ETV Bharat / bharat

পরিযায়ীদের অ্যাকাউন্টে টাকা জমা করতে কেন্দ্রকে চাপ রাহুলের - পরিযায়ী শ্রমিক

পরিযায়ী শ্রমিকরা যাতে আবারও দুর্দশার মুখে না-পড়েন, সে জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করার দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

Put money into migrants accounts as they are returning, says Rahul gandhi
পরিযায়ীদের অ্যাকাউন্টে টাকা জমা করতে কেন্দ্রকে চাপ রাহুলের
author img

By

Published : Apr 20, 2021, 11:34 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণে দেশের বিভিন্ন জায়গায় জারি হয়েছে লকডাউন, কড়া বিধিনিষেধ ৷ এই অবস্থায় গত বছরের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পরিযায়ী শ্রমিকদের ৷ ইতিমধ্যেই তাঁরা বাড়ি ফেরার তোরজোড় শুরু করে দিয়েছেন ৷ ফলে তাঁদের কথা চিন্তা করে কেন্দ্রের তাঁদের অ্যাকাউন্টে নগদ টাকা জমা করা উচিত বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

টুইট করে রাহুল জানিয়েছেন, "পরিযায়ী শ্রমিকরা আবার বাড়ি ফিরছেন ৷ এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের এটা দায়িত্ব যে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা ৷" টুইটে রাহুল লিখেছেন, "যে সরকার করোনা ছড়ানোর জন্য মানুষকে দায়ী করছে, তারা কি জনস্বার্থে এই পদক্ষেপ করবে ?"

  • प्रवासी एक बार फिर पलायन कर रहे हैं। ऐसे में केंद्र सरकार की ज़िम्मेदारी है कि उनके बैंक खातों में रुपय डाले।

    लेकिन कोरोना फैलाने के लिए जनता को दोष देने वाली सरकार क्या ऐसा जन सहायक क़दम उठाएगी?#Lockdown

    — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোভিড মোকাবিলায় দিল্লিতে শুরু হয়েছে 6 দিনের লকডাউন ৷ পরিযায়ী শ্রমিকদের রাজধানী না-ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আশ্বাস দিয়েছিলেন, "ম্যায় হু না !" তাতে কাজ হয়নি ৷ গত বছরের অভিজ্ঞতার স্মৃতি এখনও টাটকা ৷ তাই আতঙ্কে দলে দলে দিল্লি ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা ৷ বিভিন্ন রেল ও বাস স্টেশনে ভিড় জমিয়েছেন হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক ৷ পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, আইএসবিটি-সহ আনন্দ বিহারের বিভিন্ন বাস স্ট্যান্ডে জমা হন প্রায় 5,000 পরিযায়ী শ্রমিক ৷ রেল স্টেশনের অবস্থাও একই রকম ৷

আরও পড়ুন: মমতার দাবি মেনে সরাসরি টিকা কেনার অনুমতি রাজ্যগুলিকে

অন্যান্য রাজ্য থেকেও বাড়ি ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা ৷ করোনাভাইরাসের কারণে গত বছর লকডাউন ঘোষণার পরই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা চরমে উঠেছিল ৷ বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে চেপে বাড়িতে ফেরেন ৷ আবার রাস্তাতেই প্রাণ যায় বহু শ্রমিকের ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল: কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণে দেশের বিভিন্ন জায়গায় জারি হয়েছে লকডাউন, কড়া বিধিনিষেধ ৷ এই অবস্থায় গত বছরের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পরিযায়ী শ্রমিকদের ৷ ইতিমধ্যেই তাঁরা বাড়ি ফেরার তোরজোড় শুরু করে দিয়েছেন ৷ ফলে তাঁদের কথা চিন্তা করে কেন্দ্রের তাঁদের অ্যাকাউন্টে নগদ টাকা জমা করা উচিত বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

টুইট করে রাহুল জানিয়েছেন, "পরিযায়ী শ্রমিকরা আবার বাড়ি ফিরছেন ৷ এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের এটা দায়িত্ব যে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা ৷" টুইটে রাহুল লিখেছেন, "যে সরকার করোনা ছড়ানোর জন্য মানুষকে দায়ী করছে, তারা কি জনস্বার্থে এই পদক্ষেপ করবে ?"

  • प्रवासी एक बार फिर पलायन कर रहे हैं। ऐसे में केंद्र सरकार की ज़िम्मेदारी है कि उनके बैंक खातों में रुपय डाले।

    लेकिन कोरोना फैलाने के लिए जनता को दोष देने वाली सरकार क्या ऐसा जन सहायक क़दम उठाएगी?#Lockdown

    — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোভিড মোকাবিলায় দিল্লিতে শুরু হয়েছে 6 দিনের লকডাউন ৷ পরিযায়ী শ্রমিকদের রাজধানী না-ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আশ্বাস দিয়েছিলেন, "ম্যায় হু না !" তাতে কাজ হয়নি ৷ গত বছরের অভিজ্ঞতার স্মৃতি এখনও টাটকা ৷ তাই আতঙ্কে দলে দলে দিল্লি ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা ৷ বিভিন্ন রেল ও বাস স্টেশনে ভিড় জমিয়েছেন হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক ৷ পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, আইএসবিটি-সহ আনন্দ বিহারের বিভিন্ন বাস স্ট্যান্ডে জমা হন প্রায় 5,000 পরিযায়ী শ্রমিক ৷ রেল স্টেশনের অবস্থাও একই রকম ৷

আরও পড়ুন: মমতার দাবি মেনে সরাসরি টিকা কেনার অনুমতি রাজ্যগুলিকে

অন্যান্য রাজ্য থেকেও বাড়ি ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা ৷ করোনাভাইরাসের কারণে গত বছর লকডাউন ঘোষণার পরই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা চরমে উঠেছিল ৷ বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে চেপে বাড়িতে ফেরেন ৷ আবার রাস্তাতেই প্রাণ যায় বহু শ্রমিকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.