দিল্লি, 27 জানুয়ারি : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্সে আগামীকাল ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাভোসে আয়োজিত এই ফোরামে বিশ্বের 400-র বেশি প্রথম সারির শিল্পপতি অংশ নেবেন ৷
আরও পড়ুন :সুসম্পর্ক বজায় রাখতে একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে : প্রধানমন্ত্রী
এই কনফারেন্সে প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ভাষণ দেবেন ৷ যার বিষয়বস্তু, ‘‘মানবতার ভালোর জন্য় প্রযুক্তির ব্য়বহার ’’৷ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷
এই ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী একাধিক কম্পানির সিইও-দের সঙ্গে আলোচনা করবেন ৷ এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোরোনা পরবর্তী পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্স আয়োজন করা সবচেয়ে প্রশংসার বিষয় ৷