নয়াদিল্লি, 10 অগস্ট: করোনায় আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক ৷ তিনি লেখেন, "আরও একবার করোনায় আক্রান্ত হলাম ৷" আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি (Priyanka Gandhi Tested COVID Positive) ৷
এই নিয়ে দু'মাসে দু'বার করোনায় সংক্রমিত হলেন রাজীব-কন্যা । এর আগে জুন মাসের 3 তারিখও করোনায় আক্রান্ত হন তিনি ৷ সে সময় তাঁর মা সোনিয়া গান্ধির শরীরেও হানা দিয়েছিল ভাইরাস ৷ সেবার মৃদু উপসর্গ ছিল প্রিয়াঙ্কার ৷ তবে শরীরে তেমন সমস্যা না থাকায় বাড়িতেই চিকিৎসা করান তিনি ৷ এবারও আবার করোনায় আক্রান্ত হলেন ৷
-
Congress general secretary Priyanka Gandhi Vadra tests positive for #COVID19; tweets, "will be isolating at home" pic.twitter.com/vXKK2geWU3
— ANI (@ANI) August 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congress general secretary Priyanka Gandhi Vadra tests positive for #COVID19; tweets, "will be isolating at home" pic.twitter.com/vXKK2geWU3
— ANI (@ANI) August 10, 2022Congress general secretary Priyanka Gandhi Vadra tests positive for #COVID19; tweets, "will be isolating at home" pic.twitter.com/vXKK2geWU3
— ANI (@ANI) August 10, 2022
আরও পড়ুন: গরিবদের কল্যাণের জন্য আইন ভাঙা অপরাধ নয়, মত গড়করি
এদিকে গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 16 হাজার 47 জন ৷ এই সময়ের মধ্যে অতিমারীকে হারিয়ে সুস্থ হয়েছেন 19 হাজার 353 জন ৷ এখন দৈনিক সংক্রমণের হার 4.94 শতাংশ ৷