নয়াদিল্লি, 28 অগস্ট : বিজেপির আয় বেড়েছে 50 শতাংশ ৷ সেই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরই তা নিয়ে টুইটে খোঁচা রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে এই আয় বেড়েছে বিজেপির ৷ কেন্দ্রের শাসকদলের আয় বাড়ার কথা জানিয়ে জনসাধারণ প্রতি তাঁর জিজ্ঞাসা, আপনাদের আয় বাড়ল কি? ৷
কংগ্রেস সাংসদ এদিন টুইটে লেখেন, "বিজেপির আয় 50 শতাংশ বেড়েছে । আর আপনার?" এরই সঙ্গে রাহুল একটি এনজিও-র রিপোর্ট শেয়ার করেছেন ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms- ADR) নামে ওই এনজিও-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2019-20 সালে গেরুয়া শিবিরের আয় 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রচুর অনুদান এসেছে দলে ৷ রিপোর্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট বর্ষে বিজেপি 3,623.28 কোটি টাকা উপার্জন করেছে, যার একটি সিংহভাগ এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে ।
-
BJP’s income rose by 50%.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
And yours?
BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJ
">BJP’s income rose by 50%.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021
And yours?
BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJBJP’s income rose by 50%.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021
And yours?
BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJ
কংগ্রেস নির্বাচনী বন্ডের বিরোধিতা করেছে ৷ তাদের অভিযোগ, এটি ক্ষমতাসীন দলকে সাহায্য করে ।
আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার