নয়াদিল্লি, 20 এপ্রিল : ফের একবার দেশে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ দৈনিক সংক্রমণ আড়াই লাখের উপর দিয়ে যাচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতে একের পর এক রাজ্য কড়া পদক্ষেপ করছে ৷ কোথাও নাইট কার্ফু, কোথাও লকডাউন ৷ এরই মধ্যে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাত 8 টা 45 মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
দেশে করোনার যে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তার ধাক্কা সবথেকে বেশি পড়েছে মহারাষ্ট্রের উপর ৷ পরিস্থিতি ক্রমেই ফের একবার নাগালের বাইরে চলে যাওয়ার জোগাড় ৷ গতকালই ভারতকে রেড লিস্টেড করেছে ব্রিটেন ৷ ভ্যাকসিনের জোগান ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এসেছে একের পর এক রাজ্য থেকে ৷ চিকিৎসার কাজে ব্যবহার্য অক্সিজেন নিয়ে হাহাকার পড়ে গিয়েছে হাসপাতালগুলিতে ৷
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2,59,170 জন ৷ এই নিয়ে টানা 6 দিন দেশে দৈনিক সংক্রমণ 2 লাখের উপরে থাকল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,53,21,089 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,761 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,80,530 ৷
দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20,31,977 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,31,08,582 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 12,71,29,113 জনের ৷