ETV Bharat / bharat

আজ বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

author img

By

Published : Nov 30, 2020, 7:16 AM IST

বারাণসীর রাজঘাটে দেব দীপাবলি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি।

pm narendra modi to visit varanasi toda
pm narendra modi to visit varanasi toda

দিল্লি, 30 নভেম্বর : আজ বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে 19 নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজ-বারাণসী বিভাগে ছয় লেনের জাতীয় সড়কের উদ্বোধন করবেন তিনি । 6 লেনের এই জাতীয় সড়ক 73 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে 2,447 কোটি টাকা । এই পথে মাত্র এক ঘণ্টায় প্রয়াগরাজ থেকে বারাণসী পৌঁছে যাওয়া যাবে ।

এই নতুন প্রকল্পের উদ্বোধন ছাড়াও আজ বারাণসীতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর । কার্তিক পূর্ণিমা তিথি উপলক্ষে দেব দীপাবলি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । এই উপলক্ষে বারাণসীর 84টি ঘাটে প্রায় 11 লাখ প্রদীপ জ্বালানো হবে । বারাণসীর রাজঘাটে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী । উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ থেকে আয়োজিত এই প্রদীপ প্রজ্জ্বলনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে । ক্রুজ়ে বসে গোটা অনুষ্ঠানটি উপভোগ করবেন মোদি । থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়কড়ি ।

আজ দুপুর 2:10 মিনিটে বারাণসী বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । এদিন কাশী বিশ্বনাথ মন্দির করিডর প্রকল্পের কাজ ঘুরে দেখবেন । সারনাথ প্রত্নতাত্ত্বিক স্থলের লাইট-সাউন্ড শো দেখবেন । চলতি মাসের শুরুর দিকে যার উদ্বোধন করেছিলেন মোদি ।

দিল্লি, 30 নভেম্বর : আজ বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে 19 নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজ-বারাণসী বিভাগে ছয় লেনের জাতীয় সড়কের উদ্বোধন করবেন তিনি । 6 লেনের এই জাতীয় সড়ক 73 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে 2,447 কোটি টাকা । এই পথে মাত্র এক ঘণ্টায় প্রয়াগরাজ থেকে বারাণসী পৌঁছে যাওয়া যাবে ।

এই নতুন প্রকল্পের উদ্বোধন ছাড়াও আজ বারাণসীতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর । কার্তিক পূর্ণিমা তিথি উপলক্ষে দেব দীপাবলি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । এই উপলক্ষে বারাণসীর 84টি ঘাটে প্রায় 11 লাখ প্রদীপ জ্বালানো হবে । বারাণসীর রাজঘাটে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী । উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ থেকে আয়োজিত এই প্রদীপ প্রজ্জ্বলনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে । ক্রুজ়ে বসে গোটা অনুষ্ঠানটি উপভোগ করবেন মোদি । থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়কড়ি ।

আজ দুপুর 2:10 মিনিটে বারাণসী বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । এদিন কাশী বিশ্বনাথ মন্দির করিডর প্রকল্পের কাজ ঘুরে দেখবেন । সারনাথ প্রত্নতাত্ত্বিক স্থলের লাইট-সাউন্ড শো দেখবেন । চলতি মাসের শুরুর দিকে যার উদ্বোধন করেছিলেন মোদি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.