ETV Bharat / bharat

Three Life Imprisonment: মেয়েকে ধর্ষণ বাবার, দোষীকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দিল পকসো আদালত - মেয়েকে ধর্ষণ বাবার

POCSO Court Sensational Verdict: মেয়েকে ধর্ষণ করায় দোষী সাব্যস্ত বাবা ৷ তাকে বিভিন্ন ধারায় তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দিল পকসো আদালত ৷ ঘটনাটি তেলেঙ্গানার ৷

POCSO court
পকসো আদালত
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 5:44 PM IST

Updated : Sep 16, 2023, 10:58 PM IST

রাজেন্দ্রনগর(তেলেঙ্গানা), 16 সেপ্টেম্বর: রক্ষকই ভক্ষক ৷ মেয়েকে ধর্ষণ করায় শাস্তি হিসাবে বিভিন্ন ধারায় বাবাকে একসঙ্গে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দিল পকসো আদালত ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজেন্দ্রনগরে ৷ এই রায় দিয়েছেন রাজেন্দ্রনগর আপারপ্যালির পকসো আদালতের বিশেষ বিচারক ওয়াই জয়প্রসাদ ৷ মেয়েকে রক্ষার বদলে ধর্ষণ করায় দোষী যুবককে শুক্রবার তিনি এই অভূতপূর্ব সাজা দিলেন ৷

ধারা 376 (2) (এফ)-এর অধীনে অপরাধের জন্য দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে তাকে ৷ 376 (3) ধারার অধীনে অপরাধের জন্য দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে ।

ধারা 5 (1) r/w 6 পকসো আইনের অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে ওই ব্যক্তি ৷ এর জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে ৷ ভারতীয় দণ্ডবিধির 324 ধারার অধীনে অপরাধের জন্য দোষী ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে তিন মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে তাকে । তবে দোষী চাইলে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ৷ সেই অধিকার সম্পর্কে তাকে জানানো হয়েছে ৷

বিশেষ পাবলিক প্রসিকিউটর ভেঙ্কটেশ্বর রেড্ডি এই মামলার রায়ের বিবরণ দিয়েছেন । তিনি জানান, দোষী রাজেন্দ্রনগর থানার বাসিন্দা ৷ বয়স 35 বছর ৷ সে শ্মশানে একজন কর্মী হিসাবে কাজ করে । তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে । স্ত্রীর মৃত্যুর পর তার ছেলে ও বড় মেয়েকে (13) সে সরকারি হোস্টেলে রেখে পড়াশোনা করায় ৷ পাশাপাশি তার ছোট মেয়ে স্থানীয় স্কুলেই পড়ত । 2021 সালে কোভিডের কারণে হোস্টেল বন্ধ থাকায় বড় মেয়ে বাড়িতে এসেছিল । সেসময় এক রাতে তার বাবা তাকে ধর্ষণ করে । এরপর প্রতিদিনই তাকে ধর্ষণ করতে থাকে দোষী ৷ এমনকী মেয়েকে হুমকি দেয়, কাউকে বললে তাকে মেরে ফেলবে সে ৷

লাগাতার ধর্ষণের পর একদিন নির্যাতিতা যন্ত্রণা সইতে না পেরে বোনকে তার উপর হওয়া অত্যাচারের কথা জানায় । পরের দিন দু'জনেই বিষয়টি গিয়ে জানায় বাড়ির পাশে থাকা এক মহিলাকে । এরপর ওই মহিলা মেয়ে দুটিকে তার ঘরে আটকে রাখেন । তবে তাদের বাবা এতে ক্ষিপ্ত হয়ে মেয়ে দুটিকে সেখান থেকে নিয়ে গিয়ে তাদের উপর নির্বিচারে বৈদ্যুতিক তার দিয়ে মারধর করে । এরপরেই বিষয়টি সবার জানাজানি হয়ে যায় ৷ মেয়েদের থানায় পাঠিয়ে অভিযোগ দায়ের করানো হয় ৷

আরও পড়ুন: গণধর্ষণ করে মহিলা-সহ দুই সন্তানকে খুন, 3 জনের মৃত্যুদণ্ডের সাজা

পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে ৷ 21 সেপ্টেম্বর 2021 সালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় । পরে তাকে পকসো আদালতে পেশ করে পুলিশ ৷ তখন ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় এবং বিচারক তাকে একই সঙ্গে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেয় । নির্যাতিত বড় মেয়ের জন্য 10 লক্ষ এবং তার বোনের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে ৷

রাজেন্দ্রনগর(তেলেঙ্গানা), 16 সেপ্টেম্বর: রক্ষকই ভক্ষক ৷ মেয়েকে ধর্ষণ করায় শাস্তি হিসাবে বিভিন্ন ধারায় বাবাকে একসঙ্গে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দিল পকসো আদালত ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজেন্দ্রনগরে ৷ এই রায় দিয়েছেন রাজেন্দ্রনগর আপারপ্যালির পকসো আদালতের বিশেষ বিচারক ওয়াই জয়প্রসাদ ৷ মেয়েকে রক্ষার বদলে ধর্ষণ করায় দোষী যুবককে শুক্রবার তিনি এই অভূতপূর্ব সাজা দিলেন ৷

ধারা 376 (2) (এফ)-এর অধীনে অপরাধের জন্য দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে তাকে ৷ 376 (3) ধারার অধীনে অপরাধের জন্য দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে ।

ধারা 5 (1) r/w 6 পকসো আইনের অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে ওই ব্যক্তি ৷ এর জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে ৷ ভারতীয় দণ্ডবিধির 324 ধারার অধীনে অপরাধের জন্য দোষী ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে তিন মাসের জন্য সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে তাকে । তবে দোষী চাইলে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ৷ সেই অধিকার সম্পর্কে তাকে জানানো হয়েছে ৷

বিশেষ পাবলিক প্রসিকিউটর ভেঙ্কটেশ্বর রেড্ডি এই মামলার রায়ের বিবরণ দিয়েছেন । তিনি জানান, দোষী রাজেন্দ্রনগর থানার বাসিন্দা ৷ বয়স 35 বছর ৷ সে শ্মশানে একজন কর্মী হিসাবে কাজ করে । তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে । স্ত্রীর মৃত্যুর পর তার ছেলে ও বড় মেয়েকে (13) সে সরকারি হোস্টেলে রেখে পড়াশোনা করায় ৷ পাশাপাশি তার ছোট মেয়ে স্থানীয় স্কুলেই পড়ত । 2021 সালে কোভিডের কারণে হোস্টেল বন্ধ থাকায় বড় মেয়ে বাড়িতে এসেছিল । সেসময় এক রাতে তার বাবা তাকে ধর্ষণ করে । এরপর প্রতিদিনই তাকে ধর্ষণ করতে থাকে দোষী ৷ এমনকী মেয়েকে হুমকি দেয়, কাউকে বললে তাকে মেরে ফেলবে সে ৷

লাগাতার ধর্ষণের পর একদিন নির্যাতিতা যন্ত্রণা সইতে না পেরে বোনকে তার উপর হওয়া অত্যাচারের কথা জানায় । পরের দিন দু'জনেই বিষয়টি গিয়ে জানায় বাড়ির পাশে থাকা এক মহিলাকে । এরপর ওই মহিলা মেয়ে দুটিকে তার ঘরে আটকে রাখেন । তবে তাদের বাবা এতে ক্ষিপ্ত হয়ে মেয়ে দুটিকে সেখান থেকে নিয়ে গিয়ে তাদের উপর নির্বিচারে বৈদ্যুতিক তার দিয়ে মারধর করে । এরপরেই বিষয়টি সবার জানাজানি হয়ে যায় ৷ মেয়েদের থানায় পাঠিয়ে অভিযোগ দায়ের করানো হয় ৷

আরও পড়ুন: গণধর্ষণ করে মহিলা-সহ দুই সন্তানকে খুন, 3 জনের মৃত্যুদণ্ডের সাজা

পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে ৷ 21 সেপ্টেম্বর 2021 সালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় । পরে তাকে পকসো আদালতে পেশ করে পুলিশ ৷ তখন ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় এবং বিচারক তাকে একই সঙ্গে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেয় । নির্যাতিত বড় মেয়ের জন্য 10 লক্ষ এবং তার বোনের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে ৷

Last Updated : Sep 16, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.