কলকাতা,7 অগস্ট: বিরোধী জোটের মুখ হতে চলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনে তাঁকে সামনে রেখেই লড়াই করবে বিরোধীরা। এমনই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বিরোধী ইন্ডিয়া জোটের মুখ কে হতে চলেছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। জোটের নেতারা বলছেন, এখনও এ নিয়ে ভাবার সময় আসেনি। বিরোধীদের এই অবস্থানকে 'নীতি পঙ্গুত্ব' বলে কটাক্ষ করে বিজেপিও লাগাতার নিশানা করছে। এমনই আবহে চলতি মাসের শেষে মুম্বইয়ে বিরোধী জেটের তৃতীয় মেগা বৈঠক। তার দিন কয়েক আগে রাহুলই বিরোধীদের নেতা হতে চলেছেন বলে দাবি করলেন বঙ্গ কংগ্রেসের এই প্রবীণ নেতা।
রাজ্যসভার এই সাংসদের আরও দাবি, রাহুল সাহস করে বিজেপির জনবিরোধী কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন। আর তাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা এনে তাঁকে হেনস্তা করা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট রাহুলের পক্ষে রায় দিয়েছে। এবার তাঁর নেতৃত্বে এক নয়া রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। তাঁকে সামনে রেখেই বিরোধীরা 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করবে।
আরও পড়ুন: দেশ রক্ষায় তৈরি ‘ইন্ডিয়া’ জোটই দিল্লিতে সরকার গড়বে, আত্মবিশ্বাসী মমতা
সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া আক্রমণ করেন প্রদীপ। তিনি বলেন, "প্রায়শই শুনতে পাই, কংগ্রেস নাকি 70 বছরে কিছু করেনি। তাহলে মোদি কি গুজরাত থেকে গরুর গাড়ি চড়ে দিল্লিতে এসেছিলেন? কংগ্রেস ক্ষমতায় আসার সময় দেশের পরিস্থিতি ভালো ছিল না। কংগ্রেসই দেশের মানুষকে সঙ্গে নিয়ে ভারত নির্মাণের কাজ করেছে।" সাক্ষাৎকারের একটি অংশে পশ্চিমবঙ্গের বকেয়া 100 দিনের কাজের টাকার প্রসঙ্গটি ওঠে। সাংসদ বলেন, "রাজ্যের অবশ্যই নিজের প্রাপ্য টাকা পাওয়া উচিত। আর সেই টাকা কোথায় এবং কীভাবে খরচ হচ্ছে সেটাও প্রক্রিয়া মেনে জানানো উচিত।"
বিরোধী জোটের নেতা কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। রাহুল ছাড়াও সোনিয়া গান্ধি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়াররা একছাতার তলায় আসার কথা বলছেন। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে প্রথমে পটনা পরে বেঙ্গালুরুতে বৈঠকও হয়েছে। এবার বৈঠক হতে চলেছে মুম্বইয়ের একটি হোটেলে। তাঁর আগেই কংগ্রেসর প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে বিরোধীদের নেতা বলে দিলেন দলের প্রবীণ সাংসদ।