ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: সকলের সুখ-সমৃদ্ধি প্রার্থনা করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর - Ganesh Festival of Mumbai

গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী (Narendra Modi) ৷

President Droupadi Murmu and PM Narendra Modi Extend Wishes on Ganesh Chaturthi
President Droupadi Murmu and PM Narendra Modi Extend Wishes on Ganesh Chaturthi
author img

By

Published : Aug 31, 2022, 12:28 PM IST

Updated : Aug 31, 2022, 3:53 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: দেশবাসীকে গণেশ চতু্র্থীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ সকল নাগরিকের জন্য সিদ্ধিদাতা গণেশর কাছে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন তিনি ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তাঁর গণেশ পুজো করার একটি ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন সকালে রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটারে রাইসিনা হিলসের তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে দেশবাসীকে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘‘গণেশ চতুর্থী উপলক্ষে সকল দেশবাসীকে শুভকামনা ৷ বিঘ্নহর্তা ও মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ৷ আমার প্রার্থনা যে, শ্রী গণেশের আবির্ভাবে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বিকাশ হোক ৷

  • गणेश चतुर्थी पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।
    विघ्नहर्ता और मंगलमूर्ति भगवान गणेश ज्ञान, सिद्धि और सौभाग्य के प्रतीक हैं। मेरी कामना है कि श्री गणेश के आशीर्वाद से सभी के जीवन में सुख,शांति और समृद्धि का संचार हो।

    — President of India (@rashtrapatibhvn) August 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে গণেশ উৎসবের (Ganesh Festival) শুভকামনা জানিয়েছেন ৷ যেখানে গণেশ মন্ত্র লিখে, সকলে গণেশ চতুর্থীর অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ লেখেন, ‘‘গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ৷ গণপতি বাপ্পা মোরেয়া ! প্রার্থনা করি ভগবান গণেশ যেন আমাদের সকলের উপর তাঁর কৃপা দৃষ্টি বজায় রাখেন ৷’’

  • यतो बुद्धिरज्ञाननाशो मुमुक्षोः, यतः सम्पदो भक्तसन्तोषिकाः स्युः।

    यतो विघ्ननाशो यतः कार्यसिद्धिः, सदा तं गणेशं नमामो भजामः।।

    गणेश चतुर्थी की ढेरों शुभकामनाएं। गणपति बाप्पा मोरया!

    Best wishes on Ganesh Chaturthi. May the blessings of Bhagwan Shri Ganesh always remain upon us. pic.twitter.com/crUwqL6VdH

    — Narendra Modi (@narendramodi) August 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সুখ, সমৃদ্ধি আর সামঞ্জস্যের কামনাতেই পালিত হয় গণেশ চতুর্থী

আজ গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশে উৎসবের ছোঁয়া ৷ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ, ভারতের প্রায় সব রাজ্যেই গণেশ চতুর্থীর পালিত হচ্ছে ৷ সংসারে সুখ, সমৃদ্ধি ও জ্ঞানের বিকাশের জন্য সিদ্ধিদাতার আরাধনা করা হয় ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয় ৷ মুম্বই তথা মহারাষ্ট্রের গণেশ উৎসব বিশ্ব বিখ্যাত (Ganesh Festival of Mumbai) ৷ সেখানে প্রায় এক সপ্তাহ ধরে গণেশ উৎসব পালিত হয় ৷

নয়াদিল্লি, 31 অগস্ট: দেশবাসীকে গণেশ চতু্র্থীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ সকল নাগরিকের জন্য সিদ্ধিদাতা গণেশর কাছে শান্তি ও সমৃদ্ধির কামনা করেন তিনি ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে ৷ তাঁর গণেশ পুজো করার একটি ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন সকালে রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটারে রাইসিনা হিলসের তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে দেশবাসীকে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘‘গণেশ চতুর্থী উপলক্ষে সকল দেশবাসীকে শুভকামনা ৷ বিঘ্নহর্তা ও মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ৷ আমার প্রার্থনা যে, শ্রী গণেশের আবির্ভাবে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বিকাশ হোক ৷

  • गणेश चतुर्थी पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।
    विघ्नहर्ता और मंगलमूर्ति भगवान गणेश ज्ञान, सिद्धि और सौभाग्य के प्रतीक हैं। मेरी कामना है कि श्री गणेश के आशीर्वाद से सभी के जीवन में सुख,शांति और समृद्धि का संचार हो।

    — President of India (@rashtrapatibhvn) August 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে গণেশ উৎসবের (Ganesh Festival) শুভকামনা জানিয়েছেন ৷ যেখানে গণেশ মন্ত্র লিখে, সকলে গণেশ চতুর্থীর অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ লেখেন, ‘‘গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ৷ গণপতি বাপ্পা মোরেয়া ! প্রার্থনা করি ভগবান গণেশ যেন আমাদের সকলের উপর তাঁর কৃপা দৃষ্টি বজায় রাখেন ৷’’

  • यतो बुद्धिरज्ञाननाशो मुमुक्षोः, यतः सम्पदो भक्तसन्तोषिकाः स्युः।

    यतो विघ्ननाशो यतः कार्यसिद्धिः, सदा तं गणेशं नमामो भजामः।।

    गणेश चतुर्थी की ढेरों शुभकामनाएं। गणपति बाप्पा मोरया!

    Best wishes on Ganesh Chaturthi. May the blessings of Bhagwan Shri Ganesh always remain upon us. pic.twitter.com/crUwqL6VdH

    — Narendra Modi (@narendramodi) August 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সুখ, সমৃদ্ধি আর সামঞ্জস্যের কামনাতেই পালিত হয় গণেশ চতুর্থী

আজ গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশে উৎসবের ছোঁয়া ৷ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ, ভারতের প্রায় সব রাজ্যেই গণেশ চতুর্থীর পালিত হচ্ছে ৷ সংসারে সুখ, সমৃদ্ধি ও জ্ঞানের বিকাশের জন্য সিদ্ধিদাতার আরাধনা করা হয় ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয় ৷ মুম্বই তথা মহারাষ্ট্রের গণেশ উৎসব বিশ্ব বিখ্যাত (Ganesh Festival of Mumbai) ৷ সেখানে প্রায় এক সপ্তাহ ধরে গণেশ উৎসব পালিত হয় ৷

Last Updated : Aug 31, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.