ETV Bharat / bharat

Narendra Modi in Shimla : সিমলায় মোদিকে 'উপহার' কিশোরীর, কনভয় থামিয়ে গ্রহণ করলেন আপ্লুত প্রধানমন্ত্রী - PM Stops Car To Accept Portrait Of His Mother In Shimla

মঙ্গলবার সিমলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তাঁর মা হীরাবেন মোদির স্কেচ তুলে দিল এক কিশোরী (PM Stops Car To Accept Portrait Of His Mother In Shimla) ৷ নিজে হাতে হীরাবেন মোদির স্কেচটি যে কিশোরী এঁকেছে, তাঁর নাম অনু ৷

Narendra Modi in Shimla
সিমলায় মোদিকে বিশেষ উপহার কিশোরীর
author img

By

Published : May 31, 2022, 7:03 PM IST

সিমলা, 31 মে : রোড শো-এর উদ্দেশে সিমলার মল রোড ধরে মঙ্গলবার সকালে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ গাড়ির ভিতরে বসে হাত নেড়ে রাস্তার ধারে উৎসাহী অনুরাগীদের ভিড় চাক্ষুষ করছিলেন প্রধানমন্ত্রী ৷ গন্তব্য রিজ ময়দানে পৌঁছনোর আগেই মল রোডে হঠাতই থামল প্রধানমন্ত্রীর গাড়ি ৷ গাড়ি থেকে নরেন্দ্র মোদি বের হতেই এক আসাধারণ মুহূর্তের সাক্ষী রইল শৈলশহর ৷ ভিড় ঠেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তাঁর মা হীরাবেন মোদির স্কেচ তুলে দিল এক কিশোরী (PM Stops Car To Accept Portrait Of His Mother In Shimla) ৷

নিজে হাতে হীরাবেন মোদির স্কেচটি যে কিশোরী এঁকেছে, তাঁর নাম অনু ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় সিমলা নিবাসী ওই কিশোরী জানায়, মাত্র একদিনেই স্কেচটি সম্পূর্ণ করেছে সে ৷ প্রবল ভিড়ে অনুর সেই কীর্তি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর ৷ নিজে হাতে বিশেষ উপহার সংগ্রহ করতে গাড়ি থেকে নেমে সটান অনুরাগীর কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ উপহার তুলে দিয়ে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন ওই শিল্পী ৷

প্রধানমন্ত্রীরও একটি পেন্সিল স্কেচ সে বানিয়েছে বলে নরেন্দ্র মোদিকে জানায় কিশোরী ৷ গোটা বিষয়টিই প্রধানমন্ত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল এদিন ৷ স্বভাবতই বিশেষ উপহার পেয়ে যারপরনাই খুশি নরেন্দ্র মোদি ৷ রিজ ময়দানে এদিন গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন ৷

সিমলায় মোদিকে বিশেষ উপহার কিশোরীর

আরও পড়ুন : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির

পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় একাদশ কিস্তি হিসাবে 10 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 21হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, হিমাচল প্রদেশের মন্ত্রী সুরেশ ভরদ্বাজ, রাজ্য বিজেপি প্রধান এবং সিমলার সাংসদ সুরেশ কাশ্যপও এদিন রিজ ময়দানের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন ৷

সিমলা, 31 মে : রোড শো-এর উদ্দেশে সিমলার মল রোড ধরে মঙ্গলবার সকালে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ গাড়ির ভিতরে বসে হাত নেড়ে রাস্তার ধারে উৎসাহী অনুরাগীদের ভিড় চাক্ষুষ করছিলেন প্রধানমন্ত্রী ৷ গন্তব্য রিজ ময়দানে পৌঁছনোর আগেই মল রোডে হঠাতই থামল প্রধানমন্ত্রীর গাড়ি ৷ গাড়ি থেকে নরেন্দ্র মোদি বের হতেই এক আসাধারণ মুহূর্তের সাক্ষী রইল শৈলশহর ৷ ভিড় ঠেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তাঁর মা হীরাবেন মোদির স্কেচ তুলে দিল এক কিশোরী (PM Stops Car To Accept Portrait Of His Mother In Shimla) ৷

নিজে হাতে হীরাবেন মোদির স্কেচটি যে কিশোরী এঁকেছে, তাঁর নাম অনু ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় সিমলা নিবাসী ওই কিশোরী জানায়, মাত্র একদিনেই স্কেচটি সম্পূর্ণ করেছে সে ৷ প্রবল ভিড়ে অনুর সেই কীর্তি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর ৷ নিজে হাতে বিশেষ উপহার সংগ্রহ করতে গাড়ি থেকে নেমে সটান অনুরাগীর কাছে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ উপহার তুলে দিয়ে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন ওই শিল্পী ৷

প্রধানমন্ত্রীরও একটি পেন্সিল স্কেচ সে বানিয়েছে বলে নরেন্দ্র মোদিকে জানায় কিশোরী ৷ গোটা বিষয়টিই প্রধানমন্ত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল এদিন ৷ স্বভাবতই বিশেষ উপহার পেয়ে যারপরনাই খুশি নরেন্দ্র মোদি ৷ রিজ ময়দানে এদিন গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন ৷

সিমলায় মোদিকে বিশেষ উপহার কিশোরীর

আরও পড়ুন : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির

পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় একাদশ কিস্তি হিসাবে 10 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 21হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, হিমাচল প্রদেশের মন্ত্রী সুরেশ ভরদ্বাজ, রাজ্য বিজেপি প্রধান এবং সিমলার সাংসদ সুরেশ কাশ্যপও এদিন রিজ ময়দানের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.