ETV Bharat / bharat

Shraddha Murder Case: আফতাবের প্রিজন ভ্যানে হামলায় আটক একাধিক, বাজেয়াপ্ত অস্ত্র - শ্রদ্ধা ওয়াকার

আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Amin Poonawalla) লক্ষ করে হামলা চালানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে ৷ সোমবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটে রোহিনীর (Rohini) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটির (Forensic Science Laboratory) বাইরে ৷

Prison Van carrying Aftab Amin Poonawalla attacked by mob in Rohini area
Shraddha Murder Case: আফতাবের প্রিজন ভ্যানে মারমুখী হামলা, আটক একাধিক, বাজেয়াপ্ত অস্ত্র
author img

By

Published : Nov 28, 2022, 8:29 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Amin Poonawalla) লক্ষ করে হামলা ৷ হামলা চালানো হল দিল্লি পুলিশের (Prison Van) প্রিজন ভ্যানে (Prison Van) ৷ ওই গাড়িতে করেই নিহত শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walker) প্রেমিক আফতাবকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রোহিনীর (Rohini) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটির (Forensic Science Laboratory) ঠিক বাইরে ৷

সূত্রের খবর, এদিন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটিতে আফতাবকে নিয়ে যাওয়া হয় তাঁর পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) জন্য ৷ এই খবর চাউর হতেই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, রীতিমতো অস্ত্র নিয়ে প্রিজন ভ্যানের উপর আক্রমণ করে হামলাকারীরা ৷ সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তাদের হাতে থাকা অস্ত্র ৷ ঘটনাটি ঘটে সন্ধে পৌনে সাতটা নাগাদ ৷

আরও পড়ুন: শ্রদ্ধার আংটি মনোবিদ বান্ধবীকে দিয়েছিলেন আফতাব !

পুলিশের দাবি, পারস্পরিক বনিবনা না-হওয়াতেই শ্রদ্ধাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন আফতাব ৷ তারপর তাঁর দেহ 35টি টুকরো করে দিল্লির নানা প্রান্তে ফেলে দেন তিনি ৷ এমনকী, দেহখণ্ডগুলি সংরক্ষণ করে রাখতে নতুন ফ্রিজ কিনেছিলেন আফতাব ৷ পুলিশের দাবি, ইতিমধ্যেই তাদের কাছে খুনের কথা স্বীকার করেছেন আফতাব ৷ যদিও এখনও শ্রদ্ধার দেহের সবক'টি খণ্ড খুঁজে পাওয়া যায়নি ৷ গত 12 নভেম্বর আফতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ পরবর্তীতে তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দেয় আদালত ৷ কিন্তু, লাগাতার জেরা চলায় আফতাবকে পলিগ্রাফ পরীক্ষার জন্য আনতে পারেনি পুলিশ ৷ শেষমেশ এদিন তাঁকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটিতে নিয়ে আসা হয় ৷

নয়াদিল্লি, 28 নভেম্বর: শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Amin Poonawalla) লক্ষ করে হামলা ৷ হামলা চালানো হল দিল্লি পুলিশের (Prison Van) প্রিজন ভ্যানে (Prison Van) ৷ ওই গাড়িতে করেই নিহত শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walker) প্রেমিক আফতাবকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রোহিনীর (Rohini) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটির (Forensic Science Laboratory) ঠিক বাইরে ৷

সূত্রের খবর, এদিন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটিতে আফতাবকে নিয়ে যাওয়া হয় তাঁর পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) জন্য ৷ এই খবর চাউর হতেই হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, রীতিমতো অস্ত্র নিয়ে প্রিজন ভ্যানের উপর আক্রমণ করে হামলাকারীরা ৷ সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তাদের হাতে থাকা অস্ত্র ৷ ঘটনাটি ঘটে সন্ধে পৌনে সাতটা নাগাদ ৷

আরও পড়ুন: শ্রদ্ধার আংটি মনোবিদ বান্ধবীকে দিয়েছিলেন আফতাব !

পুলিশের দাবি, পারস্পরিক বনিবনা না-হওয়াতেই শ্রদ্ধাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন আফতাব ৷ তারপর তাঁর দেহ 35টি টুকরো করে দিল্লির নানা প্রান্তে ফেলে দেন তিনি ৷ এমনকী, দেহখণ্ডগুলি সংরক্ষণ করে রাখতে নতুন ফ্রিজ কিনেছিলেন আফতাব ৷ পুলিশের দাবি, ইতিমধ্যেই তাদের কাছে খুনের কথা স্বীকার করেছেন আফতাব ৷ যদিও এখনও শ্রদ্ধার দেহের সবক'টি খণ্ড খুঁজে পাওয়া যায়নি ৷ গত 12 নভেম্বর আফতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ পরবর্তীতে তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দেয় আদালত ৷ কিন্তু, লাগাতার জেরা চলায় আফতাবকে পলিগ্রাফ পরীক্ষার জন্য আনতে পারেনি পুলিশ ৷ শেষমেশ এদিন তাঁকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটিতে নিয়ে আসা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.