ETV Bharat / bharat

Coromandel Express Accident: দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি - রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ওড়িশার বালাসোরে ট্রেন-বিপর্যয়স্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি । জানালেন, উদ্ধার কাজে জোর দেওয়া হচ্ছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 3, 2023, 9:17 AM IST

Updated : Jun 3, 2023, 10:30 AM IST

দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ

বালাসোর, 3 জুন: দুর্ঘটনার পর শুক্রবার রাতে টুইট করে জানিয়েছিলেন ঘটনাস্থলে আসছেন তিনি ৷ সেই মতো শনিবার সকালে বালাসোর পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিন বাহাঙ্গা রেলস্টেশন থেকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি ৷ এবিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গতকাল রাত থেকেই এনডিআরএফ, এসডিআরএফ ও রাজ্য প্রশাসন সবাই মিলে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ৷ গতকাল আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। তিনি আরও জানান, টাটানগর থেকে শুরু করে সর্বত্রই চেষ্টা করা হচ্ছে রোগীদের পৌঁছে দিতে ৷ যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আপাতত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা। কাছাকাছি কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহর রয়েছে। যেখানে সবচেয়ে ভালো চিকিৎসার সুযোগ থাকবে, সেখানেই সব ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন: দুর্ঘটনালস্থলে আজই যেতে পারেন মমতা, ইঙ্গিত দোলা সেনের

কিন্তু যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে উদ্ধার কাজ নিয়ে কোনও সংকেত না-পাওয়া যাচ্ছে তাতে রেস্টোরেশনের কাজ শুরু করা যাচ্ছে না ৷ রেলমন্ত্রীকে মৃতের সংখ্যা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "রেলের তরফে নির্দিষ্ট সময় অন্তর মৃত এবং আহতের সংখ্যা জানানো হচ্ছে। আপাতত সেই পরিসংখ্যান ধরেই চলুন। এখনও পর্যন্ত রেলের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 88 এবং আহত অন্তত 600 জন। যদিও, পিটিআই ও ওড়িশা প্রশাসন রিপোর্ট বলছে বালাসোরের ট্রেন দুর্ঘটনায় অন্তত 238 জনের মৃত্যু হয়েছে। আহত 900 জনের বেশি। এখনও হতাহতের সংখ্যা বাড়তে পারে ৷

দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ

বালাসোর, 3 জুন: দুর্ঘটনার পর শুক্রবার রাতে টুইট করে জানিয়েছিলেন ঘটনাস্থলে আসছেন তিনি ৷ সেই মতো শনিবার সকালে বালাসোর পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিন বাহাঙ্গা রেলস্টেশন থেকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি ৷ এবিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গতকাল রাত থেকেই এনডিআরএফ, এসডিআরএফ ও রাজ্য প্রশাসন সবাই মিলে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ৷ গতকাল আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। তিনি আরও জানান, টাটানগর থেকে শুরু করে সর্বত্রই চেষ্টা করা হচ্ছে রোগীদের পৌঁছে দিতে ৷ যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আপাতত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা। কাছাকাছি কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহর রয়েছে। যেখানে সবচেয়ে ভালো চিকিৎসার সুযোগ থাকবে, সেখানেই সব ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন: দুর্ঘটনালস্থলে আজই যেতে পারেন মমতা, ইঙ্গিত দোলা সেনের

কিন্তু যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে উদ্ধার কাজ নিয়ে কোনও সংকেত না-পাওয়া যাচ্ছে তাতে রেস্টোরেশনের কাজ শুরু করা যাচ্ছে না ৷ রেলমন্ত্রীকে মৃতের সংখ্যা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "রেলের তরফে নির্দিষ্ট সময় অন্তর মৃত এবং আহতের সংখ্যা জানানো হচ্ছে। আপাতত সেই পরিসংখ্যান ধরেই চলুন। এখনও পর্যন্ত রেলের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 88 এবং আহত অন্তত 600 জন। যদিও, পিটিআই ও ওড়িশা প্রশাসন রিপোর্ট বলছে বালাসোরের ট্রেন দুর্ঘটনায় অন্তত 238 জনের মৃত্যু হয়েছে। আহত 900 জনের বেশি। এখনও হতাহতের সংখ্যা বাড়তে পারে ৷

Last Updated : Jun 3, 2023, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.