সিমলা, 31 মে : রোড শো-এর উদ্দেশে সিমলার মল রোড ধরে মঙ্গলবার সকালে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ গাড়ির ভিতরে বসে হাত নেড়ে রাস্তার ধারে উৎসাহী অনুরাগীদের ভিড় চাক্ষুষ করছিলেন প্রধানমন্ত্রী ৷ গন্তব্য রিজ ময়দানে পৌঁছনোর আগেই মল রোডে হঠাতই থামল প্রধানমন্ত্রীর গাড়ি ৷ গাড়ি থেকে নরেন্দ্র মোদি বের হতেই এক আসাধারণ মুহূর্তের সাক্ষী রইল শৈলশহর ৷ ভিড় ঠেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তাঁর মা হীরাবেন মোদির স্কেচ তুলে দিল এক কিশোরী (PM Stops Car To Accept Portrait Of His Mother In Shimla) ৷
নিজে হাতে হীরাবেন মোদির স্কেচটি যে কিশোরী এঁকেছে, তাঁর নাম অনু ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় সিমলা নিবাসী ওই কিশোরী জানায়, মাত্র একদিনেই স্কেচটি সম্পূর্ণ করেছে সে ৷ প্রবল ভিড়ে অনুর সেই কীর্তি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর ৷ নিজে হাতে বিশেষ উপহার সংগ্রহ করতে গাড়ি থেকে নেমে সটান অনুরাগীর কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ উপহার তুলে দিয়ে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন ওই শিল্পী ৷
প্রধানমন্ত্রীরও একটি পেন্সিল স্কেচ সে বানিয়েছে বলে নরেন্দ্র মোদিকে জানায় কিশোরী ৷ গোটা বিষয়টিই প্রধানমন্ত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল এদিন ৷ স্বভাবতই বিশেষ উপহার পেয়ে যারপরনাই খুশি নরেন্দ্র মোদি ৷ রিজ ময়দানে এদিন গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন ৷
আরও পড়ুন : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির
পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় একাদশ কিস্তি হিসাবে 10 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 21হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, হিমাচল প্রদেশের মন্ত্রী সুরেশ ভরদ্বাজ, রাজ্য বিজেপি প্রধান এবং সিমলার সাংসদ সুরেশ কাশ্যপও এদিন রিজ ময়দানের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন ৷