ETV Bharat / bharat

Rahul Gandhi Meets Carpenters: কাঠের মিস্ত্রিদের সঙ্গে দেখা করলেন রাহুল, হাত লাগালেন কাজে - রাজধানী

বৃহস্পতিবার আসবাবপত্রের বাজারে পরিদর্শনের সময়, রাহুল ছুতোরদের সঙ্গে মতবিনিময় করেন ৷ একই সঙ্গে সেখানে কিছু আসবাবপত্র তৈরিতে ছুতোরদের সঙ্গে হাত লাগাতেও দেখা যায় রাহুলকে ৷ পাশাপাশি তাদের সমস্যাগুলিও শোনেন তিনি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:14 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: দিল্লির কীর্তি নগরে ফার্নিচার মার্কেট পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার মার্কেটে গিয়ে ছুতোরদের সঙ্গে মতবিনিময়ও করতে দেখা গেল রাহুলকে ৷ সাম্প্রতিক অতীতে রাজধানীতে এটি রাহুল গান্ধির তৃতীয় এই ধরনের কর্মকাণ্ডের নজির দেখা গেল ৷ তিনি অগস্টে আজাদপুর মন্ডিতে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে দেখা করেছিলেন এবং সম্প্রতি আনন্দ বিহার রেলস্টেশনে গিয়ে কুলিদের সঙ্গেও কথা বলেছেন।

বৃহস্পতিবার আসবাবপত্রের বাজারে পরিদর্শনের সময়, রাহুল ছুতোরদের সঙ্গে মতবিনিময় করেন ৷ একই সঙ্গে সেখানে কিছু আসবাবপত্র তৈরিতে ছুতোরদের সঙ্গে হাত লাগাতেও দেখা যায় রাহুলকে ৷ পাশাপাশি তাদের সমস্যাগুলিও শোনেন তিনি। পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লিখেছেন, "আমি দিল্লির কীর্তি নগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম আসবাবপত্রের বাজারে গিয়েছিলাম ৷ সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করেছি। কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি, তারা আশ্চর্যজনক শিল্পী ৷ স্থায়িত্ব এবং সৌন্দর্য খোদাই করার ক্ষেত্রে বিশেষজ্ঞ ৷"

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, "আমদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে ৷ তাদের দক্ষতা সম্পর্কে কিছুটা জানতে পেরেছি ৷ কিছুটা শেখার চেষ্টাও করেছি ৷" কংগ্রেস এক্স হ্যান্ডেলে কীর্তি নগর বাজারে রাহুলের সফরের ছবিও শেয়ার করেছে, যেখেনা তাঁকে কিছু আসবাবপত্রের সরঞ্জাম দিয়ে কাজ করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। দলের তরফে এই ছবি পোস্ট করে অবশ্য বলা হয়েছে, "ভারত জোড়ো যাত্রা এখনও চলছে ৷"

আরও পড়ুন: জন্মবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে স্মরণ মোদি-শাহের

পরবর্তী লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি বিভিন্ন ক্ষেত্রের মানুষের কাছে পৃথকবাবে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন ৷ এর আগে হরিয়ানার সোনিপত জেলায় জমিতে ধান রোপণকারী কিছু কৃষকের সঙ্গে দেখা করেছিলেন রাহুল ৷ কিছু মহিলা কৃষি শ্রমিকের সঙ্গেও যোগাযোগ করেছিলেন ৷ যাদের তিনি পরে তাঁর মা সোনিয়া গান্ধির বাসভবন দিল্লির 10 জনপথে আমন্ত্রণ জানিয়েছিলেন। কয়েক মাস আগে একটি ট্রাকে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত যাত্রা করতেও দেখা যায় রাহুলকে ৷ ট্রাক চালকদের উদ্বেগের কথাও শুনেছিলেন বলে দাবি করেন তিনি। (পিটিআই)

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: দিল্লির কীর্তি নগরে ফার্নিচার মার্কেট পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার মার্কেটে গিয়ে ছুতোরদের সঙ্গে মতবিনিময়ও করতে দেখা গেল রাহুলকে ৷ সাম্প্রতিক অতীতে রাজধানীতে এটি রাহুল গান্ধির তৃতীয় এই ধরনের কর্মকাণ্ডের নজির দেখা গেল ৷ তিনি অগস্টে আজাদপুর মন্ডিতে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে দেখা করেছিলেন এবং সম্প্রতি আনন্দ বিহার রেলস্টেশনে গিয়ে কুলিদের সঙ্গেও কথা বলেছেন।

বৃহস্পতিবার আসবাবপত্রের বাজারে পরিদর্শনের সময়, রাহুল ছুতোরদের সঙ্গে মতবিনিময় করেন ৷ একই সঙ্গে সেখানে কিছু আসবাবপত্র তৈরিতে ছুতোরদের সঙ্গে হাত লাগাতেও দেখা যায় রাহুলকে ৷ পাশাপাশি তাদের সমস্যাগুলিও শোনেন তিনি। পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লিখেছেন, "আমি দিল্লির কীর্তি নগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম আসবাবপত্রের বাজারে গিয়েছিলাম ৷ সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করেছি। কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি, তারা আশ্চর্যজনক শিল্পী ৷ স্থায়িত্ব এবং সৌন্দর্য খোদাই করার ক্ষেত্রে বিশেষজ্ঞ ৷"

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, "আমদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে ৷ তাদের দক্ষতা সম্পর্কে কিছুটা জানতে পেরেছি ৷ কিছুটা শেখার চেষ্টাও করেছি ৷" কংগ্রেস এক্স হ্যান্ডেলে কীর্তি নগর বাজারে রাহুলের সফরের ছবিও শেয়ার করেছে, যেখেনা তাঁকে কিছু আসবাবপত্রের সরঞ্জাম দিয়ে কাজ করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। দলের তরফে এই ছবি পোস্ট করে অবশ্য বলা হয়েছে, "ভারত জোড়ো যাত্রা এখনও চলছে ৷"

আরও পড়ুন: জন্মবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে স্মরণ মোদি-শাহের

পরবর্তী লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি বিভিন্ন ক্ষেত্রের মানুষের কাছে পৃথকবাবে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন ৷ এর আগে হরিয়ানার সোনিপত জেলায় জমিতে ধান রোপণকারী কিছু কৃষকের সঙ্গে দেখা করেছিলেন রাহুল ৷ কিছু মহিলা কৃষি শ্রমিকের সঙ্গেও যোগাযোগ করেছিলেন ৷ যাদের তিনি পরে তাঁর মা সোনিয়া গান্ধির বাসভবন দিল্লির 10 জনপথে আমন্ত্রণ জানিয়েছিলেন। কয়েক মাস আগে একটি ট্রাকে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত যাত্রা করতেও দেখা যায় রাহুলকে ৷ ট্রাক চালকদের উদ্বেগের কথাও শুনেছিলেন বলে দাবি করেন তিনি। (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.