ETV Bharat / bharat

PK Hits Back at Nitish: 4 ছবি পোস্ট করেই ডিলিট, বিজেপি-সঙ্গ নিয়ে নীতীশকে পালটা পিকের - প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর (PK Hits Back at Nitish) বিজেপিকে সাহায্য করছেন বলে তোপ দেগেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)৷ তার জবাব দিয়ে এ বার চারটি ছবি পোস্ট করলেন পিকে ৷ যদিও কিছুক্ষণ পরই সেই ছবিগুলি টুইটার থেকে মুছে দেন তিনি (Prashant Kishor)৷

prashant-kishor-hits-back-at-nitish-kumar-with-4-photo-tweet-then-deletes-it
4 ছবি পোস্ট করেই ডিলিট, বিজেপি-সঙ্গ নিয়ে নীতীশকে পালটা পিকের
author img

By

Published : Sep 8, 2022, 2:52 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: বিজেপিকে সাহায্য করছেন প্রশান্ত কিশোর (PK Hits Back at Nitish)৷ নীতীশ কুমারের এই কটাক্ষের জবাব দিলেন ভোটকুশলী ৷ জেডিইউ যখন বিজেপির শরিক ছিল, সেই সময়কার চারটি ছবি টুইটারে পোস্ট করেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ যার প্রত্যেকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড় হাত করে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীকে ৷ তবে সেই ছবির সঙ্গে কোনও টেক্সট লেখেননি তিনি ৷ এই পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য সেটি ডিলিট করে দেন পিকে (Prashant Kishor Tweet)৷

ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন যে, বিহারে জোট শরিক বদলে নীতীশ কুমার (Nitish Kumar) সরকারের পালাবদলের প্রভাব আঞ্চলিক ক্ষেত্রেই পড়বে ৷ জাতীয় ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না ৷ পিকে বলেছিলেন, "আমি লিখে দিতে পারি যে, 2025 সালে বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে আবার অন্য কোনও সমঝোতা হবে ৷ আমরা কেউ জানি না যে, কে কার পাশে থাকবে ৷ তবে বর্তমান ছবিটা বদলে যাবে ৷"

prashant-kishor-hits-back-at-nitish-kumar-with-4-photo-tweet-then-deletes-it
এই টুইট করেই পরে ডিলিট করেন পিকে

পিকে আরও বলেছিলেন যে, "এক মাস আগে নীতীশ কুমার পক্ষে ছিলেন, এখন তিনি বিপক্ষ ৷ এটা কতটা নির্ভরযোগ্য, মানুষ তা বিচার করবে ৷ তবে বিহারের এই নয়া পরিস্থিতি জাতীয় ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে বলে আমি মনে করি না ৷" 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার উদ্যোগ নিয়েছেন নীতীশ কুমার ৷ বিরোধী দলগুলিকে একজোট করতে দিল্লিতে একের পর এক নেতার সঙ্গে দেখা করছেন তিনি ৷ তবে জাতীয় ক্ষেত্রের রাজনীতিতে নীতীশের গুরুত্বকে খাটো করতেই পিকে এই মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে দেখা করবেন ইয়েচুরি-রাজার সঙ্গে

সেই মন্তব্যেরই পাল্টা দিয়ে বুধবার পিকে-কে একহাত নেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, তাঁর দলের প্রাক্তন সহকর্মী হয়তো বিজেপিকে সহযোগিতা করছে ৷ প্রশান্তকে পাবলিসিটি এক্সপার্ট বলেও বিদ্রুপ করেন নীতীশ ৷ তাঁর কথায়, "তিনি (পিকে) যা বলছেন, তার কোনও অর্থ নেই...হয়তো তিনি বিজেপির সঙ্গে থাকতে চান ৷ হয়তো তিনি তাদের সাহায্য করতে চান ৷" নীতীশের এই মন্তব্যের পরই একসময়ে তাঁর মোদি-ঘনিষ্ঠতার ছবি তুলে ধরে পিকে পাল্টা জবাব দিতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: বিজেপিকে সাহায্য করছেন প্রশান্ত কিশোর (PK Hits Back at Nitish)৷ নীতীশ কুমারের এই কটাক্ষের জবাব দিলেন ভোটকুশলী ৷ জেডিইউ যখন বিজেপির শরিক ছিল, সেই সময়কার চারটি ছবি টুইটারে পোস্ট করেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ যার প্রত্যেকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড় হাত করে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীকে ৷ তবে সেই ছবির সঙ্গে কোনও টেক্সট লেখেননি তিনি ৷ এই পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য সেটি ডিলিট করে দেন পিকে (Prashant Kishor Tweet)৷

ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন যে, বিহারে জোট শরিক বদলে নীতীশ কুমার (Nitish Kumar) সরকারের পালাবদলের প্রভাব আঞ্চলিক ক্ষেত্রেই পড়বে ৷ জাতীয় ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না ৷ পিকে বলেছিলেন, "আমি লিখে দিতে পারি যে, 2025 সালে বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে আবার অন্য কোনও সমঝোতা হবে ৷ আমরা কেউ জানি না যে, কে কার পাশে থাকবে ৷ তবে বর্তমান ছবিটা বদলে যাবে ৷"

prashant-kishor-hits-back-at-nitish-kumar-with-4-photo-tweet-then-deletes-it
এই টুইট করেই পরে ডিলিট করেন পিকে

পিকে আরও বলেছিলেন যে, "এক মাস আগে নীতীশ কুমার পক্ষে ছিলেন, এখন তিনি বিপক্ষ ৷ এটা কতটা নির্ভরযোগ্য, মানুষ তা বিচার করবে ৷ তবে বিহারের এই নয়া পরিস্থিতি জাতীয় ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে বলে আমি মনে করি না ৷" 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার উদ্যোগ নিয়েছেন নীতীশ কুমার ৷ বিরোধী দলগুলিকে একজোট করতে দিল্লিতে একের পর এক নেতার সঙ্গে দেখা করছেন তিনি ৷ তবে জাতীয় ক্ষেত্রের রাজনীতিতে নীতীশের গুরুত্বকে খাটো করতেই পিকে এই মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে দেখা করবেন ইয়েচুরি-রাজার সঙ্গে

সেই মন্তব্যেরই পাল্টা দিয়ে বুধবার পিকে-কে একহাত নেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, তাঁর দলের প্রাক্তন সহকর্মী হয়তো বিজেপিকে সহযোগিতা করছে ৷ প্রশান্তকে পাবলিসিটি এক্সপার্ট বলেও বিদ্রুপ করেন নীতীশ ৷ তাঁর কথায়, "তিনি (পিকে) যা বলছেন, তার কোনও অর্থ নেই...হয়তো তিনি বিজেপির সঙ্গে থাকতে চান ৷ হয়তো তিনি তাদের সাহায্য করতে চান ৷" নীতীশের এই মন্তব্যের পরই একসময়ে তাঁর মোদি-ঘনিষ্ঠতার ছবি তুলে ধরে পিকে পাল্টা জবাব দিতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.