নয়াদিল্লি, 3 মে : করোনার সংক্রমণ সামলানো নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ‘নীতি পঙ্গুত্বে’ ভুগছে ৷ সোমবার টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, ‘‘একটি নীতি পঙ্গু ভারত সরকার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারছে না ৷ মোকাবিলা করুন ৷ এটাকে মিথ্যে তৈরি করবেন না ৷’’ ওই টুইটে তিনি একটি ছবি শেয়ার করেছেন ৷ সেটি আসলে একটি খবরের ৷
করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধি ৷ চলতি বছরে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সেই আক্রমণের মাত্রা আরও বেড়েছে ৷ গত 28 এপ্রিলও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছিলেন রাহুল ৷ তিনি সেদিন অভিযোগ করেন, করোনার টিকা তৈরি করার জন্য কেন্দ্র সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অনেক টাকা দিয়েছে ৷ আবার টিকার দামও অনেক নির্ধারণ করেছে ৷
আরও পড়ুন : তাজা বাতাস দেবে ত্রিপুরার অক্সিজেন পার্ক
অন্য কোনও দেশে টিকার দাম এত বেশি নয় সেদিনের টুইটে তিনি দাবি করেছিলেন ৷ টিকার বদলে মোদি সরকার ভারতবাসীর টাকা লুঠ করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি ৷ এর পর তিনি দেশবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবিও করেছিলেন ৷ এর জন্য একেবারে অভিধান থেকে ফ্রি শব্দের অর্থ তুলে ধরেছিলেন ৷