থীরা ৷ তাঁদের দাবি, এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে গোবিন্দ রামকে !

জয়পুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গোবিন্দ রাম বলেছিলেন, "চিনের 80 শতাংশ মহিলা এবং আমেরিকার 50 মহিলা কাজ (চাকরি) করেন ৷ এই কারণেই এই দু'টি দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে ৷ অথচ, আমাদের দেশে এখনও মহিলারা ছাঁকনির ভিতর দিয়ে চাঁদ দেখেন ! তাঁরা আশা করেন, এতে তাঁদের স্বামীর আয়ু বাড়বে ! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ পুরুষরা কিন্তু কখনও তাঁদের স্ত্রীর জন্য উপোস করেন না ৷"

আরও পড়ুন: UP BJP Leader Video পার্কে প্রেমে মজে বিজেপি নেতা, ভাইরাল স্ত্রীর জুতো পেটার ভিডিয়ো

গোবিন্দ রামের এই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি নেতাদের একটা বড় অংশ ৷ তাঁদের অনেকেই বলেছেন, গোবিন্দ রামকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ প্রসঙ্গত, রাজস্থান সরকারের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের দায়িত্বে রয়েছেন গোবিন্দ রাম মেঘওয়াল ৷ শনিবার তিনি যখন এই মন্তব্য করেন, তখন সেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)-ও উপস্থিত ছিলেন ৷ এই ইস্যুতে তাঁরও মুণ্ডপাত করতে ছাড়েননি বিজেপি নেতারা ৷

রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌর, বিজেপি-র প্রদেশ মুখপাত্র অনিতা বাঘেল এবং বিধায়ক রামলাল শর্মাদের বক্তব্য, গোবিন্দ রাম তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের অপমান করছেন ৷ এই প্রসঙ্গে রামলাল শর্মা বলেন, "দেশের কোটি কোটি মহিলাকে অপমান করেছেন গোবিন্দ রাম ৷ ওঁর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত ৷ একইসঙ্গে, মুখ্যমন্ত্রীরও গোবিন্দ রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত ৷"

যাঁকে নিয়ে এত বিতর্ক, তিনি অবশ্য বিজেপি-র সমালোচনায় আমল দিতে নারাজ ৷ এই প্রসঙ্গে গোবিন্দ রাম মনে করেন, তাঁর মন্তব্যে বিতর্কের কোনও অবকাশ নেই ৷ তিনি করবা চৌথের ঐতিহ্য বা উৎসবের বিরুদ্ধে কিছু বলেননি ৷ মন্ত্রীর কথায়, "আমি শুধুমাত্র শিক্ষার কথা বলেছি ৷ ভারতের বিজ্ঞান মনস্কতার বিষয়টি তুলে ধরেছি ৷ আমি মোটেও করবা চৌথের বিরোধী নই ৷"

Last Updated : Aug 21, 2022, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.