নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের (UNGA) মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে সরব হলেন ৷ তবে তিনি একবারও ভারতের পড়শি দেশের নাম করেননি ৷ কিন্তু তাঁর হুঁশিয়ারিতেই স্পষ্ট, তিনি কোন দেশের উদ্দেশ্যে এই কথাগুলি বললেন ৷
শনিবার রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘যে দেশ সন্ত্রাসবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে ৷ সন্ত্রাসবাদ তাদের জন্য ভয়ঙ্কর হবে ৷’’
আরও পড়ুন : Sneha Dubey : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে
পাশাপাশি আফগানিস্তান (Afghanistan) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ বলেছেন, ‘‘আফগানিস্তানকে সন্ত্রাসবাদে ব্যবহার যাতে না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে ৷ কোনও দেশ যাতে আফগানিস্তানের এই পরিস্থিতির সুযোগ না নেয়, সেই দিকেও নজর রাখতে হবে ৷’’
একই সঙ্গে তালিবানের (Taliban) দখলে যাওয়া আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘এখন আফগানিস্তানের মহিলা, শিশু, সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন ৷ সেটা আমাদের নিশ্চিত করতে হবে ৷’’
আরও পড়ুন : India-US : ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে সীমান্তপারের সন্ত্রাসের সমালোচনা
প্রসঙ্গত, সম্প্রতি আফগানিস্তান তালিবানের দখলে চলে গিয়েছে ৷ সেই কাজে তালিবানকে পাকিস্তান (Pakistan) মদত দিয়েছে বলে অভিযোগ উঠছে ৷ এমনকী, তালিবানের দখলে না যাওয়া পঞ্জশির দখলেও তালিব-বাহিনীকে পাকিস্তান সাহায্য করছে বলেও অভিযোগ ৷
কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের মদতে আফগানিস্তানে আবার জঙ্গি প্রশিক্ষণের রমরমা শুরু হতে পারে ৷ তাতে ভারতের বিপদ বেশি ৷ কারণ, পাকিস্তান সারা বছরই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীদের মদত দেয় ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য ৷
আরও পড়ুন : US UNGA : পাক-অধিকৃত কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান, রাষ্ট্রসংঘে দাবি ভারতের
সেই সব বিষয়গুলি মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ৷