ETV Bharat / bharat

কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত - coronavirus

কোভিড সমালোচনা থামাতে কেন্দ্রীয় সরকারের নেওয়া ইতিবাচক নীতির তুমুল সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷

"Propaganda": Rahul Gandhi and Prashant Kishor On Centre's "Positivity" Push over covid surge
কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত
author img

By

Published : May 12, 2021, 1:30 PM IST

নয়াদিল্লি, 12 মে: কোভিড নিয়ে লড়াই প্রসঙ্গে ঘরে-বাইরে সমালোচিত নরেন্দ্র মোদি সরকার ৷ যাবতীয় সমালোচনা সামাল দিতে সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরার নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তবে কেন্দ্রের এই নয়া নীতি তাদের প্রচার ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একই সুর শোনা গিয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের গলাতেও ৷

রাহুল এই নিয়ে টুইট করে লিখেছেন, "ইতিবাচক ভাবনার মিথ্যে প্রতিশ্রুতি সেইসব পরিবার ও স্বাস্থ্য কর্মীদের জন্য একটা রসিকতা, যাঁরা অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের অভাবে তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন ৷ বালির নীচে মাথা গুঁজে রাখাটা ইতিবাচক বিষয় নয়, এটা আমাদের নাগরিকদের ঠকানো ৷"

অপরদিকে, প্রশান্ত কিশোরও টুইট করে লিখেছেন, "দুর্দশাগ্রস্ত দেশ ও আমাদের সামনে আসা দুঃখজনক ঘটনাগুলির সামনে ইতিবাচক ভাবনা ছড়ানোর মিথ্যে ও প্রচারমূলক প্রচেষ্টা খুবই বিরক্তিকর ৷ ইতিবাচক থাকার জন্য সরকারের অন্ধ প্রচারক হওয়ার প্রয়োজন পড়ে না ৷"

আরও পড়ুন: করোনা সেরেছে, তাও হঠাৎই মারা গেলেন রোগী, ডি-ডাইমার নয়তো ?

কোভিড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই ৷ সেই সমালোচনা সামাল দিতে সরকারকে ইতিবাচক থাকা ও ইতিবাচক দিক তুলে ধরার নীতি নিতে বলেছে বিজেপি ও আরএসএস ৷ অক্সিজেন এক্সপ্রেস ও অন্যান্য সেই সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷

নয়াদিল্লি, 12 মে: কোভিড নিয়ে লড়াই প্রসঙ্গে ঘরে-বাইরে সমালোচিত নরেন্দ্র মোদি সরকার ৷ যাবতীয় সমালোচনা সামাল দিতে সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরার নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তবে কেন্দ্রের এই নয়া নীতি তাদের প্রচার ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একই সুর শোনা গিয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের গলাতেও ৷

রাহুল এই নিয়ে টুইট করে লিখেছেন, "ইতিবাচক ভাবনার মিথ্যে প্রতিশ্রুতি সেইসব পরিবার ও স্বাস্থ্য কর্মীদের জন্য একটা রসিকতা, যাঁরা অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের অভাবে তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন ৷ বালির নীচে মাথা গুঁজে রাখাটা ইতিবাচক বিষয় নয়, এটা আমাদের নাগরিকদের ঠকানো ৷"

অপরদিকে, প্রশান্ত কিশোরও টুইট করে লিখেছেন, "দুর্দশাগ্রস্ত দেশ ও আমাদের সামনে আসা দুঃখজনক ঘটনাগুলির সামনে ইতিবাচক ভাবনা ছড়ানোর মিথ্যে ও প্রচারমূলক প্রচেষ্টা খুবই বিরক্তিকর ৷ ইতিবাচক থাকার জন্য সরকারের অন্ধ প্রচারক হওয়ার প্রয়োজন পড়ে না ৷"

আরও পড়ুন: করোনা সেরেছে, তাও হঠাৎই মারা গেলেন রোগী, ডি-ডাইমার নয়তো ?

কোভিড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই ৷ সেই সমালোচনা সামাল দিতে সরকারকে ইতিবাচক থাকা ও ইতিবাচক দিক তুলে ধরার নীতি নিতে বলেছে বিজেপি ও আরএসএস ৷ অক্সিজেন এক্সপ্রেস ও অন্যান্য সেই সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.