হায়দরাবাদ, 31 ডিসেম্বর: ভারতের রেসলিং ফেডারেশন (ডব্লিউএফআই) প্যানেলের নিয়োগকে ঘিরে বিতর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বতন টুইটার) রবিবার একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভিনেশ ফোগত জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার একদিন পরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়ার সময় কুস্তিগীরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "দেশের প্রতিটি কন্যার জন্য, আত্মসম্মান সবার আগে আসে ৷ অন্য কোনও পদক বা সম্মান তারপর আসে। আজ একজন 'ঘোষিত বাহুবলী' থেকে প্রাপ্ত 'রাজনৈতিক লাভ'-এর মূল্য আরও বেশি হয়ে গিয়েছে, এই সাহসী কন্যাদের কান্নার চেয়ে ?"
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত সম্প্রতি কেন্দ্রের খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিতে, এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর জানিয়েছেন, তিনি সরকারকে খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফোগত মতামত দিয়েছিলেন, এই জাতীয় সম্মান এমন পরিস্থিতিতে অর্থহীন হয়ে পড়েছে যেখানে দেশের কুস্তিগীররা ন্যায়বিচার পাওয়ার জন্য কঠোর সংগ্রাম করছেন।
-
देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9
">देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9
ফোগত পুরস্কার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দিল্লি পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর প্রতিবাদ প্রদর্শনের জন্য, তিনি রাজধানীর কার্তব্য পথে তাঁর পুরস্কারগুলি রেখে দেন ৷ পরে অবশ্য দিল্লি পুলিশ তা ফের তুলে নিয়েছিল। তারকা কুস্তিগীর বজরং পুনিয়ার পাশাপাশি ভিনেশ ফোগতও ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান হিসাবে সঞ্জয় সিংয়ের নিয়োগের বিরোধিতা করেছিলেন ৷ কারণ হিসাবে তাদের ব্যাখ্য়া তিনি পূর্বতন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ৷ যাঁর বিরুদ্ধে তারা মহিলাদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৷ ক্রীড়ামন্ত্রক ডব্লুএফআইয়ের নয়া কমিটি অবশ্য বাতিল করে দিয়েছে ৷ জুনিয়র চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে নয়া কমিটি আচরণবিধি লঙ্ঘন করেছিল বলে অভিযোগ ৷ পরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থগিত সংস্থাটির প্রতিদিনের বিষয়গুলি তদারকি করার জন্য একটি অ্যাড-হক কমিটিও গঠন করেছে।
আরও পড়ুন: