ETV Bharat / bharat

Modi Wishes Sonia: সোনিয়া গান্ধির জন্মদিনে টুইটারে শুভেচ্ছা বার্তা মোদির - সোনিয়া গান্ধি

আজ সোনিয়া গান্ধির 76 তম জন্মদিন ৷ গতকালই গুজরাতে গেরুয়া ঝড়ে ফিকে হয়ে গিয়েছে কংগ্রেস ৷ রাজনৈতিক দূরত্বকে দূরে রেখে শুভেচ্ছাবার্তা দিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi wishes Sonia Gandhi) ৷

Sonia Gandhi
ETV Bharat
author img

By

Published : Dec 9, 2022, 9:31 AM IST

Updated : Dec 9, 2022, 11:24 AM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: আজ সোনিয়া গান্ধির জন্মদিন ৷ 1946 সালের 9 ডিসেম্বর তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন ৷ 76 বছরে পা রাখছেন কংগ্রেস নেত্রী ৷ দলীয় রং, মতানৈক্য ভুলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি ৷"

  • Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. Praying for her long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, "সিপিপি চেয়ারপার্সন, শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে (Congress Parliamentary Party) জন্মদিনে উষ্ণ অর্ভ্যথনা ৷ তাঁর অদম্য উৎসাহ এবং সম্ভ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে ৷ আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি ৷"

  • Extending my warm birthday greetings to CPP Chairperson, Smt. Sonia Gandhi ji.

    Her grace, dedication indomitable spirit and dignity in the wake of adversity has inspired millions.

    I wish her a long and healthy life.

    — Mallikarjun Kharge (@kharge) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জয়ের শুভেচ্ছা জানাতে মল্লিকার্জুনের বাড়িতে সোনিয়া, প্রিয়াঙ্কা

কংগ্রেসও টুইট করে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস নেত্রীকে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ, পবন খেরা, রণদীপ সিং সুরজেওয়ালা, কেসি বেণুগোপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ এমনকী সোনিয়া গান্ধিকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিও ৷

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: আজ সোনিয়া গান্ধির জন্মদিন ৷ 1946 সালের 9 ডিসেম্বর তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন ৷ 76 বছরে পা রাখছেন কংগ্রেস নেত্রী ৷ দলীয় রং, মতানৈক্য ভুলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি ৷"

  • Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. Praying for her long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, "সিপিপি চেয়ারপার্সন, শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে (Congress Parliamentary Party) জন্মদিনে উষ্ণ অর্ভ্যথনা ৷ তাঁর অদম্য উৎসাহ এবং সম্ভ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে ৷ আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি ৷"

  • Extending my warm birthday greetings to CPP Chairperson, Smt. Sonia Gandhi ji.

    Her grace, dedication indomitable spirit and dignity in the wake of adversity has inspired millions.

    I wish her a long and healthy life.

    — Mallikarjun Kharge (@kharge) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জয়ের শুভেচ্ছা জানাতে মল্লিকার্জুনের বাড়িতে সোনিয়া, প্রিয়াঙ্কা

কংগ্রেসও টুইট করে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস নেত্রীকে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ, পবন খেরা, রণদীপ সিং সুরজেওয়ালা, কেসি বেণুগোপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ এমনকী সোনিয়া গান্ধিকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিও ৷

Last Updated : Dec 9, 2022, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.