ETV Bharat / bharat

J-K Police Officer Shot Dead : পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত পুলিশ আধিকারিক

author img

By

Published : Jun 18, 2022, 7:39 AM IST

Updated : Jun 18, 2022, 9:35 AM IST

উপত্যকা এখন হত্যাপুরী ৷ পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তাঁকে আক্রমণ করল জঙ্গিরা (J-K Police Officer Shot Dead) ৷

Police Officer murdered in Pulwama
জম্মু ও কাশ্মীরে পুলিশ খুন

শ্রীনগর, 18 জুন : বাড়ি ঢুকে পুলিশ আধিকারিককে খুন করল জঙ্গিরা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়, জানিয়েছে পুলিশ (Police officer shot dead in Pulwama of Jammu and Kashmir) ৷

নিহত সাব-ইন্সপেক্টরের নাম ফারুক আহমদ মীর ৷ পামপোরের সামবুরায় শনিবার রাতে তাঁর বাড়িতে ঢোকে জঙ্গিরা এবং তাঁকে গুলি করে ৷ তিনি মারা যান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীরকে সিটিসি লেথপোরায় আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে (IRP 23rd Battalion at CTC Lethpora) পোস্টিং দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : মে মাসেই জঙ্গি হামলায় হত 7, শ্রীনগর ছাড়ছেন কাশ্মীরি পণ্ডিতরা

Dead body of Farooq Ah Mir of Samboora Si(M) posted in IRP 23 BN was found in paddy fields near his home. Preliminary #investigation reveals that he had left his home for work in his paddy fields yesterday in the evening, where he was shot dead by #terrorists using a pistol.

— Kashmir Zone Police (@KashmirPolice) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, "সাব ইন্সপেক্টর ফারুক আহমদ মীর আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ তাঁর বাড়ির কাছে ধানক্ষেত থেকে ফারুকের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গতকাল বিকেলে তিনি ক্ষেতে কাজ করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ সেখানে জঙ্গিরা তাঁকে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করে ৷" ক্ষেতের মধ্যে থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ মিলেছে ৷

শ্রীনগর, 18 জুন : বাড়ি ঢুকে পুলিশ আধিকারিককে খুন করল জঙ্গিরা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়, জানিয়েছে পুলিশ (Police officer shot dead in Pulwama of Jammu and Kashmir) ৷

নিহত সাব-ইন্সপেক্টরের নাম ফারুক আহমদ মীর ৷ পামপোরের সামবুরায় শনিবার রাতে তাঁর বাড়িতে ঢোকে জঙ্গিরা এবং তাঁকে গুলি করে ৷ তিনি মারা যান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীরকে সিটিসি লেথপোরায় আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে (IRP 23rd Battalion at CTC Lethpora) পোস্টিং দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন : মে মাসেই জঙ্গি হামলায় হত 7, শ্রীনগর ছাড়ছেন কাশ্মীরি পণ্ডিতরা

জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, "সাব ইন্সপেক্টর ফারুক আহমদ মীর আইআরপি 23 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ তাঁর বাড়ির কাছে ধানক্ষেত থেকে ফারুকের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গতকাল বিকেলে তিনি ক্ষেতে কাজ করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ সেখানে জঙ্গিরা তাঁকে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করে ৷" ক্ষেতের মধ্যে থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ মিলেছে ৷

Last Updated : Jun 18, 2022, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.